বিষয়বস্তুতে চলুন

২০২৩ মদিনা কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ মদিনা কাপ
তারিখ১০ জুলাই ২০২৩ – ১২ জুলাই ২০২৩
স্থানমাল্টা
ফলাফল ফ্রান্স সিরিজে জয়ী
দলসমূহ
 ফ্রান্স  মাল্টা  লুক্সেমবুর্গ
অধিনায়কবৃন্দ
নোমান আমজাদ বরুণ তমোতরম ইয়োস্ত মেস
সর্বাধিক রান
গুস্তাভ ম্যাককিওন (২০৪) জিশান খান (১৬৪) বিক্রম বিঝ (১০৮)
সর্বাধিক উইকেট
রুহউল্লাহ মংগল (৯)
উসমান খান (৯)
ওয়াকার আফ্রিদি আহমদ (৮)
জাস্টিন সাজু (৮)
অংকুশ নন্দ (৪)
ইলিয়াস জাবারখেল (৪)

২০২৩ মদিনা কাপ একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যেটি ২০২৩ সালের জুলাই মাসে মাল্টায় অনুষ্ঠিত হয়।[] সিরিজে স্বাগতিক মাল্টার সঙ্গে অংশগ্রহণ করে ফ্রান্সলুক্সেমবুর্গ[] সিরিজের ম্যাচসমূহ মার্সা স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।[] সিরিজে বিজয়ী হয় ফ্রান্স।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 ফ্রান্স[]  মাল্টা[]  লুক্সেমবুর্গ[]
  • নোমান আমজাদ (অধি.)
  • ইব্রাহিম জাবারখেল
  • উসমান খান
  • গুস্তাভ ম্যাককিওন
  • জাইন আহমদ
  • দাউদ আহমদজাই
  • প্রকাজন প্রভাকরন
  • মুকতার আলি গোলামি
  • রহমতউল্লাহ মংগল
  • রুহউল্লাহ মংগল
  • লিঙ্গেশ্বরন কানেসান (উই.)
  • শ্যাম বর্ণকুলসূর্য
  • সুবেন্দ্রন সন্ত্রকুমারন
  • হেভিট জ্যাকসন (উই.)
  • বরুণ তমোতরম (অধি.)
  • বিক্রম অরোরা (সহ-অধি.)
  • ইমরান আমির
  • এলদোস ম্যাথিউ
  • ওয়াকার আফ্রিদি আহমদ
  • ওয়াসিম আব্বাস
  • চঞ্চল সুদর্শনন (উই.)
  • জসপাল সিং
  • জাস্টিন সাজু
  • জিশান খান
  • জেইসন জেরোম
  • ফানিয়ান মুঘল
  • যশ প্রতাপ সিং
  • স্যামুয়েল স্তানিসলাউস
  • ইয়োস্ত মেস (অধি.) (উই.)
  • বিক্রম বিঝ (সহ-অধি.)
  • অংকুশ নন্দ
  • অনুপ ওরসু
  • অমিত ধিংরা
  • অমিত হালভবি (উই.)
  • ইলিয়াস জাবারখেল
  • উইলিয়াম কোপ (উই.)
  • গিরিশ ভেংকটেশ্বরন
  • জেমস বার্কার
  • টিমোথি বার্কার (উই.)
  • পঙ্কজ মালব
  • মোহিত দীক্ষিত
  • শিব করণ সিং গিল

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
 ফ্রান্স +১.৫৩৬
 মাল্টা +০.৪৫০
 লুক্সেমবুর্গ −২.১৪৭

  চ্যাম্পিয়ন

১০ জুলাই ২০২৩
০৮:৩০
স্কোরকার্ড
ফ্রান্স 
১১৫ (১৯.৪ ওভার)
 মাল্টা
১০৬ (১৭.১ ওভার)
উসমান খান ৫৮ (৪৩)
জাস্টিন সাজু ৪/১৭ (৩.৪ ওভার)
ওয়াকার আফ্রিদি আহমদ ২৭* (১৫)
রুহউল্লাহ মংগল ৩/২ (১.১ ওভার)
ফ্রান্স ৯ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: জীবন কালু (নেদারল্যান্ডস) ও সুনীল গৌড় (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: উসমান খান (ফ্রান্স)
  • মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এলদোস ম্যাথিউ, ওয়াকার আফ্রিদি আহমদ, চঞ্চল সুদর্শনন (মাল্টা), মুকতার আলি গোলামি ও শ্যাম বর্ণকুলসূর্য (ফ্রান্স)-এর টি২০আই অভিষেক হয়।

১০ জুলাই ২০২৩
১২:১৫
স্কোরকার্ড
মাল্টা 
১২৫/৯ (২০ ওভার)
 ফ্রান্স
১২১ (১৯.৫ ওভার)
জিশান খান ২৬ (১৬)
উসমান খান ৩/১১ (৩ ওভার)
গুস্তাভ ম্যাককিওন ৪৩ (৪১)
ওয়াসিম আব্বাস ৩/২২ (৪ ওভার)
মাল্টা ৪ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: ইয়ান হিলহোর্স্ট (নেদারল্যান্ডস) ও শানাকা ফের্নান্দো (ইতালি)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়াসিম আব্বাস (মাল্টা)
  • মাল্টা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ জুলাই ২০২৩
০৮:৩০
স্কোরকার্ড
মাল্টা 
১৭৯/৮ (২০ ওভার)
 লুক্সেমবুর্গ
১৩৭/৯ (২০ ওভার)
জিশান খান ১১৫ (৬৪)
ইলিয়াস জাবারখেল ২/২৯ (৪ ওভার)
বিক্রম বিঝ ৪৪ (৩৬)
জাস্টিন সাজু ৩/২৬ (৪ ওভার)
মাল্টা ৪২ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: ইয়ান হিলহোর্স্ট (নেদারল্যান্ডস) ও বিনয় মালহোত্রা (জার্মানি)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিশান খান (মাল্টা)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জিশান খান (মাল্টা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।

১১ জুলাই ২০২৩
১২:৩৫
স্কোরকার্ড
ফ্রান্স 
১৭৭/৫ (২০ ওভার)
 লুক্সেমবুর্গ
১২৬ (২০ ওভার)
গুস্তাভ ম্যাককিওন ৭৯ (৪৩)
পঙ্কজ মালব ২/৩০ (৪ ওভার)
বিক্রম বিঝ ৪৩ (৩১)
শ্যাম বর্ণকুলসূর্য ৫/১২ (৪ ওভার)
ফ্রান্স ৫১ রানে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: শানাকা ফের্নান্দো (ইতালি) ও সন্দীপ হারনাল (কানাডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: শ্যাম বর্ণকুলসূর্য (ফ্রান্স)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রকাজন প্রভাকরন (ফ্রান্স)-এর টি২০আই অভিষেক হয়।
  • শ্যাম বর্ণকুলসূর্য প্রথম ফরাসি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

১২ জুলাই ২০২৩
০৮:৩০
স্কোরকার্ড
মাল্টা 
১৬৩/৫ (২০ ওভার)
 লুক্সেমবুর্গ
১৬৪/৬ (২০ ওভার)
স্যামুয়েল স্তানিসলাউস ৬২ (৪৮)
অংকুশ নন্দ ২/২২ (৪ ওভার)
শিব করণ সিং গিল ৪৭ (৩৯)
ওয়াকার আফ্রিদি আহমদ ৩/২৫ (৪ ওভার)
লুক্সেমবুর্গ ৪ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: বিনয় মালহোত্রা (জার্মানি) ও সন্দীপ হারনাল (কানাডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইলিয়াস জাবারখেল (লুক্সেমবুর্গ)
  • মাল্টা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১২ জুলাই ২০২৩
১২:৩০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ 
১১০ (১৮.৪ ওভার)
 ফ্রান্স
১১৩/১ (১১.২ ওভার)
টিমোথি বার্কার ৪১ (২৮)
রুহউল্লাহ মংগল ৪/১২ (৩.৪ ওভার)
গুস্তাভ ম্যাককিওন ৮২* (৪৫)
অংকুশ নন্দ ১/৯ (২ ওভার)
ফ্রান্স ৯ উইকেটে জয়ী
মার্সা স্পোর্টস ক্লাব মাঠ, মার্সা
আম্পায়ার: ভেংকটেশ শ্রীধর (জার্মানি) ও শানাকা ফের্নান্দো (ইতালি)
ম্যাচ সেরা খেলোয়াড়: গুস্তাভ ম্যাককিওন (ফ্রান্স)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Malta Cricket to host back-to-back Mdina Cup and Valletta Cup in July"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৩ 
  2. "Mdina Cup T20Is 2023 to begin in Malta on July 10 - watch live streaming in India"স্পোর্টসআড্ডা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৩ 
  3. "France win tri-series in Malta"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১৩ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৩ 
  4. "FC vous présente la sélection de l'équipe de France masculine qui sera en tournée à Malte du 10 au 16 juillet 2023 pour les tournois Mdina cup T20I (France, Malte et Luxembourg) et Valletta cup T20I (France, Suisse, Roumanie, Malte, Luxembourg)😃"ফ্রান্স ক্রিকেট (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  5. "Mdina Cup T20I's 2023 - Squads, Fixtures and All you need to know"ক্রিকেট ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]