বিষয়বস্তুতে চলুন

২০২৩ ইংল্যান্ডে আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দল বনাম বাংলাদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ ইংল্যান্ডে আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দল বনাম বাংলাদেশ
 
  আয়ারল্যান্ড বাংলাদেশ
তারিখ ৯ মে ২০২৩ – ১৪ মে ২০২৩
অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি তামিম ইকবাল
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান হ্যারি টেকটর (২০৬) নাজমুল হোসেন শান্ত (১৯৬)
সর্বাধিক উইকেট মার্ক অ্যাডেয়ার (৭) হাসান মাহমুদ (৫)
সিরিজ সেরা খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড সফর করে।[][] সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[]

সিরিজটি প্রাথমিকভাবে আয়ারল্যান্ডে আয়োজিত হওয়ার কথা থাকলেও ২০২৩ সালের মার্চ মাসে সিরিজটি ইংল্যান্ডে আয়োজনের কথা নিশ্চিত করা হয়।[] সিরিজ চলাকালে আয়ারল্যান্ডে অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের চেলমসফোর্ডে সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।[]

আয়ারল্যান্ড দলের জন্য সিরিজ শুরুর আগে ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টে সরাসরি উত্তরণের স্বার্থে সিরিজের তিনটি ম্যাচেই জয় লাভের প্রয়োজন ছিল।[] বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচে ফল না আসায় আয়ারল্যান্ডের পরিবর্তে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা উত্তীর্ণ হয়।[] একই সাথে ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্টে আয়ারল্যান্ডের অংশগ্রহণ নিশ্চিত হয়।[]

সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়লাভ করে।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 আয়ারল্যান্ড[১০][১১]  বাংলাদেশ[১২][১৩]

ওডিআই সিরিজ

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
৯ মে ২০২৩
১০:৪৫
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৪৬/৯ (৫০ ওভার)
 আয়ারল্যান্ড
৬৫/৩ (১৬.৩ ওভার)
মুশফিকুর রহিম ৬১ (৭০)
জশুয়া লিটল ৩/৬১ (১০ ওভার)
হ্যারি টেকটর ২১* (৩৭)
তাইজুল ইসলাম ১/৫ (২ ওভার)
ফলাফল হয়নি
কাউন্টি ক্রিকেট মাঠ, চেলমসফোর্ড
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: আয়ারল্যান্ড ৫, বাংলাদেশ ৫।

২য় ওডিআই

[সম্পাদনা]
১২ মে ২০২৩
১০:৪৫
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
৩১৯/৬ (৪৫ ওভার)
 বাংলাদেশ
৩২০/৭ (৪৪.৩ ওভার)
হ্যারি টেকটর ১৪০ (১১৩)
হাসান মাহমুদ ২/৪৮ (৯ ওভার)
বাংলাদেশ ৩ উইকেটে জয়ী
কাউন্টি ক্রিকেট মাঠ, চেলমসফোর্ড
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও পল রেনল্ডস (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৪৫ ওভারে খেলা হয়।
  • নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৪]
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: বাংলাদেশ ১০, আয়ারল্যান্ড ০।

৩য় ওডিআই

[সম্পাদনা]
১৪ মে ২০২৩
১০:৪৫
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৭৪ (৪৮.৫ ওভার)
 আয়ারল্যান্ড
২৬৯/৯ (৫০ ওভার)
তামিম ইকবাল ৬৯ (৮২)
মার্ক অ্যাডেয়ার ৪/৪০ (৮.৫ ওভার)
বাংলাদেশ ৫ রানে জয়ী
কাউন্টি ক্রিকেট মাঠ, চেলমসফোর্ড
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মৃত্যুঞ্জয় চৌধুরীরনি তালুকদার (বাংলাদেশ)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: বাংলাদেশ ১০, আয়ারল্যান্ড ০।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ireland confirm details for series against India, Bangladesh"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৩ 
  2. "India and Bangladesh series' details confirmed as Ireland Men look forward to a big 2023"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ৩ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৩ 
  3. "India to tour Ireland in August for short T20I series"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৩ 
  4. "Ireland to stage Bangladesh Super League ODIs in England"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. "Ireland to host India for three T20Is in August"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৩ 
  6. "Ireland v Bangladesh: Andrew Balbirnie confident as Irish target World Cup spot in Chelmsford"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৩ 
  7. "South Africa 'chuffed' as Ireland vs Bangladesh washout gives them ODI World Cup ticket"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩ 
  8. "Ireland v Bangladesh: South Africa pip Ireland to automatic World Cup spot after ODI washout"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩ 
  9. "দুটি নাটকীয় ধসের পর আয়ারল্যান্ডের হৃদয় ভেঙে সিরিজ বাংলাদেশের"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৩ 
  10. "Ireland Men's squad named for Bangladesh series; Ireland Wolves squad named for warm-up"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ২১ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৩ 
  11. "বাংলাদেশের বিপক্ষে সিরিজে সেরা দলই পাচ্ছে আয়ারল্যান্ড"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩ 
  12. "ইংল্যান্ড সফরে বাংলাদেশ দলে নতুন মুখ মৃত্যুঞ্জয়, এবারও নেই মাহমুদউল্লাহ"বিডিক্রিকটাইম। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২৩ 
  13. "Mrittunjoy Chowdhury replaces injured Taskin Ahmed for Ireland ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২৩ 
  14. "তামিম খুশি নাজমুল–হৃদয়ের ব্যাটিংয়ে, নাজমুলের আনন্দ প্রথম সেঞ্চুরি পেয়ে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]