২০২৩ জিব্রাল্টার ত্রিদেশীয় সিরিজ
অবয়ব
২০২৩ জিব্রাল্টার ত্রিদেশীয় সিরিজ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ৪ মে ২০২৩ – ৭ মে ২০২৩ | ||||||||||||||||||||||||||||
স্থান | জিব্রাল্টার | ||||||||||||||||||||||||||||
ফলাফল | পর্তুগাল সিরিজে জয়ী | ||||||||||||||||||||||||||||
সিরিজ সেরা খেলোয়াড় | কুলদীপ গোলিয়া | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
২০২৩ জিব্রাল্টার ত্রিদেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যেটি ২০২৩ সালের মে মাসে জিব্রাল্টারে অনুষ্ঠিত হয়।[১] সিরিজে স্বাগতিক জিব্রাল্টারের সঙ্গে অংশগ্রহণ করে পর্তুগাল ও মাল্টা।[২] সিরিজের ম্যাচসমূহ ইউরোপা ক্রীড়া কমপ্লেক্সের অন্তর্গত ইউরোপা পয়েন্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[৩] ২০২৩ সালের এপ্রিল মাসে সিরিজের সূচি ঘোষিত হয়।[৪]
সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় পর্তুগাল।[৫]
দলীয় সদস্য
[সম্পাদনা]জিব্রাল্টার[৬] | পর্তুগাল[৭] | মাল্টা |
---|---|---|
পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | পর্তুগাল | ৬ | ৬ | ০ | ০ | ০ | ১২ | +২.৪০০ |
২ | জিব্রাল্টার | ৬ | ২ | ৪ | ০ | ০ | ৪ | +০.০২৪ |
৩ | মাল্টা | ৬ | ১ | ৫ | ০ | ০ | ২ | −২.২১৫ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
চ্যাম্পিয়ন
সূচি
[সম্পাদনা]ব
|
||
নাজাম শাহজাদ ৪৪ (২৯)
ফজলুর রহমান ২/২৬ (৪ ওভার) |
ফানিয়ান মুঘল ২০ (২০)
সিরাজউল্লাহ খাদেম ৫/১৭ (৩.৩ ওভার) |
- মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- জসপাল সিং, দর্শিত রাজেন্দ্রকুমার, ফজলুর রহমান ও ফানিয়ান মুঘল (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।
- সিরাজউল্লাহ খাদেম প্রথম পর্তুগিজ ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
ব
|
||
কেইরন স্ট্যাগনো ৮৬ (৩৮)
নাজাম শাহজাদ ৩/৩৪ (৪ ওভার) |
মিগেল মাশাদো ৫৪* (৪৫)
সমর্থ বোধা ১/৩৫ (৪ ওভার) |
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জোনাথান ওয়েস্ট (জিব্রাল্টার) ও মুবিন তারিক (পর্তুগাল)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
নাজাম শাহজাদ ৪৭ (২৭)
অশোক বিষ্ণোই ৪/৩৫ (৪ ওভার) |
রায়ান বাস্তিয়ানস ৪৬ (৪১)
ফ্রঁসোয়াজ স্তোমান ৩/১৬ (৪ ওভার) |
- পর্তুগাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ইয়ান ল্যাটিন ৮৯ (৪৭)
যশ প্রতাপ সিং ১/২৬ (৪ ওভার) |
স্যামুয়েল স্তানিসলাউস ৪৩ (৪৮)
বালাজি অবিনাশ পাই ৩/১৩ (৪ ওভার) |
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- যশ প্রতাপ সিং (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
লুই ব্রুস ৫২ (৩৪)
ফজলুর রহমান ৪/৩২ (৪ ওভার) |
অমর শর্মা ১৩ (১৭)
কবির মিরপুরি ৩/১৬ (৪ ওভার) |
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
লুই ব্রুস ২২ (১৩)
ফ্রঁসোয়াজ স্তোমান ২/৫ (৪ ওভার) |
কুলদীপ গোলিয়া ৫৬* (৩২)
অ্যান্ড্রু রেয়েস ১/২০ (৩ ওভার) |
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ব্রায়ান জ্যামিট (জিব্রাল্টার) ও আসাদ মাহমুদ (পর্তুগাল)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
জসপাল সিং ৬৫* (৫১)
নাজাম শাহজাদ ২/২৪ (৩ ওভার) |
কুলদীপ গোলিয়া ৮০ (৩১)
ফানিয়ান মুঘল ১/১৬ (২ ওভার) |
- মাল্টা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
সুমন ঘিমিরে ২৭* (১৩)
অ্যান্ড্রু রেয়েস ২/১০ (৩ ওভার) |
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
বরুণ তমোতরম ৬০* (৩০)
কবির মিরপুরি ৩/২৫ (৪ ওভার) |
কেইরন স্ট্যাগনো ৩৬ (১৪)
ফজলুর রহমান ৪/১৫ (৪ ওভার) |
- মাল্টা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ANNOUNCEMENT! 🇬🇮🇬🇮🇬🇮"। জিব্রাল্টার ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Gibraltar is all set to host the upcoming T20 International cricket tournament, which will see teams from Malta, Portugal, and Gibraltar compete against each other. The tournament is scheduled to be held from 4th - 7th May and promises to be a thrilling affair"। জিব্রাল্টার ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Two wins against Malta marked Tri-series for Gibraltar as Portugal took top of the group"। জিব্রাল্টার ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৩।
- ↑ "Fixtures released for our T20 internationals at home vs Portugal and Malta!"। জিব্রাল্টার ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "First ever T20Is in Gibraltar highlight busy weekend of European international cricket"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Your GIBRALTAR CRICKET men's national team squad for the May 4th - 7th 2023 home T20 international series vs Malta and Portugal is here!"। জিব্রাল্টার ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Gibraltar Cricket to host Men's T20I Tri-series in May 2023"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩।