বিষয়বস্তুতে চলুন

২০২২ এশিয়ান গেমসে ক্রিকেট – পুরুষ টুর্নামেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ এশিয়ান গেমসে
পুরুষ ক্রিকেট
মাঠচচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ
শুরুর তারিখ২৭ সেপ্টেম্বর ২০২৩ (2023-09-27)
শেষের তারিখ৭ অক্টোবর ২০২৩ (2023-10-07)
প্রতিযোগী১৪টি দেশের ২১০ জন প্রতিযোগী
পদক বিজয়ী
স্বর্ণপদক 
রৌপ্যপদক 
ব্রোঞ্জপদক 
��ত্ত্বাবধায়কএশিয়া অলিম্পিক কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিন নকআউট
খেলার সংখ্যা১৭
সর্বাধিক রান সংগ্রহকারীনেপাল কুশল মল্ল (২১৩)
সর্বাধিক উইকেটধারীনেপাল অবিনাশ বোহরা (৮)
স্বাগতিক গণচীন

২০২২ এশিয়ান গেমসের অংশ হিসেবে ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর চীনের হাংচৌ-এ পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, যে প্রতিযোগিতায় মোট ১৪টি দল অংশগ্রহণ করছিলো।[] অংশগ্রহণকারী দলসমূহের অবস্থান ২০২৩ সালের ১ জুন তারিখের আইসিসি টি২০আই র‍্যাংকিং অনুযায়ী নির্ধারণ করা হয়েছিল।[] ক্রিকেট প্রতিযোগিতার সবগু‌লো ম্যাচসমূহ চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়েছিল।[] ভারত স্বর্ণপদক এবং আফগানিস্তান রৌপ্যপদক জয় লাভ করে।

দলীয় সদস্য

[সম্পাদনা]
 আফগানিস্তান[]  কম্বোডিয়া  জাপান[]  থাইল্যান্ড[]    নেপাল[]  পাকিস্তান[]  বাংলাদেশ[]
  • লুকমান বাট (অধি.)
  • অনীশ প্রসাদ
  • উৎকর্ষ জৈন
  • উদয় সিং (উই.)
  • এতিয়েন বিউকস
  • গোলাম মুর্তজা
  • চান্ধোন রতনা
  • তে সেংলোং
  • পিল বন্না
  • ফন বন্ধান
  • রাম রৌশন শরণ
  • লক্ষিত গুপ্ত
  • শ্রবণ গোদারা
  • সহজ চড্ডা (উই.)
  • স্যালভিন স্ট্যানলি
  • কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং (অধি.)
  • অ্যাশলি থারগেট
  • আলেকজান্ডার শিরাই-প্যাটমোর (উই.)
  • ইব্রাহিম তাকাহাশি
  • ওয়াতারু মিয়াউচি (উই.)
  • কাজুমা কাতো-স্ট্যাফোর্ড
  • কোহেই কুবোতা
  • ডেকলান সুজুকি-ম্যাককম্ব
  • ৎসুইয়োশি তাকাদা
  • মাকোতো তানিয়ামা
  • মুনিব সিদ্দিকি
  • রায়ান ড্রেক
  • রেও সাকুরানো-টমাস
  • লাখলান ইয়ামামোতো-লেক
  • শোগো কিমুরা
  • নব্বল সেনামন্ত্রী (অধি.)
  • অনুজা কালসি
  • খনিষ্ঠসর নাংজয়কুল
  • চাঞ্চয় পেংকুমতা
  • চিরঃবঙ্‌ষ লেয়ঙ্‌বিজেয়র
  • ছেলিমবংশ ছত্রবৈশাল
  • ধনবর যোধারত্ন
  • নরবিজ্ঞ নন্দরাজ
  • বিরিয়াবংশ সবনচবয় (উই.)
  • ভানুবংশ দঅংসা
  • ভানুবঢ্‌ন দেসুঙ্‌নেন
  • যঅতশক্তি সরানন্দনাগকুল
  • শতরুতম রুঙ্‌রেঅঙ (উই.)
  • সরবঢ্‌ন দেসুঙ্‌নেন
  • সরাবুধ মঃলিবল্য
 ভারত[১০]  মঙ্গোলিয়া  মালদ্বীপ[১১]  মালয়েশিয়া  শ্রীলঙ্কা[১২]  সিঙ্গাপুর[১৩]  হংকং[১৪]
  • লুভসানজুনদুই এরদেনেবুলগান (অধি.)
  • আমারসানাআ গান-এরদেনে
  • এন্‌খ-এরদেনে ওতগোনবায়ার (উই.)
  • এন্‌খতুভশিন মোন্‌খবাত
  • এন্‌খবায়ার বুইয়ানতোগোলদোর
  • ওদ লুতবায়ার
  • তোর-এরদেনে সুমিয়া
  • তোরমোন্‌খ তোমোরসুখ
  • দাভাসুরেন জামিয়ানসুরেন
  • নিয়ামবাতার নারানবাতার
  • বাত-ইয়ালাল্‌ত নাম্‌সরায়
  • বাতমোন্‌খ বাতখুইয়াগ
  • বালজিন্‌নিয়াম বাত্‌সুখ
  • বুইয়ানতুশিগ তেরবিশ
  • মোনগোন আলতানখুইয়াগ
  • রেন্‌ৎসেনদোর্জ বাতমোন্‌খ
  • হাসান রশিদ (অধি.)
  • ইসমাইল আলি (সহ-অধি.)
  • আজিন মোহাম্মদ রফিক
  • আমিল মাউরুফ
  • ইব্রাহিম নাশাথ
  • ইসমাইল নাজওয়ান
  • নাইল ইসমাইল নাসির
  • মুআবিয়া আবদুল-গনি
  • মোহাম্মদ মিউভান
  • মোহাম্মদ রায়ান দুলাল
  • মোহাম্মদ সুলেমান
  • রাসাম রশিদ
  • শিউস ফরিদ (উই.)
  • শুনান আলি
  • হোসেন স্বাধীন
  • আহমেদ ফাইজ (অধি.)
  • আইনুল হাফিজ (উই.)
  • আনোয়ার বিন আবদুর রহমান
  • জুবাইদি জুলকিফলি
  • পবনদীপ সিং
  • বিজয় সুরেশ
  • বিরনদীপ সিং (উই.)
  • মুহাম্মদ আকরাম আব্দুল মালিক
  • মুহাম্মদ আমির আজিম
  • মোহাম্মদ আইমান জাকোয়ান
  • শাজরুল ইজ্জত ইদ্রিস
  • শারভিন মুনিয়ান্দি
  • শারভিন সুরেন্দ্রন
  • সৈয়দ আজিজ (উই.)
  • হাইকাল বিন মোহাম্মদ খাইর

ভারত দলে দীপক হুডা, ভেংকটেশ আইয়ার, যশ ঠাকুর, রবিশ্রীনিবাসন সাই কিশোরসাই সুদর্শনকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৫] জাপান দলে কেনতো ওতা, জুন ইয়ামাশিতা ও মার্কাস থারগেটকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৬] পাকিস্তান দলে আবদুল ওয়াহিদ বংগলজাই, ইরফান খান, মুবাসির খান, মেহরান মমতাজ ও মোহাম্মদ ইমরানকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৭] চোটের কারণে ভারতের শিবম মাবি প্রতিযোগিতা থেকে ছিটকে যান, যে কারণে তাঁর পরিবর্তে ভারত দলে আকাশ দীপকে নেয়া হয়।[১৮] আফগানিস্তান দলে আল্লাহ নুর, নানগয়ালিয়া খারোটি ও মোহাম্মদ ইব্রাহিম আব্দুররহিমজাইকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৯] চোটের কারণে পাকিস্তান দল থেকে মোহাম্মদ হাসনাইন ছিটকে গেলে তাঁর পরিবর্তে মুবাসির খানকে দলে নেয়া হয়।[২০]

গ্রুপ পর্ব

[সম্পাদনা]

গ্রুপ এ

[সম্পাদনা]

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
   নেপাল +১০.২৮০
 মালদ্বীপ −১.৭০০
 মঙ্গোলিয়া −১১.৫৭৫
২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ইএসপিএনক্রিকইনফো
২৭ সেপ্টেম্বর ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেপাল   
৩১৪/৩ (২০ ওভার)
 মঙ্গোলিয়া
৪১ (১৩.১ ওভার)
কুশল মল্ল ১৩৭* (৫০)
লুভসানজুনদুই এরদেনেবুলগান ১/৪৭ (৪ ওভার)
দাভাসুরেন জামিয়ানসুরেন ১০ (২৩)
করণ খত্রী ক্ষেত্রী ২/১ (২ ওভার)
নেপাল ২৭৩ রানে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: আরিফ আনসারি (থাইল্যান্ড) ও ক্রিস থারগেট (জাপান)
  • মঙ্গোলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এন্‌খ-এরদেনে ওতগোনবায়ার, এন্‌খতুভশিন মোন্‌খবাত, ওদ লুতবায়ার, তোর-এরদেনে সুমিয়া, তোরমোন্‌খ তোমোরসুখ, দাভাসুরেন জামিয়ানসুরেন, নিয়ামবাতার নারানবাতার, বাত-ইয়ালাল্‌ত নাম্‌সরায়, বুইয়ানতুশিগ তেরবিশ, মোনগোন আলতানখুইয়াগ ও লুভসানজুনদুই এরদেনেবুলগান (মঙ্গোলিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
  • কুশল মল্ল (নেপাল) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[২১]
  • নেপালের ইনিংসটি ছিল পুরুষ টি২০আই ক্রিকেটে যেকোনও দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস।[২২]

২৮ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
মঙ্গোলিয়া 
৬০/৯ (২০ ওভার)
 মালদ্বীপ
৬২/১ (৬.৪ ওভার)
দাভাসুরেন জামিয়ানসুরেন ১৫ (৩৯)
আজিন মোহাম্মদ রফিক ৩/১০ (৪ ওভার)
আজিন মোহাম্মদ রফিক ২৪* (১৬)
তোরমোন্‌খ তোমোরসুখ ১/১৫ (২ ওভার)
মালদ্বীপ ৯ উইকেটে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও লিউ জিংমিন (চীন)
  • মালদ্বীপ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইসমাইল আলি, আজিন মোহাম্মদ রফিক, নাইল ইসমাইল নাসির, মোহাম্মদ মিউভান, মোহাম্মদ রায়ান দুলাল, রাসাম রশিদ, শিউস ফরিদ ও হোসেন স্বাধীন (মালদ্বীপ)-এর টি২০আই অভিষেক হয়।

১ অক্টোবর ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
নেপাল   
২১২/৭ (২০ ওভার)
 মালদ্বীপ
৭৪ (১৯.৪ ওভার)
রোহিত কুমার পৌডেল ৫২ (২৭)
নাজওয়ান ইসমাইল ৩/১৭ (৪ ওভার))
মুয়াবিয়াত ঘানি ৩৬ (৩৪)
অবিনাশ বহরা ৬/১১ (৩.৪ ওভার)
নেপাল ১৩৮ রানে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: মাহমুদ খারোতি (আফগানিস্তান) এবং রামাসামি ভেঙ্কটেশ (হংকং)
  • নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অবিনাশ বহরা (নেপাল) টি-টোয়েন্টিতে তার প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন।[২৩]
  • নেপাল এই ম্যাচের ফলে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

গ্রুপ বি

[সম্পাদনা]

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
 হংকং +৩.৫০৭
 জাপান −০.০১৫
 কম্বোডিয়া −৩.৫০০
২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ইএসপিএনক্রিকইনফো
২৭ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
কম্বোডিয়া 
১২৫/৭ (২০ ওভার)
 জাপান
১২৬/৭ (১৮.১ ওভার)
শ্রবণ গোদারা ৩৬* (২৩)
রায়ান ড্রেক ৩/১৫ (৪ ওভার)
কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং ৩৫ (২৩)
শ্রবণ গোদারা ৩/২৫ (৪ ওভার)
জাপান ৩ উইকেটে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও রামস্বামী ভেংকটেশ (হংকং)
  • কম্বোডিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তে সেংলোং ও ফন বন্ধান (কম্বোডিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২৯ সেপ্টেম্বর ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
কম্বোডিয়া 
৭০ (১৮.২ ওভার)
 হংকং
৭৫/১ (৫.৫ ওভার)
রাম রৌশন শরণ ২৭ (৩৪)
নসরুল্লাহ রানা ৪/৭ (৪ ওভার)
বাবর হায়াত ৪০* (১২)
গোলাম মুর্তজা ১/১৪ (২ ওভার)
হংকং ৯ উইকেটে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: মাসুদুর রহমান (বাংলাদেশ) ও মাহমুদ খান খারোটি (আফগানিস্তান)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১ অক্টোবর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
জাপান 
১২৭ (১৯ ওভার)
 হংকং
১৩৩/৫ (১৮.৫ ওভার)
লাচলান ইয়ামামোটো-লেক ৬০ (৩৬)
আনাস খান ২/২৩ (৪ ওভার)
নসরুল্লা রানা ৩৬ (১৮)
ইব্রাহিম তাকাহাশি ১/১৪ (৩ ওভার)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • হংকং এই ম্যাচের ফলে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

গ্রুপ সি

[সম্পাদনা]

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
 মালয়েশিয়া +৬.৬৭৫
 সিঙ্গাপুর +০.৬৫০
 থাইল্যান্ড −৭.৩২৫
২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ইএসপিএনক্রিকইনফো

  নকআউট পর্বে উত্তীর্ণ

২৮ সেপ্টেম্বর ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৬০/৮ (২০ ওভার)
 সিঙ্গাপুর
৮৭ (১৭.৫ ওভার)
বিরনদীপ সিং ৪৪* (৩৪)
অনীশ এডওয়ার্ড পরম ৩/১৬ (৪ ওভার)
জনক প্রকাশ ২৬* (২১)
মুহাম্মদ আমির আজিম ২/৭ (২.৫ ওভার)
মালয়েশিয়া ৭৩ রানে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: মাহমুদ খান খারোটি (আফগানিস্তান) ও রামস্বামী ভেংকটেশ (হংকং)
  • সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৯ সেপ্টেম্বর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
সিঙ্গাপুর 
১৫২/৮ (২০ ওভার)
 থাইল্যান্ড
৫৩ (১৫.৩ ওভার)
চেতন সূর্যবংশী ৫৩ (৩৬)
চাঞ্চয় পেংকুমতা ৪/২২ (৪ ওভার)
ভানুবঢ্‌ন দেসুঙ্‌নেন ১৪ (১৬)
আহান গোপীনাথ আচার ৪/৮ (৪ ওভার)
সিঙ্গাপুর ৯৯ রানে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: নারায়ণন শিবন (মালয়েশিয়া) ও ক্রিস থারগেট (জাপান)
  • সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২ অক্টোবর ২০২৩
০৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
মালয়েশিয়া 
২৬৮/৪ (২০ ওভার)
 থাইল্যান্ড
৭৪/৯ (২০ ওভার)
সৈয়দ আজিজ ১২৬ (৫৬)
সরবঢ্‌ন দেসুঙ্‌নেন ২/৪৩ (৪ ওভার)
ধনবর যোধারত্ন ১৫ (২১)
বিরনদীপ সিং ২/৬ (৪ ওভার)
মালয়েশিয়া ১৯৪ রানে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও ক্রিস থারগেট (জাপান)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অনুজা কালসি (থাইল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
  • সৈয়দ আজ��জ (মালয়েশিয়া) তার প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরি

নকআউট পর্ব

[সম্পাদনা]

বন্ধনী

[সম্পাদনা]
কোয়ার্টার-ফাইনাল সেমিফাইনাল ফাইনাল
         
ন১  ভারত ২০২/৪ (২০)
এ১    নেপাল ১৭৯/৯ (২০)
ন১  ভারত ৯৭/১ (৯.২)
ন৪  বাংলাদেশ ৯৬/৯ (২০)
ন৪  বাংলাদেশ ১১৬/৫ (২০)
সি১  মালয়েশিয়া ১১৪/৮ (২০)
ন১  ভারত ফ.হ.
ন৫  আফগানিস্তান ১১২/৫ (১৮.২)
ন৫  আফগানিস্তান ১১৬ (১৮.৪)
ন৩  শ্রীলঙ্কা ১০৮ (১৯.১)
ন৫  আফগানিস্তান ১১৬/৬ (১৭.৫) ৩য় স্থান নির্ধারণী
ন২  পাকিস্তান ১১৫ (১৮)
ন২  পাকিস্তান ১৬০ (২০) ন৪  বাংলাদেশ ৬৫/৪ (৫)
বি১  হংকং ৯২ (১৮.৫) ন৩  পাকিস্তান ৪৮/১ (৫)

কোয়ার্টার-ফাইনাল

[সম্পাদনা]

১ম কোয়ার্টার-ফাইনাল

[সম্পাদনা]
৩ অক্টোবর ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ভারত 
২০২/৪ (২০ ওভার)
   নেপাল
১৭৯/৯ (২০ ওভার)
ভারত ২৩ রানে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: মাহমুদ খরোতি (আফগানিস্তান) এবং আসিফ ইয়াকুব (পাকিস্তান)

২য় কোয়ার্টার-ফাইনাল

[সম্পাদনা]

৩ অক্টোবর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
পাকিস্তান 
১৬০ (২০ ওভার)
 হংকং
৯২ (১৮.৫ ওভার)
আমির জামাল ৪১ (১৬)
আয়ুষ শুক্লা ৪/৪৯ (৪ ওভার)
বাবর হায়াত ২৯ (২৭)
খুশদিল শাহ ৩/১৩ (৪ ওভার)

-

৩য় কোয়ার্টার-ফাইনাল

[সম্পাদনা]
৪ অক্টোবর ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
১১৬ (১৮.৩ ওভার)
 শ্রীলঙ্কা
১০৮ (১৯.১ ওভার)
নূর আলী ৫১ (৫২)
নুয়ান থুশারা ৪/১৭ (৩ ওভার)
সাহান আরাচিগে ২২ (২৯)
কাইস আহমেদ ৩/১৬ (৪ ওভার)

৪র্থ কোয়ার্টার-ফাইনাল

[সম্পাদনা]
৪ অক্টোবর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
১১৬/৫ (২০ ওভার)
 মালয়েশিয়া
১১৪/৮ (২০ ওভার)
সাইফ হাসান ৫০* (৫২)
পবনদীপ সিং ২/১২ (৪ ওভার)
বীরনদীপ সিং ৫২ (৩৯)
আফিফ হোসেন ৩/১১ (৪ ওভার)
বাংলাদেশ ২ রানে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: মাহমুদ খরোতি (আফগানিস্তান) এবং রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা)

সেমি-ফাইনাল

[সম্পাদনা]

১ম সেমি-ফাইনাল

[সম্পাদনা]
৬ অক্টোবর ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
বাংলাদেশ 
৯৬/৯ (২০ ওভার)
 ভারত
৯৭/১ (৯.২ ওভার)
তিলক বর্মা ৫৫* (২৬)
রিপন মন্ডল ১/২৬ (২ ওভার)
ভারত ৯ উইকেটে জয়ী
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: মাহমুদ খরোতি (আফগানিস্তান) এবং আসিফ ইয়াকুব (পাকিস্তান)

২য় সেমি-ফাইনাল

[সম্পাদনা]
৬ অক্টোবর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
পাকিস্তান 
১১৫ (১৮ ওভার)
 আফগানিস্তান
১১৬/৬ (১৭.৫ ওভার)
ওমাইর ইউসুফ ২৪ (১৯)
ফরিদ আহমদ ৩/১৫ (৩ ওভার)
নূর আলী ৩৯ (৩৩)
আরাফাত মিনহাস ২/১১ (৩ ওভার)
  • আফগানিস্তান টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

৩য় স্থান নির্ধারণী

[সম্পাদনা]
৭ অক্টোবর ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
পাকিস্তান 
৪৮/১ (৫ ওভার)
 বাংলাদেশ
৬৫/৪ (৫ ওভার)
মির্জা তাহির বাইগ ৩২* (১৮)
রকিবুল হাসান ১/১২ (২ ওভার)
ইয়াসির আলী ৩৪ (১৬)
আরশাদ ইকবাল ৩/১৪ (২ ওভার)
বাংলাদেশ ৬ উইকেটে বিজয়ী (ডিএলএস পদ্ধতি)
চচিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, হাংচৌ
আম্পায়ার: মাহমুদ খরোতি (আফগানিস্তান) এবং সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
  • বাংলাদেশের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
  • বৃষ্টির কারণে ম্যাচটি ৫ ওভারে অনুষ্ঠিত হয়েছিল।
  • বাংলাদেশ বৃষ্টি সংশোধিত আইনে ৬৫ রানের টার্গেট পায়।
  • মুবাসির খান (পাকিস্তান) টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়।

ফাইনাল

[সম্পাদনা]
৭ অক্টোবর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
১১২/৫ (১৮.২ ওভার)
শহীদুল্লাহ ৪৯* (৪৩)
শিবম দুবে ১/৪ (১ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • জুবাইদ আকবরি (আফগানিস্তান) টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়।
  • ভারত সীড বাছাইয়ের থাকার কারণে স্বর্ণপদক জিতেছে।

চূড়ান্ত অবস্থান

[সম্পাদনা]
অবস্থান দল ম্যাচ জয় হার পরিত্যক্ত এনআরআর
১  ভারত ৩.৩৬৪
২  আফগানিস্তান ০.৬১২
৩  বাংলাদেশ ১.১৭৬
 পাকিস্তান ০.২৮৪
   নেপাল ৬.৪৬৭
 মালয়েশিয়া ৪.৪১৭
 হংকং ০.৮৬৮
 শ্রীলঙ্কা -০.৪০০
 সিঙ্গাপুর ০.৬৫০
১০  জাপান ০.০১৫
১১  মালদ্বীপ -১.৭০০
১২  কম্বোডিয়া -৩.৫০০
১৩  থাইল্যান্ড -৭.৩২৫
১৪  মঙ্গোলিয়া -১১.৫৭৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Cricket"১৯শ এশিয়ান গেমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২ 
  2. "Asian Games 2023 Cricket Schedule: All you need to Know"ইনসাইডস্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৩ 
  3. "Schedule announced for Men's/Women's cricket in Asian Games 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩ 
  4. "ACB Name Squad for Asian Games Men's Cricket Competition"আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৩ 
  5. "Men's Japan National Cricket Team for 19th Asian Games Confirmed"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৩ 
  6. "Men's Squad #thailand #AsianGamesHangzhou"থাইল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  7. "Paudel to lead Nepal in Asian Games, Lamichhane picked in squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৩ 
  8. "Qasim Akram to lead Pakistan men's side at Asian Games"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩ 
  9. "সাইফের নেতৃত্বে বাংলাদেশের এশিয়ান গেমসের স্কোয়াড ঘোষণা"বিডিক্রিকটাইম। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৩ 
  10. "Gaikwad to lead second-string India side in Asian Games"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  11. "2023 Asian Games – Huangzhou"মালদ্বীপ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩ 
  12. "Cricket Squads announced for Asian Games"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৩ 
  13. "Media release – Announcement of SCA's Men's Cricket Team list for the 19th Asian Games Hangzhou 2022"সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  14. "Hong Kong, China Men's Cricket Squad for 19th Asian Games Hangzhou announced!"চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৩ 
  15. "India's squad for 19th Asian Games, Hangzhou 2022 announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  16. "第19回アジア競技大会 クリケット男子日本代表チーム発表"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (জাপানি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৩ 
  17. "Pakistan Shaheens squad for Asian Games announced"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩ 
  18. "Team India (Men's and Women's) Squad Updates"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৩ 
  19. "د چين د هانګزو اسیايي لوبو لپاره افغان ابدالیان لوبډله وټاکل شوه"আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  20. "Mubasir Khan replaces Mohammad Hasnain for Asian Games"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  21. "Rampant Nepal rewrite cricket record books in Asian Games mismatch"ফ্রান্স ২৪ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩ 
  22. "Nepal smash records with fastest century and fifty in men's T20Is"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩ 
  23. "Abinash Bohara's remarkable bowling performance sets new T20I record for Nepal"Cricnepal (English ভাষায়)। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]