বিষয়বস্তুতে চলুন

২০২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর
 
  সংযুক্ত আরব আমিরাত নিউজিল্যান্ড
তারিখ ১৭ আগস্ট ২০২৩ – ২০ আগস্ট ২০২৩
অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম টিম সাউদি
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান আর্যাংশ শর্মা (৭৬) মার্ক চ্যাপম্যান (১২৯)
সর্বাধিক উইকেট জুনায়েদ সিদ্দিকি (৫) টিম সাউদি (৬)
সিরিজ সেরা খেলোয়াড় মার্ক চ্যাপম্যান (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের আগস্ট মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য সংযুক্ত আরব আমিরাত সফর করে।[][] ২০২৩ সালের মার্চ মাসে সিরিজের সূচি ঘোষিত হয়।[] এ সিরিজে ১৯৯৬ সালের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয় সংযুক্ত আরব আমিরাত ও নিউজিল্যান্ড।[][]

সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 সংযুক্ত আরব আমিরাত[]  নিউজিল্যান্ড[]

সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড দলে লকি ফার্গুসন ও হেনরি শিপলির পরিবর্তে বেনজামিন লিস্টার ও ব্লেয়ার টিকনারকে নেয়া হয়।[] পরবর্তীতে ব্লেয়ার টিকনারের পরিবর্তে নিউজিল্যান্ড দলে জেকব ডাফিকে অন্তর্ভুক্ত করা হয়।[১০]

টি২০আই সিরিজ

[সম্পাদনা]

১ম টি২০আই

[সম্পাদনা]
১৭ আগস্ট ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৫৫/৬ (২০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৩৬ (১৯.৪ ওভার)
আর্যাংশ শর্মা ৬০ (৪৩)
টিম সাউদি ৫/২৫ (৪ ওভার)
নিউজিল্যান্ড ১৯ রানে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও আসিফ ইকবাল (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: টিম সাউদি (নিউজিল্যান্ড)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আর্যাংশ শর্মা, আলি আমির নাসির, আসিফ খান ও মোহাম্মদ ফারাজউদ্দিন (সংযুক্ত আরব আমিরাত)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

[সম্পাদনা]
১৯ আগস্ট ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৪২/৮ (২০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৪৪/৩ (১৫.৪ ওভার)
মার্ক চ্যাপম্যান ৬৩ (৪৬)
আয়ান আফজাল খান ৩/২০ (৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৭ উইকেটে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আসিফ ইকবাল (সংযুক্ত আরব আমিরাত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: আয়ান আফজাল খান (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

[সম্পাদনা]
২০ আগস্ট ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৬৬/৫ (২০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৩৪/৭ (২০ ওভার)
উইল ইয়াং ৫৬ (৪৬)
জুনায়েদ সিদ্দিকি ৩/২৬ (৪ ওভার)
আয়ান আফজাল খান ৪২ (৩৬)
বেনজামিন লিস্টার ৩/৩৫ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৩২ রানে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: উইল ইয়াং (নিউজিল্যান্ড)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আদিত্য অশোক ও ডিন ফক্সক্রফট (নিউজিল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sodhi, Duffy left out for Sri Lanka Tests"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  2. "BLACKCAPS to play UAE"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  3. "UAE to host New Zealand for three T20Is in August"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  4. "New Zealand name same 13 who faced England for Sri Lanka Tests"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  5. "Black Caps to play United Arab Emirates for first time since 1996 before England series"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৩ 
  6. "Young, Chapman hit fifties as NZ take series 2-1"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৩ 
  7. "Asif Khan set for T20I debut after being named in squad for New Zealand series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৩ 
  8. "Fast bowler returns as New Zealand name T20I squads for UAE, England tours"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৩ 
  9. "Boult & Jamieson return for England ODI series | T20I squad updates"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ১৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৩ 
  10. "Duffy replaces Tickner in NZ squad for UAE T20Is"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]