২০২৩ নারী মহাদেশীয় কাপ
অবয়ব
তারিখ | ৪ আগস্ট ২০২৩ – ৬ আগস্ট ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | ক্রিকেট রোমানিয়া |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও ফাইনাল |
আয়োজক | রোমানিয়া |
বিজয়ী | আইল অব ম্যান (১ম শিরোপা) |
রানার-আপ | গ্রিস |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৪ |
খেলার সংখ্যা | ৮ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | লুসি বার্নেট |
সর্বাধিক রান সংগ্রহকারী | রেবেকা ব্লেক (২৪৬) |
সর্বাধিক উইকেটধারী | আংগেলিকি সাভানি (১১) |
২০২৩ নারী মহাদেশীয় কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট প্রতিযোগিতা যেটি ২০২৩ সালের আগস্ট মাসে রোমানিয়ায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক রোমানিয়ার সঙ্গে অংশগ্রহণ করে আইল অব ম্যান, গ্রিস ও মাল্টা।[২] টুর্নামেন্টটি ছিল নারী মহাদেশীয় কাপ টুর্নামেন্টের দ্বিতীয় আসর।[৩] টুর্নামেন্টের ম্যাচসমূহ মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[৪]
টুর্নামেন্টের ফাইনালে গ্রিসকে হারিয়ে বিজয়ী হয় আইল অব ম্যান।[৫]
দলীয় সদস্য
[সম্পাদনা]আইল অব ম্যান[৬] | গ্রিস[৭] | মাল্টা | রোমানিয়া |
---|---|---|---|
|
রাউন্ড-রবিন
[সম্পাদনা]পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | আইল অব ম্যান | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +৭.৬৬০ |
২ | গ্রিস | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.৪৫০ |
৩ | রোমানিয়া (H) | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −৩.৪০৩ |
৪ | মাল্টা | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −৩.৯২৩ |
ফাইনালে উত্তীর্ণ
৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
সূচি
[সম্পাদনা]ব
|
||
মারিয়া সিরিওতি ১৯ (৪৪)
জোঅ্যান হিকস ২/৯ (৪ ওভার) |
লুসি বার্নেট ৫৬* (৩৮)
|
- আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- খ্রিসুলা কান্তা, দাফনি সোফিয়া ভ্লাখোপুলু ও সোফিয়া-থেওদোসিয়া ভারজাকাকু (গ্রিস)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
অনুপমা রমেশন ২৯ (৪৬)
আংগেলিকি সাভানি ৪/১৭ (৪ ওভার) |
মারিয়া সিরিওতি ৩৬* (৩২)
শ্যামলা চোলাসেরি ১/২৪ (৪ ওভার) |
- গ্রিস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- এভাংগেলিয়া-স্পিরিদুলা গ্রামেনু (গ্রিস), ক্লেয়ার সাম্মুত, জ্যোতি ন্যৌপানে, ট্রেসি কালিংগিন, প্রতিভা ভণ্ডারি, বিবিনা বেবি, মে মাচেল্লি, সুষমা খত্রী ও স্ভিতলানা ইউশচেনকো (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
রেবেকা ব্লেক ১২ (১৩)
জোঅ্যান হিকস ৩/৩ (১.৫ ওভার) |
লুসি বার্নেট ২২* (৮)
|
- আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অরুমদুর দিনেশি, ইউলিয়ানা মুনতেয়ান, কিরিল্য জেনিফার আনা, ক্রিস্তিনা ক্যিরলিগ, ক্রিস্তিয়ানা সানদা, মাদালিনা কেরেকেশ ও সোরিনা মোইসে (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
মারিয়া সিরিওতি ৫৬ (৫৫)
কিরিল্য জেনিফার আনা ১/১৭ (৪ ওভার) রেবেকা ব্লেক ১/১৭ (৪ ওভার) |
রেবেকা ব্লেক ৪১ (৩০)
আংগেলিকি সাভানি ৬/৫ (২.৫ ওভার) |
- রোমানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- র্যদুকু আন্দ্রেয়া (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
- আংগেলিকি সাভানি প্রথম গ্রিক ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
ব
|
||
জেসিকা রাইমার ২৪* (৫৩)
ক্যাথেরিন পেরি ২/১৫ (৪ ওভার) |
লুসি বার্ন���ট ৫৩* (২৭)
অনুপমা রমেশন ২/৩৭ (৪ ওভার) |
- আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ফিনোলা মার্টিন (আইল অব ম্যান)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
রেবেকা ব্লেক ১৩৫* (৭৬)
অনুপমা রমেশন ২/২২ (৪ ওভার) |
জেসিকা রাইমার ৫১* (৫৮)
অষানী এরন্দতী মুত্তুগল ১/২৮ (৪ ওভার) |
- রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অঁজেলিক লাস পিনিয়াস (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় স্থান নির্ধারণী
[সম্পাদনা]ব
|
||
রেবেকা ব্লেক ৫৮ (৩৩)
শ্যামলা চোলাসেরি ৪/৯ (৪ ওভার) |
অনুপমা রমেশন ৪৬* (৪৩)
রেবেকা ব্লেক ১/১৭ (৩.২ ওভার) |
- রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
[সম্পাদনা]ব
|
||
নেফেলি ইয়েওরগোতা ২০ (৩১)
ব্লিস মারটাগ ২/৫ (৩ ওভার) |
লুসি বার্নেট ৪২* (২০)
আংগেলিকি সাভানি ১/২৩ (২ ওভার) |
- আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Inaugural editions of Women's Continental Cup and Nordic Cup in August 2023"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩।
- ↑ "Women's National Team Squad Announced 👇"। আইল অব ম্যান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Săptămâna aceasta, echipa feminină de cricket a României se confruntă cu echipe naționale din Grecia, Malta și Insula Man, în cea de-a doua ediție a Cupei Continentale Feminin"। ক্রিকেট রোমানিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ @CzechCricket (২৬ জুন ২০২৩)। "📢 Exciting news! Introducing the teams for the first-ever Women's Continental Cricket Cup (T20I) and our inaugural international match! 🏏" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Continental Cup Winners 🙌🇮🇲🏆"। আইল অব ম্যান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Cricket: Women's T20 squad announced for international fixtures"। ম্যান্ক্স রেডিও (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৩।
- ↑ "Στις 2 Αυγούστου θα αναχωρήσει η Εθνική αποστολή των Γυναικών με προορισμό το Βουκουρέστι προκειμένου να συμμετέχει στο Ευρωπαικό Πρωτάθλημα Women's Continental Cricket Cup 2023 το οποίο θα διεξαχθεί 4, 5 και 6 Αυγούστου με την συμμετοχή των Εθνικών Ομάδων της Ελλάδας, της Ρουμανίας , του Ιsle of Man και της Μάλτας. Οι αγώνες θα μεταδοθουν ζωντανά από το Εuropean Cricket Network"। হেলেনীয় ক্রিকেট ফেডারেশন (গ্রিক ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।