নাঙ্গলকোট উপজেলা
নাঙ্গলকোট | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে নাঙ্গলকোট উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°৭′৪৮.০০০″ উত্তর ৯১°১৩′১২.০০০″ পূর্ব / ২৩.১৩০০০০০০° উত্তর ৯১.২২০০০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
আয়তন | |
• মোট | ২২৫.৯৫ বর্গকিমি (৮৭.২৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৩,৬৯,৬৫২ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ১৯ ৮৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশের কুমিল্লা জেলার একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]নাঙ্গলকোট উপজেলা কুমিল্লা শহর থেকে সড়ক বা রেল পথে ৪১ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। নাঙ্গলকোট উপজেলার ভৌগোলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২৩°২৯' এবং ২৩°৪২' এর মধ্যে ৯০°৫৯' এবং ৯১°০৫' দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে চৌদ্দগ্রাম উপজেলা ও লালমাই উপজেলা, দক্ষিণে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা ও ফেনী জেলার দাগনভূঞা উপজেলা, পূর্বে চৌদ্দগ্রাম উপজেলা, পশ্চিমে লাকসাম উপজেলা ও মনোহরগঞ্জ উপজেলা। এর আয়তন ২২৫.৯৫ বর্গ কিলোমিটার।
ইতিহাস
[সম্পাদনা]কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলাটি ১৯৮৩ সালের ১৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয়;[২] উপজেলা প্রতিষ্ঠার পূর্বে এটি লাকসাম ও চৌদ্দগ্রাম উপজেলার অংশবিশেষ ছিল।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]নাঙ্গলকোট উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারী অনুসারে এখানকার জনসংখ্যা ৩,৬৯,৬৫২ জন (প্রায়); যার মধ্যে পুরুষ ১,৬৮,৯৫৫ জন (প্রায়) এবং মহিলা ২,০০৬৯৭ জন (প্রায়)। এখানে প্রতি বর্গ কিলোমিটারে লোকসংখ্যার ঘনত্ব ১,৫৬৩ জন। মোট ভোটার সংখ্যা ২,২৫,৭১৭ জন; পুরুষ ভোটার সংখ্যা ৯৫,০৩৯ জন ও মহিলা ভোটার সংখ্যা ১,১০,৬৭৮ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩০%। এখানে মোট পরিবারের সংখ্যা ৭২,৭১৭ টি।
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারী অনুসারে এখানে শিক্ষার হার ৬৫%; যার মধ্যে পুরুষ ৬৮% এবং মহিলা ৬২%।
কৃষি
[সম্পাদনা]- ২৩,৮৩৪ হেক্টর ফসলী জমি (এক ফসলী জমি ৩,০১৫ হেক্টর, দুই ফসলী জমি ৪,৩৬৭ হেক্টর, তিন ফসলী জমি ৯,১১৮ হেক্টর);
- নলকূপের সংখ্যা ৪,২৭৬ টি,
- গভীর নলকূপ ১২৩ টি
- অ-গভীর নলকূপ ২,৪২৩ টি
- শক্তি চালিত পাম্প ৪৮৮ টি,
- বাৎসরিক খাদ্য চাহিদা ৭৮,২৬৭ মেঃ টন।
অর্থনীতি
[সম্পাদনা]নাঙ্গলকোট উপজেলার অর্থনৈতিক চালিকা শক্তি মূলত কৃষি নির্ভর। ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য কোন কল-কারখানা নাঙ্গলকোটে গড়ে উঠেনি। কুটির শিল্প বিকাশের ক্ষেত্রেও নাঙ্গলকোট অনেকখানি পিছিয়ে আছে। তবে মৎস্য পোনা উৎপাদনে বিশেষ ভূমিকা রাখছে, যা বাংলাদেশের মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন সাধন করছে। এখানকার প্রায় ৩০/৩৫ ভাগ পরিবার প্রবাসী আয়ের উপর নির্ভরশীল।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]- পাকা রাস্তা ১৪৭.০০ কি.মি.; অর্ধ পাকা রাস্তা ৮.০০ কি.মি.; কাঁচা রাস্তা ৩৩৪ কি.মি.;
- ব্রীজ/কালভার্টের সংখ্যা ৪৬৬ টি,
- নদীর সংখ্যা ০১ টি।
- ট্রেনে যাতায়াত সুবিধা রয়েছে। এই উপজেলার উপরদিয়ে ঢাকা -চট্টগ্রাম রেললাইন বয়ে গেছে। এই উপজেলায় দুইটি ট্রেন স্টেশনে রয়েছে- নাঙ্গলকোট স্টেশন ও হাসানপুর স্টেশন।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- আলী আশরাফ (বীর বিক্রম)
- রঙ্গু মিয়া বীর বিক্রম
- জয়নাল আবেদীন ভুঁইয়া - প্রাক্তন সাংসদ।
- এ কে এম কামরুজ্জামান - চিকিৎসক ও প্রাক্তন সাংসদ।
- নঈম নিজাম - সাংবাদিক, লেখক ও কলামিস্ট, সম্পাদক- বাংলাদেশ প্রতিদিন।
- আব্দুল গফুর ভূইয়া - প্রাক্তন সাংসদ।
- ওমর আহাম্মদ মজুমদার - প্রাক্তন সাংসদ।
- কাজী জাকের হোসেন - প্রাণিবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- রফিকুল ইসলাম - ডায়রিয়া নিরাময়ী খাবার স্যালাইনের আবিষ্কারক।
- সৈয়দ মাহমুদ হোসেন - বাংলাদেশের প্রধান বিচারপতি।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৩] | সংসদ সদস্য[৪][৫][৬][৭][৮] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৫৮ কুমিল্লা-১০ | নাঙ্গলকোট উপজেলা, লালমাই উপজেলা এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা | আ হ ম মোস্তফা কামাল | বাংলাদেশ আওয়ামী লীগ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে নাঙ্গলকোট"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় তথ্য বতায়ন"
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।