বিষয়বস্তুতে চলুন

নঈম নিজাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নঈম নিজাম
জন্ম
নিজাম উদ্দিন ভুঁইয়া

৫ নভেম্বর ১৯৬৫
গোহারুয়া গ্রাম (ভুঁইয়া বাড়ি), জোড্ডা, নাঙ্গলকোট, কুমিল্লা
মাতৃশিক্ষায়তনতেজগাঁও কলেজ
পেশাসাংবাদিক ও সম্পাদক
কর্মজীবন-বর্তমান
নিয়োগকারীইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (বসুন্ধরা গ্রুপ)
প্রতিষ্ঠানসম্পাদক, বাংলাদেশ প্রতিদিন
পরিচিতির কারণসাংবাদিক
দাম্পত্য সঙ্গীফরিদা ইয়াসমিন
সন্তান১ ছেলে ও ১ মেয়ে
পিতা-মাতামোখলেছুর রহমান ভুঁইয়া,
ফাতেমা বেগম।

নঈম নিজাম (জন্ম: ৫ নভেম্বর ১৯৬৫) বাংলাদেশের সাংবাদিক যিনি বাংলাদেশের জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক।[][][] তিনি নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।[]

প্রাথমিক ও পারিবারিক জীবন

[সম্পাদনা]

নঈম নিজাম ৫ নভেম্বর ১৯৬৫ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া গ্রামের ভুঁইয়া বাড়িতে জন্মগ্রহণ করে। তার পিতার নাম মোখলেছুর রহমান ভুঁইয়া ও মাতার নাম ফাতেমা বেগম। তিনি ঢাকার তেজগাঁও কলেজ থেকে ১৯৮৭ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

তার স্ত্রী ফরিদা ইয়াসমিন, বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের প্রথম নারী সাধারণ সম্পাদক ও সভাপতি। এ দম্পতির এক ছেলে মাহির আবরার এবং এক কণ্যা নুজহাত পূর্ণতা। সন্তানদের দুই জনই যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন।

কর্মজীবন

[সম্পাদনা]

নঈম নিজাম ১৯৯৬ সালে কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল বাজারে প্রতিষ্ঠা করেন ''হেসাখাল নঈম নিজাম ডিগ্রী কলেজ''। কাজ করেছেন দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ সহ একাধিক দৈনিকে। ২০০৬ সালে ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব নেন ‘এসটিভি ইউএস’র। এটিএন বাংলা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বার্তা সম্পাদক ছিলেন নঈম নিজাম। পরবর্তীতে তিনি সেখানে প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। [][]

তিনি সেপ্টেম্বর ২০১৯ সালে বাংলাদেশের মুদ্রিত সংবাদপত্রগুলোর সম্পাদকদের একটি অংশের সংগঠন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক হয়েছিলেন। ২৮ জুলাই ২০২১ সালে তিনি সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন।[]

বর্তমানে তিনি বাংলাদেশ প্রতিদিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। টেলিভিশন স্টেশন নিউজ২৪ এবং রেডিও ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন।[]

গ্রন্থ

[সম্পাদনা]

নঈম নিজামে উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে:-[]

  • জেনারেল মইনকে বিদায় করেছিলেন প্রণব
  • জ্যোতিষ বললেন ক্ষমতা গেলে মন্ত্রী জেলে
  • ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকতার কলাকৌশ
  • ওয়ান ইলেভেনে বঙ্গভবন ট্রাজেডি
  • বিডিআর বিদ্রোহ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Newspaper editors say broadcast policy will curb media freedom"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮ 
  2. Staff Correspondent। "Standards to be set for talk shows"thedailystar.net। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৫ 
  3. "ISA arrests: Deported Bangladeshi being investigated in hometown for terror links, says Bengali newspaper"The Straits Times। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৬ 
  4. প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "নঈম নিজামের ভার কমালো বসুন্ধরা গ্রুপ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২৩-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৫ 
  5. "Director -Naem Nizam"Institute of Law, Conflict and Development Studies (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৪ 
  6. "Books"দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার। ২০১৭-০৪-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৪ 
  7. Staff Correspondent। "Newspaper editors say broadcast policy will curb media freedom"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। BDnews24। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৬ 
  8. "নঈম নিজাম এর বই সমূহ"রকমারি ডট কম। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২