কুমিল্লা-৮
অবয়ব
কুমিল্লা-৮ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | কুমিল্লা জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
কুমিল্লা-৮ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কুমিল্লা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৫৬নং আসন।
সীমানা
[সম্পাদনা]কুমিল্লা-৮ আসনটি কুমিল্লা জেলার বরুড়া উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | মুজাফ্ফর আলী | বাংলাদেশ আওয়ামী লীগ[৩] | |
১৯৭৯ | আব্দুর রশীদ | জাতীয় সমাজতান্ত্রিক দল[৪] | |
সীমানা পরিবর্তন | |||
১৯৮৬ | আনসার আহমেদ | জাতীয় পার্টি[৫] | |
১৯৮৮ | জাতীয় পার্টি[৬] | ||
১৯৯১ | আকবর হোসেন | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | |||
জুন ১৯৯৬ | |||
২০০১ | |||
২০০৮ | নাছিমুল আলম চৌধুরী | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৪ | নূরুল ইসলাম মিলন | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০১৮ | নাছিমুল আলম চৌধুরী | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০২৪ | আবু জাফর মো. শফিউদ্দিন শামীম | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নূরুল ইসলাম মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | নাসিমুল আলম চৌধুরী | ১,৪১,৪২৮ | ৫২.৮ | +২৭.৩ | ||
বিএনপি | জাকারিয়া তাহের | ১,২১,৮৮৭ | ৪৫.৫ | -৩.০ | ||
তরিকত ফেডারেশন | সৈয়দ রেজাউল হক চাঁদপুরী | ১,৫০৭ | ০.৬ | প্র/না | ||
ন্যাপ | আব্দুল লতিফ | ১,৩৭২ | ০.৫ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | দেলোয়ার হোসেন সরকার | ১,০০৪ | ০.৪ | প্র/না | ||
বাসদ | সাইফুর রহমান তপন | ৪৪৮ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,৫৪১ | ৭.৩ | −১৫.৭ | |||
ভোটার উপস্থিতি | ২,৬৭,৬৪৬ | ৮৪.৪ | +২৪.৯ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
আকবর হোসেন জুন ২০০৬ সালে মারা যান। শুন্য আসনটি পূরণ করতে বাংলাদেশ নির্বাচন কমিশন সেই বছরের ৭ সেপ্টেম্বর উপ-নির্বাচনের পরিকল্পনা করে। তবে উচ্চ আদালত এটিকে বাধা দেয়, এই জন্য যে এটি এখন সময়ের অপচয় হবে যেহেতু অক্টোবরের শেষে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে পরবর্তী সাধারণ নির্বাচনের প্রস্তুতি নেয়া প্রয়োজন।[১০]
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আকবর হোসেন | ৬৫,৪৪৭ | ৪৮.৫ | +৪.৭ | |
আওয়ামী লীগ | এটিএম শামসুল হক | ৩৪,৩৯৯ | ২৫.৫ | -৭.৬ | |
স্বতন্ত্র | একেএম বাহাউদ্দিন বাহার | ৩১,৪৯০ | ২৩.৩ | প্র/না | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আনোয়ার হোসেন | ১,৯১১ | ১.৪ | প্র/না | |
ইসলামী ফ্রন্ট | শাহ নুরুজ্জামান আল কাদরী | ১,০৪৩ | ০.৮ | প্র/না | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | সাইফুর রহমান তপন | ৪৯৪ | ০.৪ | প্র/না | |
বিকেএ | জানে আলম | ১৮৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩১,০৪৮ | ২৩.০ | +১২.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৩৪,৯৬৯ | ৫৯.৫ | −৯.০ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আকবর হোসেন | ৫১,০৮০ | ৪৩.৮ | -১২.৩ | |
আওয়ামী লীগ | এটিএম শামসুল হক | ৩৮,৫৭৭ | ৩৩.১ | +৩.৭ | |
জাতীয় পার্টি | আনসার আহমেদ | ২০,৬৯৭ | ১৭.৭ | +১৬.১ | |
জামায়াতে ইসলামী | আমিনুল হক | ৫,৪৮১ | ৪.৭ | -৩.৯ | |
জাকের পার্টি | ওয়াহিদুল ইসলাম | ৪৩৩ | ০.৪ | -০.২ | |
ন্যাপ (ভাসানী) | আব্দুল মজিদ | ৩০০ | ০.৩ | প্র/না | |
স্বতন্ত্র | মাজেদুল ইসলাম | ১৫১ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১২,৫০৩ | ১০.৭ | −১৬.০ | ||
ভোটার উপস্থিতি | ১,১৬,৬৯৯ | ৬৮.৫ | +১৩.৫ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আকবর হোসেন | ৫৪,৪৯৬ | ৫৬.১ | |||
আওয়ামী লীগ | একেএম বাহাউদ্দিন বাহার | ২৮,৫৫২ | ২৯.৪ | |||
জামায়াতে ইসলামী | জসিম উদ্দিন সরকার | ৮,৩৯২ | ৮.৬ | |||
বাংলাদেশ জনতা পার্টি | সহিদুল হক সেলিম | ২,২২১ | ২.৩ | |||
জাতীয় পার্টি | রমেন দত্ত | ১,৫৮১ | ১.৬ | |||
জাকের পার্টি | ওয়াহিদুল ইসলাম | ৫৮৮ | ০.৬ | |||
জাসদ | শিব নারায়ণ দাস | ৪২৮ | ০.৪ | |||
ন্যাপ (মুজাফফর) | জহিরুল ইসলাম | ২৯৫ | ০.৩ | |||
বাংলাদেশ সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) | আব্দুর রউফ | ২৩৪ | ০.২ | |||
বাকশাল | আব্দুর রউফ | ২০০ | ০.২ | |||
স্বতন্ত্র | আহমেদ মির্জা কবির | ১৪১ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৫,৯৪৪ | ২৬.৭ | ||||
ভোটার উপস্থিতি | ৯৭,১২৮ | ৫৫.০ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কুমিল্লা-৮ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ আদম, গনি (১৯ আগস্ট ২০০৬)। "By-elections to Dinajpuir-3 and Commilla-8 seats may not be held EC secretary"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে কুমিল্লা-৮
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |