Ahmed Aziz's Reviews > অতীন্দ্রিয়
অতীন্দ্রিয়
by
by
শেষ কবে বাংলায় এত ভালো একটা মৌলিক অতিপ্রাকৃত গল্পের সংকলন পড়েছি মনে পড়লো না।
সংকলনের সেরা গল্প তানজীম রহমানের "অরণ্য"। মধ্যযুগের প্রেক্ষাপটে যুদ্ধফেরত এক সৈন্যর অদ্ভুত বনে অতিপ্রাকৃতিক অভিজ্ঞতার কাহিনি। বিষন্ন ভয়াবহ পরিবেশ, ভয়াল অনুভূতি, অন্ধকার সব দৃশ্যকল্প সব মিলিয়ে রীতিমতো মুগ্ধ করার মত গল্প।
জুবায়ের আলমের মোবাইলে অচেনা শক্তির সাথে কথোপকথনের গল্প " তোমার গোপন কথাটির" প্লট পুরোনো ধাঁচের হলেও চমৎকার বর্ণনার জোরে উৎরে গিয়েছে।
কৌশিক মজুমদারের নিজের পরিবর্তনের গল্প "নজরদার" পুরোপুরি অতিপ্রাকৃত গল্প বলে মনে না হলেও কাহিনি হিসেবে যথেষ্ঠ ইন্টারেস্টিং।
শরীফুল হাসানের "কিচুল ভার্সেস দ্য ওয়ার্ল্ড" পড়ে বেশ মজা পেয়েছি, জোম্বি আর হিউমারের মিশেলটা দুর্দান্ত ছিল, শেষটা এরকম খাপছাড়া না হলে দুর্ধর্ষ একটা গল্প হত।
মাহরীন ফেরদৌসের পুরাকালের প্রেক্ষাপটের গল্প "চাঁদের গায়ে ছায়া" শুরুটা ভালো করে শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেনি।
নিলয় নন্দীর "কূলযক্ষ" বিংশ শতাব্দীর শুরুর দিকে ঢাকার পরিবেশটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেনি, আরো বড় পরিসরে পরিবেশ আর চরিত্রগুলো ফুটিয়ে তুললে গল্পটা চমৎকার হত।
সালমান হকের পৌরাণিক প্রেক্ষাপটের অলৌকিক গল্প "রয়েছি তোমার অপেক্ষায়, নেসহাত" ভালো লেগেছে, তবে আমার ব্যক্তিগত অভিমত এই গল্পের ক্যানভাস আসলে উপন্যাসিকার উপযোগী।
লুৎফুল কায়সারের গল্প "পহেলা বৈশাখ" গড়পড়তা, সেই চিরাচরিত ভূতের গল্পের ফর্মুলা, শেষে এসে বের হয় যাকে মানুষ মনে হচ্ছিল সে আসলে ভূত। অসীম পিয়াসের "বৈকালিক ভ্রমণ" একই ফর্মুলার গল্প হলেও বর্ণনার কারণে বেশ উপভোগ্য। ইশরাক অর্নবের "চিত্রকর্ম" গল্পটাও শেষমেশ ঠিক জমলো না।
সংকলনের সবচেয়ে বাজে গল্প আফরিন মৌ এর কিচ্ছু হয়নি টাইপ প্রেম, জাদু, নরকের প্রহরী, কুড়িয়ে আনা সন্তান, বন্ধুত্ব, কুকুর সবমিলিয়ে খিচুড়ি গল্প "ডেড এন্ড"। কাহিনি, চরিত্র, ভাষা, বর্ণনা একটার চেয়ে আরেকটা খারাপ। সবচেয়ে খারাপ ব্যাপার হল এটা আবার সংকলনের সবচেয়ে বড় গল্প।
বাপ্পী খানের "সাক্ষী" অন্যতম সেরা গল্প। দূর পাহাড়ের গহীন বনের পটভূমিকায় ভয়ংকর অতিপ্রাকৃতিক শক্তির উপস্থিতির গল্প মুগ্ধ করার মত। সাঈদ শিহাবের আদিবাসী গ্রামের অপ��েবতার গল্প "বারি হারাতা"ও একই পরিবেশের, কাহিনি আর বর্ণনার জোরে এই গল্পটাও অনেক ভালো লেগেছে।
কৌশিক জামানের "ঘাসভূমি" গল্পটাও সুন্দর, আরেকটু বড় হলে দুর্দান্ত হত।
ওয়াসি আহমেদ "পৃথিবীর সব ধ্বনি, সব রং মুছে গেলে পর" আরেকটা সেই লেভেলের দুর্ধর্ষ গল্প। কাহিনীর নতুনত্ব, ধীরে ধীরে এগিয়ে আসা সর্বগ্রাসী অন্ধকারের দম বন্ধ করা বর্ণনা আর অমোঘ পরিণতির এই গল্প মনে রীতিমতো দাগ কেটে যায়। সংকলনের দ্বিতীয় সেরা গল্প।
তানজিরুল ইসলামের "মনোবট্রন" ভালো লাগেনি। অতিপ্রাকৃতিক রহস্যময়তা দিয়ে শুরু করেও শেষমেশ মানবিক অনুভূতির গল্প হয়ে গিয়েছে।
নাবিল মুহতাসিমের "রাত দশটার ইংরেজি খবরের পরে" জাস্ট ওয়াও একটা গল্প। খুবই ভালো লেগেছে পড়ে। শৈশবের লুকিয়ে থাকা অন্ধকার জগতের উত্থানের সেই লেভেলের একটা গল্প।
জাহিদ হোসেনের "নির্মল বাবুর আয়না" ইন্টারেস্টিং গল্প, ভালো লেগেছে।
তাসনিম প্রমির "শাপমোচন কিংবা শরীর পাতন যারিন" সুন্দরবন আর পৌরাণিক পটভূমিতে চমৎকার একটা গল্প।
আবরার আবীরের "খোয়াবনামা" একঘেয়ে, নতুনত্ব পাইনি।
তাওসীফ আহমেদের "ঈশ্বরের প্রতিরূপ" নতুন কনসেপ্ট এর কারণে ভালো লেগেছে।
সিদ্দিক আহমেদের "নিশি" বাজে গল্পের দিক দিয়ে দ্বিতীয়। জোড়াতালি দেওয়া একটা গল্প।
দীপিকা মজুমদারের "চিত্রকর আর নারী চতুষ্টয়" অনেক ভালো লেগেছে।
সংকলনের শেষ এবং তৃতীয় সেরা গল্প প্রান্ত ঘোষ দস্তিদারের "একটি পরিবর্তনের ইতিকথা"। একটা সাদামাটা আটপৌরে পরিবারের সাংসারিক টানাপোড়েনের কাহিনি যেভাবে একটা দুর্দান্ত অতিপ্রাকৃতিক কাহিনীতে মোড় নিল সেটা রীতিমতো মুগ্ধ করার মত। কাহিনির পাশাপাশি ভাষা আর চরিত্র দুইটাই শক্তিশালী।
গল্পগুলোর সম্পাদনাও বেশ ভালো। খুব কম দুই একটা ব্যতিক্রম ছাড়া বানান ভূল প্রায় নেই বললেই চলে। প্রতিটা গল্পের নামের ইলাস্ট্রেশনও বেশ লেগেছে।
সংকলনের সেরা গল্প তানজীম রহমানের "অরণ্য"। মধ্যযুগের প্রেক্ষাপটে যুদ্ধফেরত এক সৈন্যর অদ্ভুত বনে অতিপ্রাকৃতিক অভিজ্ঞতার কাহিনি। বিষন্ন ভয়াবহ পরিবেশ, ভয়াল অনুভূতি, অন্ধকার সব দৃশ্যকল্প সব মিলিয়ে রীতিমতো মুগ্ধ করার মত গল্প।
জুবায়ের আলমের মোবাইলে অচেনা শক্তির সাথে কথোপকথনের গল্প " তোমার গোপন কথাটির" প্লট পুরোনো ধাঁচের হলেও চমৎকার বর্ণনার জোরে উৎরে গিয়েছে।
কৌশিক মজুমদারের নিজের পরিবর্তনের গল্প "নজরদার" পুরোপুরি অতিপ্রাকৃত গল্প বলে মনে না হলেও কাহিনি হিসেবে যথেষ্ঠ ইন্টারেস্টিং।
শরীফুল হাসানের "কিচুল ভার্সেস দ্য ওয়ার্ল্ড" পড়ে বেশ মজা পেয়েছি, জোম্বি আর হিউমারের মিশেলটা দুর্দান্ত ছিল, শেষটা এরকম খাপছাড়া না হলে দুর্ধর্ষ একটা গল্প হত।
মাহরীন ফেরদৌসের পুরাকালের প্রেক্ষাপটের গল্প "চাঁদের গায়ে ছায়া" শুরুটা ভালো করে শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেনি।
নিলয় নন্দীর "কূলযক্ষ" বিংশ শতাব্দীর শুরুর দিকে ঢাকার পরিবেশটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেনি, আরো বড় পরিসরে পরিবেশ আর চরিত্রগুলো ফুটিয়ে তুললে গল্পটা চমৎকার হত।
সালমান হকের পৌরাণিক প্রেক্ষাপটের অলৌকিক গল্প "রয়েছি তোমার অপেক্ষায়, নেসহাত" ভালো লেগেছে, তবে আমার ব্যক্তিগত অভিমত এই গল্পের ক্যানভাস আসলে উপন্যাসিকার উপযোগী।
লুৎফুল কায়সারের গল্প "পহেলা বৈশাখ" গড়পড়তা, সেই চিরাচরিত ভূতের গল্পের ফর্মুলা, শেষে এসে বের হয় যাকে মানুষ মনে হচ্ছিল সে আসলে ভূত। অসীম পিয়াসের "বৈকালিক ভ্রমণ" একই ফর্মুলার গল্প হলেও বর্ণনার কারণে বেশ উপভোগ্য। ইশরাক অর্নবের "চিত্রকর্ম" গল্পটাও শেষমেশ ঠিক জমলো না।
সংকলনের সবচেয়ে বাজে গল্প আফরিন মৌ এর কিচ্ছু হয়নি টাইপ প্রেম, জাদু, নরকের প্রহরী, কুড়িয়ে আনা সন্তান, বন্ধুত্ব, কুকুর সবমিলিয়ে খিচুড়ি গল্প "ডেড এন্ড"। কাহিনি, চরিত্র, ভাষা, বর্ণনা একটার চেয়ে আরেকটা খারাপ। সবচেয়ে খারাপ ব্যাপার হল এটা আবার সংকলনের সবচেয়ে বড় গল্প।
বাপ্পী খানের "সাক্ষী" অন্যতম সেরা গল্প। দূর পাহাড়ের গহীন বনের পটভূমিকায় ভয়ংকর অতিপ্রাকৃতিক শক্তির উপস্থিতির গল্প মুগ্ধ করার মত। সাঈদ শিহাবের আদিবাসী গ্রামের অপ��েবতার গল্প "বারি হারাতা"ও একই পরিবেশের, কাহিনি আর বর্ণনার জোরে এই গল্পটাও অনেক ভালো লেগেছে।
কৌশিক জামানের "ঘাসভূমি" গল্পটাও সুন্দর, আরেকটু বড় হলে দুর্দান্ত হত।
ওয়াসি আহমেদ "পৃথিবীর সব ধ্বনি, সব রং মুছে গেলে পর" আরেকটা সেই লেভেলের দুর্ধর্ষ গল্প। কাহিনীর নতুনত্ব, ধীরে ধীরে এগিয়ে আসা সর্বগ্রাসী অন্ধকারের দম বন্ধ করা বর্ণনা আর অমোঘ পরিণতির এই গল্প মনে রীতিমতো দাগ কেটে যায়। সংকলনের দ্বিতীয় সেরা গল্প।
তানজিরুল ইসলামের "মনোবট্রন" ভালো লাগেনি। অতিপ্রাকৃতিক রহস্যময়তা দিয়ে শুরু করেও শেষমেশ মানবিক অনুভূতির গল্প হয়ে গিয়েছে।
নাবিল মুহতাসিমের "রাত দশটার ইংরেজি খবরের পরে" জাস্ট ওয়াও একটা গল্প। খুবই ভালো লেগেছে পড়ে। শৈশবের লুকিয়ে থাকা অন্ধকার জগতের উত্থানের সেই লেভেলের একটা গল্প।
জাহিদ হোসেনের "নির্মল বাবুর আয়না" ইন্টারেস্টিং গল্প, ভালো লেগেছে।
তাসনিম প্রমির "শাপমোচন কিংবা শরীর পাতন যারিন" সুন্দরবন আর পৌরাণিক পটভূমিতে চমৎকার একটা গল্প।
আবরার আবীরের "খোয়াবনামা" একঘেয়ে, নতুনত্ব পাইনি।
তাওসীফ আহমেদের "ঈশ্বরের প্রতিরূপ" নতুন কনসেপ্ট এর কারণে ভালো লেগেছে।
সিদ্দিক আহমেদের "নিশি" বাজে গল্পের দিক দিয়ে দ্বিতীয়। জোড়াতালি দেওয়া একটা গল্প।
দীপিকা মজুমদারের "চিত্রকর আর নারী চতুষ্টয়" অনেক ভালো লেগেছে।
সংকলনের শেষ এবং তৃতীয় সেরা গল্প প্রান্ত ঘোষ দস্তিদারের "একটি পরিবর্তনের ইতিকথা"। একটা সাদামাটা আটপৌরে পরিবারের সাংসারিক টানাপোড়েনের কাহিনি যেভাবে একটা দুর্দান্ত অতিপ্রাকৃতিক কাহিনীতে মোড় নিল সেটা রীতিমতো মুগ্ধ করার মত। কাহিনির পাশাপাশি ভাষা আর চরিত্র দুইটাই শক্তিশালী।
গল্পগুলোর সম্পাদনাও বেশ ভালো। খুব কম দুই একটা ব্যতিক্রম ছাড়া বানান ভূল প্রায় নেই বললেই চলে। প্রতিটা গল্পের নামের ইলাস্ট্রেশনও বেশ লেগেছে।
Sign into Goodreads to see if any of your friends have read
অতীন্দ্রিয়.
Sign In »
Reading Progress
March 2, 2021
– Shelved as:
to-read
March 2, 2021
– Shelved
April 17, 2021
–
Started Reading
April 27, 2021
–
Finished Reading
June 17, 2021
– Shelved as:
horror-and-supernatural
Comments Showing 1-3 of 3 (3 new)
date
newest »
message 1:
by
Rizwan
(new)
-
added it
Apr 29, 2021 03:13AM
বাহ দারুন ইন ডেপথ রিভিউ দিলেন! প্রায় প্রতিটা গল্পের ব্যাপারেই একটা সম্যক ধারণা পেয়ে গেলাম।
reply
|
flag