সা কিব's Reviews > মিনিমালিস্ট

মিনিমালিস্ট by মাশুদুল হক Masudul Haque
Rate this book
Clear rating

by
42728018
's review

really liked it

রিভিউ
বইয়ের নামঃ মিনিমালিস্ট (ভেন্ট্রিলোকুইস্ট #2)
লেখকঃমাশুদুল হক
জনরাঃহিস্টোরিকাল থ্রিলার
প্রকাশনঃবাতিঘর প্রকাশনী
প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারী ২০১৬
মুদ্রিত মুল্যঃ৩০০ টাকা
পৃষ্ঠাঃ৩১৭

মিনিমালিষ্ট !

নাম শুনে কি মনে হচ্ছে ???

কি জনরার বই বলে মনে করছেন??

আমার মতে পার্ফেক্ট হিস্টোরিকাল থ্রিলার বলা যায় মিনিমালিষ্টকে । ও হ্যাঁ আগেই বলে নিচ্ছি বইটি কিন্তু ভেন্ট্রিলোকুইস্টের সিকুয়েল। আগের বই মানে ভেন্ট্রিলোকুইস্ট পড়ার পর মাথায় একটা কথা ই ঘুর ঘুর করছিল আমি কি বাংলাদেশের কোনো রাইটারের লেখা পড়ছি ??
নাকি নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার কোনো রাইটারের লেখা পড়ছি ।

মিনিমালিস্টের গল্প এগিয়েছে দুই বন্ধু রুমি আর মারুফ কে নিয়ে । রিপোর্টার রুমির লকড রুম মিস্ট্রির কেস ওদের দুই বন্ধুকে জড়িয়ে ফেলে এমন এক যাত্রার স���থে যেখানে চলতে থাকলে মনে হয় না থামার উপায় আছে । আমিও থামতে পারি নি ।

এই গল্প মিনিমালিজমের গল্প । মিনিমালিজম নামের এক অদ্ভুত চেতনার গল্প ।

শিখদের পঞ্চ ক এর গল্প :D ( কি মনে হয়েছে স্পয়লার হয়ে গেল , আরে না মশায় স্পয়লার নাহ :P )

এ গল্প জিনানের গল্প । জিনান ছাড়াও আরো অনেক মিনিমালিস্টের গল্পের উপাখ্যান ঘটেছে এই ছোট্ট বইটিতে ।

এ গল্প মাস্টার মাইন্ড এক উন্মাদের গল্প । তার স্বপ্নের খালিস্তানের উত্থানের গল্প।

এ গল্প ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী এক হীরার । যারা জানেন তারা চুউপ করে বসে থাকুন :P

এ গল্প দারিয়া ই নূরের গল্প। মহারাজা রণজিতের গল্প। শত শত শিখের স্বপ্নের পবিত্র ভুমির গল্প :D




এই গল্পে একসাথে পাবেন মানুষের দর্শন , ধর্ম , ইতিহাস , রাজনীতির অদ্ভুদ এক অতিন্দ্রীয় উপাখ্যান । দুই এক পাতার ছোট্ট ছোট্ট অধ্যায় হয়তো আপনাকে কখনো নিয়ে যাবে অতীতে কখনো বর্তমান কখনো বা সুদূর ইতিহাসের কোনো ঘটনাবহুল স্থানে । কেননা সবই যে এক অদ্ভুদ সুত্রে গাথা রয়েছে ।

লেখক প্রচুর পড়াশুনা এবং শ্রম ব্যায় করেছেন বইটির জন্য । কোহিনুরে রূপের দর্শন আগে পেলেও , দরিয়া - ই- নূর এর সাথে এইবার লেখক পরিচয় করিয়ে দিলেন।

সবচেয়ে যে ব্যাপার টা আমার নজর কেড়েছে তা হল লেখকের লেখনী । উনার লেখনীতে সুন্দর ডিটেইলিং তা সত্যি বেশ নজর কাড়ার মতোই। কিছু কিছু জায়গার বর্ণনাতে মনে হয়েছে আমার চোখের সামনেই ভেসে উঠছে দৃশ্যপট।

আগের বই মানে ভেন্ট্রিলোকুইস্টের কাহিনী এগিয়েছিল অন্য এক অদ্ভুত গতিময়তাতে । রিপোর্টার রুমি আর নৃতাত্বিক মারুফ ধীরে ধীরে একের পর রহস্যের এক স্তর থেকে আরেক স্তরে নিয়ে গিয়েছেন পাঠককে।

কিন্তু এইবার !!!!!!

এইবারের গল্প এগিয়েছে একেক জনের জবানীতে । লেখক অদ্ভুদ এক কায়দায় বিভিন্ন চরিত্রের ফার্স্ট পার্সন ভিউতে গল্প লিখে গেছেন। এমনভাবে গল্পটা সাজানো হয়েছে যাতে পাঠক একেক চরিত্রের ভেতরে প্রবেশের সুযোগ পায় । লেখকের নিজস্ব মুন্সিয়ানাতে সাসপেন্সে বজায় রাখতে সক্ষম হয়েছেন ঠিকি কিন্তু 

প্লটে রাজনৈতিক অংশ গুলোকে কিছুটা অবহেলিত মনে হয়েছে।এই প্লটে রাজনৈতিক অংশকে আরেকটু শক্ত ভাবে আশা করেছিলাম ।

ইদানিং বেশীর ভাগ লেখকদেরই দেখছি বইতে সুযোগ পেলেই ইংলিশের অনুপ্রবেশ করান লাস্ট এমন টা লেগেছে কেপি ভাইয়ের মিথস্ক্রিয়াতেও । এটাকে মাঝে মাঝেই অপ্রয়োজনীয় মনে হয়েছে ।

পরিশেষে একটা কথা দিয়ে শেষ করি
মিনিমালিস্ট নিছক কোনো হিস্টোরিকাল থ্রিলার নয় :P

নানা ঘটনা আর উপঘটনার সুদীর্ঘ যাত্রা । কিন্তু এ এক উপলক্ষ্যও, বৃহৎ ও মহতী এক বোধেরও ।


সবকালে সবযুগে মহামানবেরা যে পথে হেঁটেছেন, তাঁদের দর্শনকে নতুন করে ধারনের এক প্রচেষ্টার অপর নাম মিনিমালিস্ট।

সে জীবনবোধে আপনাকে স্বাগতম !

আমার রেটিং ৪.৫ /৫


7 likes · flag

Sign into Goodreads to see if any of your friends have read মিনিমালিস্ট.
Sign In »

Reading Progress

January 23, 2016 – Shelved
January 23, 2016 – Shelved as: to-read
May 1, 2016 – Started Reading
May 4, 2016 – Finished Reading

Comments Showing 1-3 of 3 (3 new)

dateDown arrow    newest »

message 1: by আকাশ (new)

আকাশ আব্দুল্লাহ দারুন রিভিউ,বৎস!


Salma Hasan বই যেমন তেমন রিভিউ তো ফাটাই দিছিস।


সা কিব ফেবুতেও শান্তি কাইড়া নিছে এরা :/
গুড রিডস এও প্যারা :'(


back to top