শোনো একটি মুজিবরের থেকে
"শোনো একটি মুজিবরের থেকে" | |||||
---|---|---|---|---|---|
দাদা পায়ে পড়ি রে অ্যালবাম থেকে | |||||
অংশুমান রায় কর্তৃক সঙ্গীত | |||||
ভাষা | বাংলা ইংরেজি | ||||
ইংরেজি শিরোনাম | অ্যা মিলিয়ন মুজিবর্স সিঙ্গিং | ||||
রচিত | ১৩ এপ্রিল ১৯৭১ | ||||
প্রকাশিত | ১৩ এপ্রিল ১৯৭১ | ||||
রেকর্ডকৃত | ২২ এপ্রিল ১৯৭১ | ||||
স্টুডিও | হিন্দুস্থান রেকর্ড | ||||
স্থান | কলকাতা, ভারত | ||||
ধারা | আধুনিক গান | ||||
দৈর্ঘ্য | ০২:৪৯ | ||||
সুরকার | অংশুমান রায় | ||||
গীতিকার | গৌরীপ্রসন্ন মজুমদার | ||||
প্রযোজক | উপেন তরফদার | ||||
|
"শোনো একটি মুজিবরের থেকে" হলো ১৯৭১ সালে প্রকাশিত একটি বাংলা ভাষার ভারতীয় গান যা প্রথম ২২ এপ্রিল তারিখে আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হয়। আধুনিক এই সঙ্গীতের শিল্পী ও সুরকার ছিলেন অংশুমান রায় । গানটির গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং পরিচালক ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের লোকসঙ্গীতের অধ্যাপক ও কণ্ঠশিল্পী দিনেন্দ্র চৌধুরী। গানটি হিন্দুস্তান রেকর্ডে রেকর্ড করা হয়েছে।[১] এটি শেখ মুজিবুর রহমান সম্পর্কে দ্বিতীয় গান যা সেসময় ভারত ও বাংলাদেশে জনপ্রিয় হয়।[২] গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষকে অনুপ্রাণিত করে।[৩]
পটভূমি
[সম্পাদনা]১৩ এপ্রিল ১৯৭১ তারিখে, কণ্ঠশিল্পী অংশুমান রায়, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, কণ্ঠশিল্পী দিনেন্দ্র চৌধুরী ও আকাশবাণী কলকাতার প্রযোজক উপেন তরফদার কলকাতার পদ্মশ্রী নামক একটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহের কাছে অবস্থিত একটি চায়ের দোকানে বসে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তারা একাত্তরে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। আড্ডার সময় উপেন তরফদার টেপ রেকর্ডারে সাতই মার্চের ভাষণ সবাইকে শোনান। এরপর রেডিও স্টেশন থেকে বক্তৃতা সম্প্রচারের সময় এর দৈর্ঘ্য কম হওয়ায় সাথে একটি গান শোনানোর ইচ্ছা প্রকাশ করেন।[৪] তারপর গৌরীপ্রসন্ন মজুমদার গানের কথা লিখেন। অংশুমান রায় তখন গানের কথার উপর ভিত্তি করে একটি গান গাওয়ার সিদ্ধান্ত নেন, যেটি তিনি নিজেই সুর করেন।[১]
সম্প্রচার ও রেকর্ড
[সম্পাদনা]গানটি শেষ হওয়ার পর, পূর্ণদাস রোডে আকাশবাণীর সংবাদ পাঠক দেবদুলাল ব্যানার্জির বাড়িতে গানটি অংশুমান গেয়ে শোনান।[৫] সেসময় উপেন তরফদার স্পুল রেকর্ডার ব্যবহার করে গানটি রেকর্ড করেন। গানটি রেকর্ড করার দিনই তিনি ‘সংবাদ বিচিত্রা’ অনুষ্ঠানে বক্তৃতা সম্প্রচারের সময় আকাশবাণী কলকাতার রেডিও স্টেশন থেকে গানটি প্রচারের সিদ্ধান্ত নেন। প্রচারের নয় দিন পর, গানটি আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান রেকর্ড নামে একটি স্টুডিওতে রেকর্ড করা হয়। সেই সময়ে দিনেন্দ্র চৌধুরী পরিচালিত গানটি ইংরেজিতে আলাদাভাবে রেকর্ড করা হয়।[১]
অর্জন
[সম্পাদনা]বছর | পুরস্কার | মনোনয়ন | শ্রেণী | রেফ |
---|---|---|---|---|
২০১২ | মরণোত্তর রাষ্ট্রীয় সম্মান | অংশুমান রায় | গানের জন্য | [৫] |
মরণোত্তর মুক্তিযোদ্ধা স��্মাননা |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ভট্টশালী, অমিতাভ (১৭ মার্চ ২০১৯)। "চায়ের আড্ডায় সিগারেটের কাগজে যেভাবে জন্ম হয় 'শোন একটি মুজিবরের থেকে' গানটির"। বিবিসি। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২।
- ↑ বিধান চন্দ্র পাল (১২ মার্চ ২০১৭)। "বঙ্গবন্ধুকে নিয়ে ভারতীয় গীতিকারের 'প্রথম গান'"। ঢাকাটাইমস২৪.কম। ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২।
- ↑ "'বঙ্গবন্ধু আর বাংলাদেশ- শোক হোক শক্তি'"। চ্যানেলআইঅনলাইন.কম। চ্যানেল আই। ১৬ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২।
- ↑ সাদ, সাইমুম (১৬ মার্চ ২০২২)। "'শোনো একটি মুজিবরের থেকে' গানটি যেভাবে এল"। বিডিনিউজ২৪.কম। ২৯ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২।
- ↑ ক খ সরদার, ভাষ্কর (৭ ডিসেম্বর ২০১৫)। "সেই গানের ইতিহাস: শোনো, একটি মুজিবুরের থেকে লক্ষ মুজিবুরের..."। বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২।