গৌরীপ্রসন্ন মজুমদার
গৌরীপ্রসন্ন মজুমদার | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২০ আগস্ট ১৯৮৬ | (বয়স ৬০)
জাতীয়তা | ভারতীয় |
পরিচিতির কারণ | কবি ও গীতিকার |
গৌরীপ্রসন্ন মজুমদার (৫ ডিসেম্বর ১৯২৫ -২০ অগাস্ট ১৯৮৬) বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগতকে যাঁরা প্রেমাবেগ-ঊষ্ণ রেখেছিলেন তিনি তাঁদের একজন। গীত রচনায় তার বৈশিষ্ট্য শব্দচয়নে। মান্না দের গাওয়া তার লেখা ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই' ২০০৪ সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানে ঠাঁই পেয়েছে।[১]
জন্ম ও মৃত্যু
[সম্পাদনা]গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৪ সালে ৫ ডিসেম্বর বর্তমান বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাচ্চু’ ছিল তার ডাক নাম। তার পিতা গিরিজাপ্রসন্ন মজুমদার ছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজের উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক। গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৪ খ্রিষ্টাব্দের ৫ই ডিসেম্বর জন্মগ্রহণ এবং ১৯৮৬ সালের ২০ আগস্ট কলকাতায় মৃত্যু বরণ করেন।
জনপ্রিয় গান
[সম্পাদনা]- পথের ক্লান্তি ভুলে
- তুমি না হয় রহিতে কাছে
- আমার গানের স্বরলিপি
- গানে মোর ইন্দ্রধনু
- মাগো, ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে
- ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে
- এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়, এ কী বন্ধনে জড়ালে গো বন্ধু
- এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন
- কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো
- এই পথ যদি না শেষ হয়
- আমার স্বপ্নে দেখা রাজকন্যা
- কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
- শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি... বাংলাদেশ, আমার বাংলাদেশ
- প্রেম একবার এসেছিল নীরবে
- এমন দিন আসতে পারে
- আমি যামিনী তুমি শশী হে
- কী আশায় বাঁধি খেলাঘর
- তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
- ও মালিক সারাজীবন কাঁদালে
- অলির কথা শুনে বকুল হাসে
- এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে
- নীড় ছোট আকাশ তো বড়
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ২০১২ সালে "মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা" জানানো হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "প্রথম আলো"। ৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের ��ারিখ ৫ জুলাই ২০১৯।
Jupiter
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
2. অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাভিধান (দ্বিতীয় খণ্ড) চতুর্থ সংস্করণ তৃতীয় মুদ্রণ। ISBN 978-81-7955-292-5 (Vol.II)