বিষয়বস্তুতে চলুন

প্রতাপ কে. পোথেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রতাপ কে . পোথেন
জন্ম
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য লেখক, পরিচালক, বিজ্ঞাপন চিত্র নির্মাতা
কর্মজীবন১৯৭৮-১৯৯৫
২০০৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীরাধিকা শরৎকুমার
(১৯৮৫-১৯৮৬) (তালাকপ্রাপ্ত)
অমলা সত্যনাথ পোথেন
(১৯৯০)
সন্তানকেয়া (জন্মঃ ১৯৯১)
পিতা-মাতাকুলাথুংকাল পোথেন, পোন্নাম্মা পোথেন
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ ফিল্মফেয়ার পুরস্কার

প্রতাপ কে. পোথেন ভারতীয় একজন চলচ্চিত্র অভিনেতা ছিলেন। প্রায় ১০০টির চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন যেগুলো ছিলো তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষার। অভিনয় ছাড়াও প্রতাপ চলচ্চিত্র পরিচালনা এবং প্রযোজনার কাজও করতেন এবং ২০০৫ সালে থেকে আবার শুরু করেছেন।[]

পূর্ব জীবন

[সম্পাদনা]

প্রতাপ তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা কুলাথুংকাল একজন ভালো ব্যবসায়ী ছিলেন।[] তার দুই ভাই এবং দুই বোন রয়েছে।[] প্রতাপ মালয়ালমভাষী পরিবারের সদস্য হলেও তিনি তামিলনাড়ু রাজ্যে পড়াশোনা করেছিলেন, তার পড়াশোনা শুরুই হয়েছিলো উটিতে, 'লরেন্স স্কুল, লাভডেল'এ। ১৯৬৮ সালে প্রতাপ তার স্কুল জীবন শেষ করেন এবং তামিল ভাষায় অনেক দক্ষতা তিনি অর্জন করে ফেলেছিলেন। প্রতাপের ভাই হরি পোথেন চলচ্চিত্র প্রযোজক ছিলেন এবং মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী জয়ভারতীর সঙ্গে তার বিয়ে হয়েছিলো যদিও বিয়ে বেশীদিন টেকেনি। প্রতাপ চলচ্চিত্র বিষয়ক আগ্রহ তার ভাই হরির কাছ থেকেই পেয়েছিলেন এবং প্রতাপ তার কলেজ জীবনও তামিলনাড়ু (মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ) থেকে সম্পন্ন করেছিলেন।[]

চলচ্চিত্রে আগমন

[সম্পাদনা]

প্রতাপ প্রথমে তামিল মঞ্চ নাটকে অভিনয় করতেন, তিনি 'মাদ্রাজ প্লেয়ার্স' নামের একটি সংগঠনে প্রথমে কাজ করতেন।[] এরপর মালয়ালম কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর প্রতাপ তামিল চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২০ 
  2. "'തകര'യുടെ തകര്‍പ്പന്‍ വരവ്‌" [Arrival of Takra]। Mathrubhumi। ১৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৩ 
  3. "സിനിമയെ സ്വന്തം വഴിക്ക് നടത്തിയ പ്രതാപ് പോത്തന്‍"। mathrubhuminews.in। ১৬ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৫ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২০ 
  5. http://www.themadrasplayers.org/

বহিঃসংযোগ

[সম্পাদনা]