পথশিশু
পথশিশু হল সেইসব শিশু যারা দারিদ্র্য, গৃহহীনতা বা উভয়ের কারণে শহর, নগর বা গ্রামের রাস্তায় বসবাস করছে তারা।
দেশ অনুযায়ী পথশিশু
[সম্পাদনা]এশিয়া
[সম্পাদনা]বাংলাদেশ
[সম্পাদনা]বাংলাদেশে পথশিশুদের উপর কোনো সাম্প্রতিক পরিসংখ্যান উপলব্ধ নয়। বাংলাদেশ ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কর্তৃক পরিচালিত "এস্টিমেশন অফ দ্য সাইজ অফ স্ট্রিট চিলড্রেন এন্ড দেয়ার প্রজেকশন ফর মে���র আরবান এরিয়াস অফ বাংলাদেশ, ২০০৫" নামক এক অনুসন্ধানকে ভিত্তি করে ইউনিসেফ পথশিশুদের সংখ্যা ৬৭০,০০০ নির্ধারণ করে। একই অনুসন্ধানে বলা হয়েছে যে এসব শিশুর ৩৬% রাজধানী ঢাকায় অবস্থিত। যদিও বাংলাদেশ গত কয়েক দশকে হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে উন্নতি করেছে, (২০১৪ সালের ইউএনডিপির এইচডিআর অনুযায়ী এইচডিআই ০.৫৫৮ এবং বাংলাদেশ ১৮৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৪২তম), তবু এই শিশুরা এখনো সামাজিক শ্রেণিবিভাগের একদম সর্বনিম্ন স্তরে অবস্থান করছে। এই একই অনুসন্ধান অভিক্ষেপণ করে যে ২০১৪ সালে পথশিশুদের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১ লাখ ৪০ হাজার।[১][২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Investing in Vulnerable Children। "UNICEF" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ End Poverty in South Asia। "World Bank Blogs"।