নামিবিয়া, ল্যান্ড অব দ্য ব্রেইভ
জাতীয় সঙ্গীত | |
কথা | হিদিপো হামুতেনিয়া |
---|---|
সঙ্গীত | আক্সালি ডোয়েসেব |
গ্রহণকাল | ১৯৯১ |
নামিবিয়া, ল্যান্ড অফ দ্য ব্রেইভ্ (ইংরেজি: Namibia, Land of the Brave; বাংলা: নামিবিয়া, সাহসীর ভূমি), নামিবিয়ার জাতীয় সঙ্গীত। এই গানের কথা দিয়েছেন আক্সালি ডোয়েসেব, যে কালাহারি মরুভূমি থেকে একটি ঐতিহ্যবাহী গানের শ্রেণীর পরিচালক ছিল। Doëseb একটি সংগ্রামের সময় সঙ্গীতটি লেখতে বেছে নিয়ে ছিলেন পরে ১৯৯১ সালে নামিবিয়া স্বাধীন হয়। এই গানের সুর দিয়েছেন হিদিপো হামুতেনিয়া।[১]
গানের কথা
[সম্পাদনা]গানের কথা ইংরেজি ভাষায় | বাংলা অনুবাদ | |
---|---|---|
প্রথম স্তবক | ||
Namibia, land of the brave |
নামিবিয়া, সাহসীর ভূমি | |
গায়কদল | ||
Namibia our Country, |
নামিবিয়া আমাদের দেশ |
তথ্যসূত্র
[সম্পাদনা]