বিষয়বস্তুতে চলুন

নামিবিয়া, ল্যান্ড অব দ্য ব্রেইভ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নামিবিয়া, ল্যান্ড অফ দ্য ব্রেইভ্

নামিবিয়া জাতীয় সঙ্গীত
কথাহিদিপো হামুতেনিয়া
সঙ্গীতআক্সালি ডোয়েসেব
গ্রহণকাল১৯৯১

নামিবিয়া, ল্যান্ড অফ দ্য ব্রেইভ্ (ইংরেজি: Namibia, Land of the Brave; বাংলা: নামিবিয়া, সাহসীর ভূমি), নামিবিয়ার জাতীয় সঙ্গীত। এই গানের কথা দিয়েছেন আক্সালি ডোয়েসেব, যে কালাহারি মরুভূমি থেকে একটি ঐতিহ্যবাহী গানের শ্রেণীর পরিচালক ছিল। Doëseb একটি সংগ্রামের সময় সঙ্গীতটি লেখতে বেছে নিয়ে ছিলেন পরে ১৯৯১ সালে নামিবিয়া স্বাধীন হয়। এই গানের সুর দিয়েছেন হিদিপো হামুতেনিয়া[]

গানের কথা

[সম্পাদনা]
গানের কথা ইংরেজি ভাষায় বাংলা অনুবাদ
প্রথম স্তবক

Namibia, land of the brave
Freedom fight we have won
Glory to their bravery
Whose blood waters our freedom
We give our love and loyalty
Together in unity
Contrasting beautiful Namibia
Namibia our country
Beloved land of savannahs,
Hold high the banner of liberty

নামিবিয়া, সাহসীর ভূমি
স্বাধীনতার লড়াই জিতেছি আমরা
তাদের সাহসের গৌরবে
যাঁদের রক্তে সিঞ্চিত আমাদের স্বাধীনতা
আমরা দিয়েছি ভালোবাসা আর আনুগত্য
একতায় একসাথে
সুন্দরী নামিবিয়ার দিকে
নামিবিয়া আমাদের দেশ
সাভানার প্রিয় ভূমি
উর্দ্ধে তোল মুক্তির পতাকা

গায়কদল

Namibia our Country,
Namibia Motherland,
We love thee.

নামিবিয়া আমাদের দেশ
নামিবিয়া মাতৃভূমি
আমরা তোমাকে ভালবাসি।

তথ্যসূত্র

[সম্পাদনা]