তোয়াব খান
তোয়াব খান | |
---|---|
জন্ম | ২৪ এপ্রিল, ১৯৩৪ |
মৃত্যু | ১ অক্টোবর ২০২২ | (বয়স ৮৮)
পেশা | সাংবাদিক |
তোয়াব খান (জন্ম:২৪ এপ্রিল ১৯৩৪ - মৃত্যু: ১ অক্টোবর ২০২২)[১] হলেন একজন বাংলাদেশী সাংবাদিক। তিনি বাংলাদেশের বাংলা দৈনিক সংবাদপত্র জনকন্ঠের উপদেষ্টা সম্পাদক ছিলেন। ৮ অক্টোবর ২০২১ সালে তিনি পুনরায় দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি এ পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন।[২] সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৬ সালে একুশে পদক প্রদান করে।[৩]
জন্ম ও পরিচয়
[সম্পাদনা]তোয়াব খান ১৯৩৪ সালের ২৪ এপ্রিল সাতক্ষীরার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সাংবাদিক মাওলানা আকরাম খাঁ ছিলেন তার মামা।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৫৫ সালে তোয়াব খান দৈনিক সংবাদ পত্রিকায় কাজ শুরু করেন, ১৯৬১ সালে তিনি এর বার্তা সম্পাদক হিসাবে পদোন্নতি পান এবং ১৯৬৪ সাল পর্যন্ত কাজ করেন। ১৯৬৪ থেকে ১৯৭২ পর্যন্ত বার্তা সম্পাদক হিসেবে দৈনিক পাকিস্তানে কাজ করেন। ১৯৭২ সালে দৈনিক বাংলা পত্রিকায় সম্পাদক হিসেবে যোগ দেন।[৫]
১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত তোয়াব খান রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। ১৯৮৭-১৯৯১ মেয়াদে সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদেরও প্রেসসচিব ছিলেন তিনি। ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা ছিলেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিক ছিলেন। তার লেখা ও উপস্থাপনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত প্রচারিত হতো ‘পিন্ডির প্রলাপ’।[৬]
মৃত্যু
[সম্পাদনা]তোয়াব খান ২০২২ সালের ১লা অক্টোবর দুপুর ১২.৪০ ঘটিকায় ঢাকার গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৭]
পুরস্কার
[সম্পাদনা]- একুশে পদক - ২০১৬ - সাংবাদিকতা।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ শুভ জন্মদিন তোয়াব ভাই, বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকম, ২৪ এপ্রিল ২০১২
- ↑ "নতুন রূপে আসছে দৈনিক বাংলা, সম্পাদক তোয়াব খান"। banglanews24.com। ২০২১-১০-০৭। সংগ্রহের তারিখ ২০২১-১০-১০।
- ↑ "সাংবাদিক তোয়াব খান হাসপাতালে"। দৈনিক যুগান্তর। সালমা ইসলাম। ৭ মে ২০১৬। ২০১৯-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১।
- ↑ "শুভ জন্মদিন তোয়াব ভাই, বাংলা ট্রিবিউন, ২৪ এপ্রিল ২০১৬"। ২০ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২১।
- ↑ "তোয়াব খান, সত্যবাকের আত্মকথা"। ২০১৯-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১১।
- ↑ সাংবাদিক তোয়াব খানের জন্মদিন আজ, কালের কণ্ঠ, ২৪ এপ্রিল ২০২০
- ↑ "দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান আর নেই"। দৈনিক বাংলা। ১ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২২।
- ↑ তোয়াব খানকে অভিনন্দন, প্রথম আলো ১১ ফেব্রুয়ারি ২০১৬