বিষয়বস্তুতে চলুন

কার্ল টেলর কম্পটন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কার্ল টেলর কম্পটন
কার্ল টেলর কম্পটন, ১৯৪০
জন্ম(১৮৮৭-০৯-১৪)১৪ সেপ্টেম্বর ১৮৮৭
মৃত্যু২২ জুন ১৯৫৪(1954-06-22) (বয়স ৬৬)
পূর্বসূরীস্যামুয়েল ওয়েসলি স্ট্র্যাটন
উত্তরসূরীজেমস রাইন কিলিয়ান

কার্ল টেলর কম্পটন একজন প্রখ্যাত মার্কিন পদার্থবিজ্ঞানী এবং ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজির সাবেক প্রেসিডেন্ট। তিনি নোবেলজয়ী বিজ্ঞানী আর্থার কম্পটন এর ভাই।

জীবনী

[সম্পাদনা]

কম্পটন ১৮৮৭ সালের ১৪ সেপ্টেম্বর ওহাইওর উস্টারে জন্মগ্রহণ করেন। তিনি কলেজ অব উস্টার থেকে ১৯০৮ সালে দর্শনে বিএস এবং ১৯০৯ সালে ন্যাচারাল সায়েন্সেস এ এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯১২ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন ওয়েন উইলিয়ান্স রিচার্ডসন। ১৯১২ থেকে ১৯১৫ সাল পর্যন্ত রীড কলেজ এর পদার্থবিজ্ঞানের ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেন। তিনি ১৯১৫ সালে পর্যন্ত প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এর পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন এবং ১৯১৯ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯২৯ সালে এই বিভাগের প্রধান নিযুক্ত হন। ১৯৩০ সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। তিনি ১৯২৫ সালে আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং ১৯২৭ সালে প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৩০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রেসিডেন্ট এবং ১৯৪৮ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত এমআইটি কর্পোরেশন এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। [][][][]

সদস্য

[সম্পাদনা]
  • সদস্য, আমেরিকান ফিলসফিক্যাল সোসাইটি, ১৯২৩
  • সদস্য, ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস, ১৯২৪
  • ফেলো, অপটিক্যাল সোসাইটি অব আমেরিকা
  • সদস্য, আমেরিকান কেমিক্যাল সোসাইটি

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://www.nndb.com/people/013/000168506/
  2. http://libraries.mit.edu/mithistory/institute/offices/office-of-the-mit-president/karl-taylor-compton-1887-1954/
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৪ 
  4. http://www.britannica.com/EBchecked/topic/130373/Karl-Taylor-Compton
  5. "Public Welfare Award"। National Academy of Sciences। ২৯ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১১ 
  6. "Joseph Priestley Celebration"। Dickinson College। ৭ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১১