আলাপ:এমা টমসন
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Kupulak কর্তৃক ৪ বছর পূর্বে "লাল বিষয়শ্রেণীগুলো সম্পর্কে" অনুচ্ছেদে
এই পাতাটি এমা টমসন নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
এই নিবন্ধটি এখনো মূল্যায়ন করা হয়নি এটি নিম্নোক্ত উইকিপ্রকল্পের অংশ: | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
নামের বাংলা প্রতিবর্ণীকরণ (টমসন) প্রসঙ্গে
[সম্পাদনা]মেরিয়াম-ওয়েবস্টার অভিধান অনুযায়ী Thompson-এর উচ্চারণ হয় "টম্সন্"-এর মত। এখানে দেখুন। Th-টা "থ"-এর মত উচ্চারণ হয় না, P-টাও অনুচ্চারিত থাকে। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:১৮, ৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
- এই বিষয়টা নিবন্ধ প্রণয়নের সময় খেয়াল করেছিলাম, কয়েকটা সাক্ষাৎকার ও অস্কার ও গোল্ডেন গ্লোবের পুরস্কার বিতরণিও দেখেছি, সেখানে উচ্চারণগুলো "টমসন, থমসন" এই ধরনের ছিল। আর ইংরেজি বানানের সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে শিরোনামে থম্পসন রেখেছিলাম। যাই হোক, সঠিক বানানে স্থানান্তরের জন্য ধন্যবাদ।--ওয়াকিম (আলাপ) ১৮:২৬, ৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
লাল বিষয়শ্রেণীগুলো সম্পর্কে
[সম্পাদনা]সম্মানিত ইউকিপিডিয়ান @WAKIM:, আমি লাল বিষয়শ্রেণীগুলো রাখার কোন যুক্তি খুঁজে পাচ্ছি না। — কুউ পুলক ✉ ২০:০২, ১২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- @Kupulak: প্রতিটি নিবন্ধে গিয়ে একটা একটা করে বিষয়শ্রেণী বাতিল করারও যুক্তি দেখি না, যেখানে কোন একটি লাল বিষয়শ্রেণীতে ক্লিক করে সেই বিষয়শ্রেণী তৈরি করলে সংশ্লিষ্ট সবকয়টিতেই সেটা প্রকাশিত হচ্ছে।--ওয়াকিম (আলাপ) ২০:২৯, ১২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
- @WAKIM: আপনাকে ধন্যবাদ। আমি ভেবেছিলাম যে নিবন্ধে ২০টা সবুজ বিষয়শ্রেণী আছে তার আরো ২০ লাল বিষয়শ্রেণী থাকার দরকার নেই। এই যুক্তিতে বাতিল করছিলাম। এখন আপনার পরামর্শে সে কাজটাও ক্ষান্ত দিলাম। — কুউ পুলক ✉ ২০:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)