উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প জীবনী
আলোচনা যোগ করুনএই প্রকল্প পৃষ্ঠার সারণিতে উল্লিখিত বেশ কিছু শিরোনামের নিবন্ধ ইতিমধ্যেই অন্য নামে শুরু করা হয়েছে। উচ্চারণ সংক্রান্ত অজ্ঞতার কারণে পুনর্নির্দেশ বা সরানো থেকে বিরত থেকে এ সংক্রান্ত তালিকা নিম্নে দিলাম।
- মুহাম্মদ আলী<->মোহাম্মদ আলী
- অ্যালফ্রেড হিচকক<->আলফ্রেড হিচকক
- দ্য বীটল্স<->বীটল্স
- ভিনসেন্ট ফান গখ<->ভিনসেন্ট ভ্যান গগ
- ভোল্ফ্গাংক্ আমাডেয়ুস মোৎসার্ট<->ভোল্ফগাং আমাদেউস মোৎসার্ট
- মিকেলাঞ্জেলো<->মাইকেলেঞ্জেলো
- লুটভিক ফান বেঠোফেন<->লুডউইগ ভ্যান বেইটোভেন
- গ্রিম ভ্রাত্রৃদ্বয়<->গ্রিম ভ্রাতৃদ্বয়
- ফিওদর দস্তইয়েভ্স্কি<->ফিওদোর দস্তয়েভ্স্কি
- ভিক্তর য়ুগো<->ভিক্টর হুগো
- লেও তল্স্তোয়<->ল্যেভ তল্স্তোয়
- আডলফ হিটলার<->এডলফ হিটলার
- এব্রাহাম লিংকন<->আব্রাহাম লিঙ্কন
- নেলসন ম্যান্ডেলা<->নেলসন মান্ডেলা
- নিল আর্মস্ট্রং<->নীল আর্মস্ট্রং
- গ্রেগর মেন্ডেল<->গ্রেগর ইয়োহান মেন্ডেল
- আইজাক নিউটন<->আইজ্যাক নিউটন
- নিকোলাস কোপার্নিকাস<->নিকলাস কপারনিকাস
- মাক্স প্লাংক<->ম্যাক্স প্লাঙ্ক
- স্টিভেন হকিং<->স্টিফেন হকিং
- আর্কিমিদিস<->আর্কিমিডিস
- কার্ল ফ্রিড্রিশ গাউস<->কার্ল ফ্রেডরিখ গউস
- আরিস্তোত্ল<->অ্যারিস্টটল
- টমাস হব্স<->থমাস হব্স
- রনে দেকার্ত<->রেনে দেকার্ত
অনুগ্রহ করে সঠিক বানানে পুনর্নির্দেশ বা সরিয়ে দিন।--রাজিবুল ১৬:১১, ১৪ নভেম্বর ২০০৬ (ইউটিসি)
- ভালো করেছেন। ধন্যবাদ।--অর্ণব (আলাপ | অবদান) ১৯:০৭, ১৬ নভেম্বর ২০০৬ (ইউটিসি)
নোবেল বিজয়ীদের নাম ও অন্যান্য
[সম্পাদনা]আমার মনে হয় নাম সংক্রান্ত জটিলতা পরিহারের জন্য একটি পূর্ণাঙ্গ তালিকায় সব নাম লিপিবদ্ধ করা উচিত। এক্ষেত্রে নোবেল পুরস্কার যারা পেয়েছেন তাদের নাম নিয়ে তালিকা করার দরকার নেই কারণ সে বিষয়ে আছে। নোবেল বিজয়ীদের তালিকা থেকে সব নাম আমাদের ঠিক করা দরকার। নাম ঠিক হয়ে গেলে সেই উচ্চারণেই নিবন্ধ শুরু করা যেতে পারে। এখানে যে তালিকা আছে তা থাকলো। সাথে আরও কিছু তালিকা তৈরী করা যেতে পারে কেবল প্রজেক্ট পৃষ্ঠা হিসেবে। সবখান থেকে নোবেল প্রাপ্তদের নাম বাদ দিতে হবে নয়তো একই নামের ভিন্ন উচ্চারণ এসে যাবে। আপনাদের মতামত দিয়ে ব্যাপারটি সমাধা করুন। আর নামকে অবশ্যই জটিল করা উচিত নয়। -- মুহাম্মদ ০৮:৪৯, ১৮ নভেম্বর ২০০৬ (ইউটিসি)