হাঙ্গেরীয় ভাষা
হাঙ্গেরীয় ভাষা (হাঙ্গেরীয়তে magyar মজর্) হাঙ্গেরির রাষ্ট্রভাষা। যদিও হাঙ্গেরি কেন্দ্রীয় ইউরোপে অবস্থিত, এটি সেই অঞ্চলের ভাষা নয়। হাঙ্গেরির আশেপাশের এলাকার ইন্দো-ইউরোপীয় ভাষার সাথে হাঙ্গেরীয় ভাষার কোনও মিল নেই। হাঙ্গেরীয় ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত খান্তি ও মান্সি ভাষা রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে, উরাল পর্বতমালার পূর্বে, উত্তর-পশ্চিম সাইবেরিয়ায়, হাঙ্গেরি থেকে প্রায় ২,০০০ মাইল দূরে ব্যবহৃত হয়। এই ভাষাগত সম্পর্ক থেকে বোঝা যায় আদি হাঙ্গেরীয় অধিবাসীরা এশিয়া থেকে এসেছিল। তারা উরা�� পর্বতমালার পূর্ব ঢালে বসবাস করত। ৫ম-৬ষ্ঠ শতকে তারা পশ্চিমে পাড়ি জমায় এবং ৯ম শতকে কার্পেথীয় পর্বতমালার পশ্চিমে এসে দানিউব নদীর তীরে বসতি স্থাপন করে। পরবর্তীতে ধীরে ধীরে তারা ইউরোপীয় সংস্কৃতির সাথে মিশে যায়। কেবল তাদের মুখের ভাষাই তাদের এশীয় ঐতিহ্য ধারণ করে রেখেছে।
হাঙ্গেরীয় | |
---|---|
magyar মজর্ | |
উচ্চারণ | [ˈmɒɟɒr̪] |
দেশোদ্ভব | হাঙ্গেরি; এছাড়া রোমানিয়া, স্লোভাকিয়া, ইউক্রেন, সার্বিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া ও স্লোভেনিয়ার অংশবিশেষে |
মাতৃভাষী | ১ কোটি ১০ লক্ষ
|
উরালীয়
| |
লাতিন লিপি (হাঙ্গেরীয়) | |
সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | হাঙ্গেরি, ইউরোপীয় ইউনিয়ন, স্লোভেনিয়া (আঞ্চলিক), সার্বিয়া (আঞ্চলিক), অস্ট্রিয়া (আঞ্চলিক), রোমানিয়া, ইউক্রেন, ক্রোয়েশিয়া ও স্লোভাকিয়া |
নিয়ন্ত্রক সংস্থা | হাঙ্গেরি বিজ্ঞান অ্যাকাডেমির ভাষাবিজ্ঞান গবেষণা ইন্সটিটিউট |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | hu |
আইএসও ৬৩৯-২ | hun |
আইএসও ৬৩৯-৩ | hun |
চিত্র:Rozsireni madarstiny.PNG, Dist of hu lang europe.svg, Dist of hu lang europe-ca.svg |
হাঙ্গেরির প্রায় ১ কোটি লোক হাঙ্গেরীয় ভাষায় কথা বলেন। এছাড়া রোমানিয়ায় ২০ লক্ষ, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ায় ৬ লক্ষ, পূর্বতন যুগোস্লাভিয়া এলাকায় ৫ লক্ষ, ইউক্রেনে ২ লক্ষ, ইসরায়েলে দেড় লক্ষ, মার্কিন যুক্তরাষ্ট্রে সাড়ে চার লক্ষ লোক হাঙ্গেরীয় ভাষায় কথা বলে।
সোভিয়েট রাশিয়ার প্রভাবের কারণে অন্যান্য ইয়োরোপীয় দেশের তুলনায় হাঙ্গেরিতে ইংরেজির সামগ্রিক প্রভাব তুলনামূলকভাবে কম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাঙ্গেরীয় ভাষায় লিখিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।