মুহাম্মদ আব্দুল মান্নান
আল্লামা, শায়খ মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান | |
---|---|
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান | |
কাজের মেয়াদ ২০১০ – ২০২২ | |
পূর্বসূরী | আল্লামা এম. এ. জলিল |
উত্তরসূরী | এম.এ মতিন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | রাউজান, চট্টগ্রাম, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) | ৩ মার্চ ১৯৬০
নাগরিকত্ব | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ ইসলামী ফ্রন্ট |
প্রাক্তন শিক্ষার্থী | জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া |
পেশা | লেখক, গবেষক ও রাজনীতিবিদ |
ধর্ম | ইসলাম |
মুহাম্মদ আব্দুল মান্নান (জন্ম: ৩ মার্চ ১৯৬০) বাংলাদেশের একজন ইসলামী রাজনীতিবিদ, লেখক এবং গবেষক, যিনি এম. এ. মান্নান বা আল্লামা এম. এ. মান্নান নামে পরিচিত।[১] তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।[২][৩][৪][৫]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আবদুল মান্নান চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের খলিফার বাড়িতে ১৯৬০ সালের ৩ মার্চ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ্ব এজহার।
কর্মজীবন
[সম্পাদনা]বাংলাদেশের অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ছোবাহানিয়া আলি���়া কামিল মাদ্রাসার শিক্ষকতার (১৯৭৯-১৯৮৭) মাধ্যমে মান্নান তার কর্মজীবনের সূচনা হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে আহসানুল উলুম আলিয়া মাদ্রাসায় মুহাদ্দিস পদে নিযুক্ত হন এবং ১৯৯৭ সালে সালে গহিরা আলিয়া মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে নিযুক্ত হন। [তথ্যসূত্র প্রয়োজন]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা (১৯৮০-১৯৮৬)
[সম্পাদনা]আব্দুল মান্নান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত এ সংগঠনের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (১৯৯০-২০২২)
[সম্পাদনা]ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ জলিল মৃত্যুবরণ করলে আব্দুল মান্নান ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্যদের ভোটে সংগঠনটির দ্বিতীয় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
অন্যান্য কার্যক্রম
[সম্পাদনা]আব্দুল মান্নান রাজনৈতিক কার্যক্রম ছাড়াও তিনি বেশ কিছু প্রতিষ্ঠানের পরিচালক ও উপদেষ্টা পদে রয়েছেন। এছাড়াও তিনি ইসলামী বইয়ের লেখক ও অনুবাদক হিসেবেও তার অনুসারীদের কাছে পরিচিত।
তার উল্লেখযোগ্য কাজসমূহ:
- শানে রিসালাত
- রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
- হাযির নাযির
- দাওয়াত
- হযরত আমীর মু'আবিয়া (রা.)
- কানযুল ঈমান গ্রন্থের বঙ্গানুবাদ।
- উর্দু ভাষায় রচিত নুরুল ইরফান ও খাজায়নুল ইরফান নামে দুটি কোরআনের ব্যাখ্যাগ্রন্থের বঙ্গানুবাদ।
- আব্দুল কাদের জিলানীর জীবনীগ্রন্থ বাহজাতুল আসরার-এর বঙ্গানুবাদ।
- সৈয়দ মুহাম্মদ আজিজুল হকের জীবনীগ্রন্থ দিওয়ান-ই আযীয নামক গ্রন্থের বঙ্গানুবাদ।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান"। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। ২৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।
- ↑ "ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম.এ মান্নান"। হবিগঞ্জ এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।
- ↑ "চট্টগ্রামে দাওয়াতে খায়র ইজতিমা সম্পন্ন মোনাজাত পরিচালনা করেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান"। Daily Nayadiganta।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ সংবাদদাতা, হাটহাজারী উপজেলা। "হাটহাজারীতে দাওয়াতে খায়ের ইজতিমায় আব্দুল মান্নান"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। ইনকিলাব এন্টারপ্রাইজ এন্ড পাবলিকেশন্স লি.।
- ↑ "মাদক থেকে তরুণদের রক্ষার তাগিদ | কালের কণ্ঠ, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নানের পরিচালনায় আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়"। Kalerkantho।