বিষয়বস্তুতে চলুন

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা

স্থানাঙ্ক: ২২°২২′৩০″ উত্তর ৯১°৫০′১৪″ পূর্ব / ২২.৩৭৫০১২° উত্তর ৯১.৮৩৭১৮৫° পূর্ব / 22.375012; 91.837185
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা
ধরনকামিল মাদ্রাসা
স্থাপিত১৯৫৪
প্রতিষ্ঠাতাসৈয়দ আহমদ শাহ সিরিকোটি
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬–২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬–বর্তমান)
চেয়ারম্যানঅধ্যাপক আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান
অধ্যক্ষকাজী মুহাম্মদ আব্দুল আলিম রিজভী
শিক্ষার্থী৮০০০+
অবস্থান
২২°২২′৩০″ উত্তর ৯১°৫০′১৪″ পূর্ব / ২২.৩৭৫০১২° উত্তর ৯১.৮৩৭১৮৫° পূর্ব / 22.375012; 91.837185
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
মানচিত্র

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি ইসলাম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও আলিয়া মাদ্রাসা। ১৯৫৪ সালে চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ আহমদ শাহ সিরিকোটি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। ২০০১ সালে জাতীয় পর্যায়ে সরকারি শিক্ষা জরিপে 'শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান' সন্মাননা লাভ করে। বর্তমানে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া'র অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত আছেন মাওলানা কাজী মুহাম্মদ আব্দুল আলিম রিজভী।

অবস্থান

[সম্পাদনা]

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের নাজির পাড়ায় অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৫৪ সালে চট্টগ্রাম জেলার পশ্চিম ষোলশহর ওয়ার্ডে পাকিস্তান থেকে আসা সুফি সাধক সৈয়দ আহমদ শাহ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্নে মাদ্রাসাটির নাম ছিল "মাদরাসা আহমদিয়া সুন্নিয়া", তবে তা পরবর্তীতে পরিবর্তন করে "জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া" রাখা হয়।[] প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ শাহ এর উত্তরসূরী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ এর দুই সন্তান সৈয়দ মুহাম্মদ তাহের শাহ ও সৈয়দ মুহাম্মদ সাবির শাহ মাদ্রাসাটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন।[][]

ব্যবস্থাপনা

[সম্পাদনা]

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আওতায় মাদ্রাসা গভর্নিং বডির ব্যবস্থাপনায় এ মাদ্রাসা পরিচালিত হয়ে থাকে। এছাড়া আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় আড়াই শতাধিক সুন্নি মতাদর্শ ভিত্তিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়।[]

বর্তমানে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত আছেন আব্দুল আলিম রেজভী।[]

অবকাঠামো

[সম্পাদনা]

১৯৫৪ সালে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া’র প্রতিষ্ঠাকালে খলিফা এ আজম আলহাজ্ব নূর মোহাম্মদ আলকাদেরী অনুদান ও সাহায্য-সহযোগিতায় মাদ্রাসার পুরাতন একাডেমিক ভবনটি নির্মিত হয় ও শিক্ষাক্রম চালু হয়। পরবর্তীতে মুহাম্মদ তালেব আলী সওদাগর ও ওসমান আলী সওদাগরের যৌথ অর্থায়নে 'তৈয়্যবিয়া তালেবিয়া টেকনিক্যাল সেকশন'র জন্য পুরাতন ভবনের দক্ষিণাংশের ত্রিতল ভবনটি নির্মাণ করা হয়। ১৯৮৫ সালে সালেহ আহমদ সওদাগরের অর্থায়নে পুরাতন ভবনের উত্তরাংশের ত্রিতল ভবনটি নির্মাণ করা হয় এবং তারই অর্থায়নে ২০০৩ সালে পুনরায় মাদ্রাসার ময়দানের দক্ষিণাংশের ছয়তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়। এছাড়া ২০১০ সালে শেখ আহমদ সওদাগর নতুন একাডেমিক ভবনের পশ্চিমাংশে ছয়তলা বিশিষ্ট হেফজখানা ভবন ও ২০১১ সালে এসইএসডিপি'র অধীনে মডেল মাদ্রাসার আওতায় মাদ্রাসার উত্তরদিকে পুরাতন ভবন সংলগ্ন পাঁচতলা বিশিষ্ট নতুন একাডেমিক অনার্স ভবনটি নির্মাণ করা হয়। ২০১৩ সালে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মুহাম্মদ মিজানুর রহমানের অর্থায়নে মাদ্রাসা ময়দানের উত্তরদিকে ২৪ কক্ষ বিশিষ্ট ছয়তলার নতুন একাডেমিক ভবনটি নির্মিত হয়। সর্বশেষ ২০২৪ সালে শিক্ষা মন্ত্রণালয়ের ও আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর যৌথ অর্থায়নে প্রশাসনিক ভবনের বামদিকে ছয় তালা বিশিষ্ট নতুন একাডেমী ভবন নির্মিত হয়

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করার লক্ষ্যে বাংলাদেশ জমিয়তুল মোদারেসিন এর দাবির প্রেক্ষিতে সরকার ফাজিল স্তরে অনার্স কোর্স চালুর অনুমোদন দেয়ার পর ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বরাবর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ পাঁচটি বিষয়ে অনার্স কোর্স চালুর আবেদন করেন। ২০১০ সালের ২০ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাদ্রাসা পরিদর্শন করেন এবং দুইটি বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমোদন দেন। মাদ্রাসার গভর্নিং বডির ব্যবস্থাপনা কার্যক্রম মোতাবেক শিক্ষা মন্ত্রণালয় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াকে মডেল মাদ্রাসা হিসেবে স্বীকৃতি প্রদান করে। বর্তমানে এ মাদ্রাসায় ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে ফাজিল সম্মানসহ কামিল কোর্সে বহু শিক্ষার্থী অধ্যয়নরত আছে। ২০১৪ সাল থেকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় দাখিল পর্যায়ে বিজ্ঞান বিভাগ এবং ২০২৪ সালে আলিম পর্যায়ে বিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে। এই মাদ্রাসায় আলিয়া বিভাগের পাশাপাশি হিফজ বিভাগ চালু রয়েছে।

কম্পিউটার ল্যাব

[সম্পাদনা]

২০১৪ সাল দাখিলে বিজ্ঞান বিভাগ চালু হবার পরে এটি মডেল মাদ্রাসার আওতাধীন হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখা উন্নয়ন প্রকল্পে ২০টি কম্পিউটার প্রদান করে। পরে চট্টগ্রামের খান জাহান আলী কম্পিউটার্স লিমিটেড এর সহযোগিতায় মাদ্রাসার আইসিটি সেন্টার আরো সমৃদ্ধ হয়।

পাঠাগার

[সম্পাদনা]

আনজুমান ট্রাস্ট কর্তৃপক্ষের সদিচ্ছায় ও অধ্যক্ষের প্রচেষ্টায় মাদ্রাসার প্রশাসনিক ভবনের ষষ্ঠ তলায় রয়েছে বিশাল পাঠাগার। এতে দেশ-বিদেশের বিখ্যাত গ্রন্থ, তাফসীর, ফিক্বহ ও ফতওয়ার দুর্লভ কিতাব, দুষ্প্রাপ্য রেফারেন্স বুক ও বিভিন্ন জার্নাল সংগৃহীত আছে।[]

অর্জন

[সম্পাদনা]

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ইসলামী শিক্ষা বিস্তারে ভূমিকা রাখায় ২০০১ সালে জাতীয় পর্যায়ে সরকারি শিক্ষা জরিপে 'শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান' সন্মাননা লাভ করেন। এছাড়াও ২০০১ ও ২০০৪ সালে তৎকালীন অধ্যক্ষ মুহাম্মদ জালালুদ্দীন আল-ক্বাদেরী 'শ্রেষ্ঠ অধ্যক্ষ' ও মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান 'শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক' হিসেবে নির্বাচিত হন।[]

কৃতিত্ব ও ফলাফল

[সম্পাদনা]

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের আলিম পরীক্ষায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে। এ মাদ্রাসায় ৬৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১২ জন এ+, ৪৪৬ জন এ গ্রেডসহ অনান্য শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৯.৭০℅। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সুপরিচালিত এ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ২০১৭ সালে বাংলাদেশ সরকার কর্তৃক বাছাইকৃত ৩০টি মডেল মাদ্রাসার মধ্যে প্রথম এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে সরকারিভাবে স্বীকৃতি ও স্বর্ণ পদক প্রাপ্ত হয়েছে।[] এছাড়া জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণের জন্য সরকারি শিক্ষা বৃত্তিসহ বেসরকারি বিভিন্ন শিক্ষা-সংস্কৃতি ও আর্থিক প্রতিষ্ঠান ও ট্রাস্ট কর্তৃক প্রতিযোগিতায় মেধা ও সাধারণ বৃত্তি লাভ করে আসছে।[]

সনদ স্বীকৃতি

[সম্পাদনা]

দাখিল, আলিমফাযিল সনদের স্বীকৃতি পায় ১৯৬২ সালের ১ জুন এবং কামিল বা মাস্টার্স এর সনদ স্বীকৃতি পায় ১৯৭১ সালের ১ জুলাই। দাখিল, আলিম, ফাযিল ও কামিল সব স্তরের এমপিও ভুক্ত হয় ১৯৮০ সালের ১ জানুয়ারি।

উল্লেখযোগ্য শিক্ষার্থী

[সম্পাদনা]

সাবেক খতিব, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ, চট্টগ্রাম

সাবেক অধ্যক্ষ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচয় - Brief introduction of Jamea Ahmadia Sunnia Kamil Madrasah"আবছার.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২০ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭ 
  3. "চট্টগ্রাম জামেয়া আহ্মদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা"www.dailyinqilab.com। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ 
  4. http://www.dainikazadi.org/details2.php?news_id=2663&table=july2017&date=2017-07-24&page_id=6&view=1&instant_status=[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]