পটুয়াখালী-৪
অবয়ব
পটুয়াখালী-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | পটুয়াখালী জেলা |
বিভাগ | বরিশাল বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
ভোলা-১ → |
পটুয়াখালী-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি পটুয়াখালী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১১৪নং আসন।
সীমানা
[সম্পাদনা]পটুয়াখালী-৪ আসনটি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা, কলাপাড়া উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোহাম্মদ মাহবুবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোহাম্মদ মাহবুবুর রহমান | ৯০,৭৭৫ | ৫৪.৮ | +১৬.০ | |
বিএনপি | এ বি এম মোশাররফ হোসেন | ৬০,০৯৫ | ৩৬.২ | +১১.২ | |
ইসলামী আন্দোলন | হেদায়েত উল্লাহ | ৮৯৩ | ০.৫ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩০,৬৮০ | ১৮.৫ | +৮.২ | ||
ভোটার উপস্থিতি | ১,৬৫,৭৯৭ | ৮৮.৮ | +১৯.২ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোহাম্মদ মাহবুবুর রহমান | ৫১,৯৪০ | ৩৮.৮ | +৪.১ | |
স্বতন্ত্র | মোস্তাফিজুর রহমান | ৩৮,০৯৮ | ২৮.৫ | প্র/না | |
বিএনপি | আতিকুর রহমান | ৩৩,৪১৫ | ২৫.০ | -১.১ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আবদুর রাজ্জাক খান | ১০,২৭৯ | ৭.৭ | প্র/না | |
স্বতন্ত্র | আনোয়ারুল ইসলাম | ৭৩ | ০.১ | প্র/না | |
জাতীয় পার্টি | নজরুল ইসলাম | ৫০ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,৮৪২ | ১০.৩ | +১.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,৩৩,৮৫৫ | ৬৯.৬ | −০.৬ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আনোয়ারুল ইসলাম | ৩১,০৯২ | ৩৪.৭ | -৭.৬ | |
বিএনপি | মোস্তাফিজুর রহমান | ২৩,৩৪৮ | ২৬.১ | -২.১ | |
স্বতন্ত্র | আব্দুল খালেক | ১৩,৪৮৭ | ১৫.১ | প্র/না | |
জাতীয় পার্টি | আবদুল রাজ্জাক খান | ১০,৮৪৪ | ১২.১ | +১.৩ | |
ইসলামী ঐক্য জোট | বাহরুল আলম | ৮,৪৯৪ | ৯.৫ | -৬.২ | |
জামায়াতে ইসলামী | এ খালেক ফারুকী | ১,৮৭৬ | ২.১ | +১.৯ | |
জাকের পার্টি | সৈয়দ আবদুল গনি | ৩৪৩ | ০.৪ | -০.৫ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৭৪৪ | ৮.৭ | −৫.৩ | ||
ভোটার উপস্থিতি | ৮৯,৪৮৪ | ৭০.২ | +২০.৬ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আনোয়ারুল ইসলাম | ৩২,৭০৭ | ৪২.৩ | |||
বিএনপি | জাহাঙ্গীর হোসেন আকন্দ | ২১,৮৩৭ | ২৮.২ | |||
ইসলামী ঐক্য জোট | এরশাদ উল্লাহ | ১২,১১৮ | ১৫.৭ | |||
জাতীয় পার্টি | আবদুল রাজ্জাক খান | ৮,৩৩১ | ১০.৮ | |||
জাকের পার্টি | এ রব মিয়া | ৬৬৬ | ০.৯ | |||
ফ্রিডম পার্টি | মোয়াজ্জেম হোসেন | ৪১৯ | ০.৫ | |||
জাসদ (রব) | মুফতি সালাহউদ্দীন | ৩৭৪ | ০.৫ | |||
স্বতন্ত্র | সৈয়দ মো. আবুল হাশেম | ৩৭১ | ০.৫ | |||
বিকেএ | এ কে এম এম নুরুল ইসলাম | ২৪১ | ০.৩ | |||
জাসদ (সিরাজ) | সিহাব পারভেজ বিশ্বাস | ১২০ | ০.২ | |||
জামায়াতে ইসলামী | এ মাতিন | ১১৯ | ০.২ | |||
কমিউনিস্ট পার্টি | শামীম মিয়া | ৯৫ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১০,৮৭০ | ১৪.০ | ||||
ভোটার উপস্থিতি | ৭৭,৩৯৮ | ৪৯.৬ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পটুয়াখালী-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে পটুয়াখালী-৪