এম আলাউদ্দিন
এম আলাউদ্দিন | |
---|---|
১০ম উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ | |
কাজের মেয়াদ ৯ মার্চ ২০০৯ – ২৭ ডিসেম্বর ২০১২ | |
পূর্বসূরী | ফয়েজ মুহাম্মাদ সিরাজুল হক |
উত্তরসূরী | আব্দুল হাকিম সরকার |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | |
পেশা | রসায়নবিদ, বিশ্ববিদ্যালয় অধ্যাপক |
মুহাম্মদ আলাউদ্দিন একজন বাংলাদেশী রসায়নবিদ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ২০০৯ সালের মার্চ থেকে ডিসেম্বর ২০১২ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের দশম উপাচার্য ছিলেন।[১] তিনি একই বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক। তিনি যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি এর এমআরএসসি বা আজীবন সদস্য।
শিক্ষাজীবন
[সম্পাদনা]আলাউদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি এবং কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন
[সম্পাদনা]কর্মজীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ছিলেন।[২] তিনি ১৯৯৫ সালে এই বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন[৩] এবং ১৯৯৯ সালে তিনি জৈবপ্রযুক্তি এবং বংশাণু প্রকৌশল বিভাগে এক বছরেরও বেশি সময় ধরে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।[৪]
উপাচার্যের দায়িত্ব
[সম্পাদনা]৯ মার্চ ২০০৯ সালে আলাউদ্দিনকে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য নিযুক্ত করা হয়, তিনি উপাচার্যের দায়িত্ব পালনকালে এমএ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, শেখ হাসিনা হল এবং কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠা করেছিলেন।[৫] এ সময় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি ছিল সঙ্কটাপন্ন।[৬][৭][৮][৯] ২০১২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উপাচার্য আলাউদ্দিন ও উপ-উপাচার্য কামাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির ও স্বজনপ্রীতির অভিযোগ করেন এবং শিক্ষক ধর্মঘট শুরু করেন। এরফলে ২০১২ সালের ডিসেম্বর মাসে উপাচার্য ও ২০১৩ সালের জানুয়ারি মাসে উপ-উপাচার্য অপসারিত হন।[১০]
গবেষণা
[সম্পাদনা]- সোডিয়াম ডোডিসিল সালফেটের জল এবং জলীয় মাইক্রেলর সিস্টেমগুলিতে মাধ্যমিক বুটানল এবং তৃতীয় বুটানলের ভলিউমেট্রিক বৈশিষ্ট্য - (বিভাগ বি: রাসায়নিক ও জৈবিক বিজ্ঞান)।[১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬।
- ↑ "Overview of Applied Chemistry & Chemical Engineering"। ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬।
- ↑ "Former Chairman of Applied Chemistry & Chemical Engineering Dept"। ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬।
- ↑ "Former Chairman of Biotechnology and Genetic Engineering Dept"। ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬।
- ↑ "ইবি'র সফল ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড.এম আলাউদ্দিনের তিন বছর অতিবাহিত"। দৈনিক আন্দোলনের বাজার। ২০১২-০৩-০৮। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইসলামী বিশ্ববিদ্যালয় ১০০ দিন ধরে অচল"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬।
- ↑ "ইবি ক্যাম্পাস থেকে আবারও লাশ উদ্ধার"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬।
- ↑ "ইবিতে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬।
- ↑ "ইবিতে নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে ছাত্রলীগের তাণ্ডব"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মেয়াদ পূর্ণ করতে পারেননি ১১ উপাচার্যের কেউই"। সমকাল। ২০২০-১২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬।
- ↑ আলাউদ্দিন, জে.; পান্ডে, এস. (২০২০-০৫-০১)। "Volumetric Properties of Secondary Butanol and Tertiary Butanol in Water and Aqueous Micellar Systems of Sodium Dodecyl Sulphate" (ইংরেজি ভাষায়): ৪১৯–৪২৯। আইএসএসএন 2070-0245। ডিওআই:10.3329/jsr.v12i3.44614 ।