senjuti 's Reviews > মিনিমালিস্ট
মিনিমালিস্ট
by
by
***** স্পয়লার থেকে সাবধান ! বইটা না পড়ে থাকলে রিভিউটাও পড়ার দরকার নেই! *****
ভেন্ট্রিলোকুইস্ট বইটাও খুব ভালো লেগেছিল। কিন্তু এই বইটার জন্য আমার ভালো লাগা অন্য রকম । মূলত এই বই টা পড়ার জন্যই ভেন্ট্রিলোকুইস্ট পড়েছিলাম ।
ড্যান ব্রাউন যারা পড়েছেন এবং যারা তার ভক্ত , তারা "মিনিমালিস্ট" পড়তে গেলেই বুঝতে পারবেন যে , এই বই এ ড্যান ব্রাউনের লেখার স্টাইল টা খুব স্পষ্ট ভাবেই ফুটে উঠেছে । অনেকটা মনেও হয়েছে যে , "Angels & Demons" এর মতই রহস্যের জট পেকে যাচ্ছে , আবার সেটা ধাপে ধাপে খুলেও গেছে । অনেকে লেখার মধ্যে ড্যান ব্রাউন এর স্টাইল পেয়ে হয়ত
হতাশ হয়েছেন কিঞ্চিৎ । কিন্তু আমার কাছে বিষয়টাকে ইতিবাচক মনে হয়েছে । "Angels & Demons" , "The Da Vinci Code " পড়তে পড়তে আমার মনে হত , "ইশ ! বাংলায় কেন এমন রুদ্ধশ্বাস থ্রিলার হয় না ! " লেখক আমার সেই আক্ষেপ টা দূর করেছেন । এই বাংলাদেশ থেকে শুরু করে , ভারত , পাঞ্জাব , কখন ও বা পাকিস্তান , সত্যি ই , এদের এক সুতোয় গেঁথে, এমন একটা থ্রিলার ফেঁদে বসা - কয়জন ই বা পারে ! লেখক মাশুদুল হককে অনেক ধন্যবাদ , আর শুভ কামনা রইল সামনে এগিয়ে যাবার জন্য । লেখক একেবারেই নবীন । সামনে উনি আরো সুন্দর , রোমহর্ষক , রোমাঞ্চকর - কাহিনি , নিজের " স্টাইল" এ আমাদের সামনে উপস্থাপন করবেন- এই প্রত্যাশাই রইল ।
ভেন্ট্রিলোকুইস্ট বইটাও খুব ভালো লেগেছিল। কিন্তু এই বইটার জন্য আমার ভালো লাগা অন্য রকম । মূলত এই বই টা পড়ার জন্যই ভেন্ট্রিলোকুইস্ট পড়েছিলাম ।
ড্যান ব্রাউন যারা পড়েছেন এবং যারা তার ভক্ত , তারা "মিনিমালিস্ট" পড়তে গেলেই বুঝতে পারবেন যে , এই বই এ ড্যান ব্রাউনের লেখার স্টাইল টা খুব স্পষ্ট ভাবেই ফুটে উঠেছে । অনেকটা মনেও হয়েছে যে , "Angels & Demons" এর মতই রহস্যের জট পেকে যাচ্ছে , আবার সেটা ধাপে ধাপে খুলেও গেছে । অনেকে লেখার মধ্যে ড্যান ব্রাউন এর স্টাইল পেয়ে হয়ত
হতাশ হয়েছেন কিঞ্চিৎ । কিন্তু আমার কাছে বিষয়টাকে ইতিবাচক মনে হয়েছে । "Angels & Demons" , "The Da Vinci Code " পড়তে পড়তে আমার মনে হত , "ইশ ! বাংলায় কেন এমন রুদ্ধশ্বাস থ্রিলার হয় না ! " লেখক আমার সেই আক্ষেপ টা দূর করেছেন । এই বাংলাদেশ থেকে শুরু করে , ভারত , পাঞ্জাব , কখন ও বা পাকিস্তান , সত্যি ই , এদের এক সুতোয় গেঁথে, এমন একটা থ্রিলার ফেঁদে বসা - কয়জন ই বা পারে ! লেখক মাশুদুল হককে অনেক ধন্যবাদ , আর শুভ কামনা রইল সামনে এগিয়ে যাবার জন্য । লেখক একেবারেই নবীন । সামনে উনি আরো সুন্দর , রোমহর্ষক , রোমাঞ্চকর - কাহিনি , নিজের " স্টাইল" এ আমাদের সামনে উপস্থাপন করবেন- এই প্রত্যাশাই রইল ।
Sign into Goodreads to see if any of your friends have read
মিনিমালিস্ট.
Sign In »
Reading Progress
February 19, 2016
– Shelved
February 23, 2016
–
Started Reading
March 2, 2016
–
Finished Reading