The Wayback Machine - https://web.archive.org/web/20180730113614/https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/i-dont-matthew-samuel-claims-saugata-ray/articleshow/60406828.cms

​চেনেনই না ম্যাথুকে, জেরা শেষে দাবি সাংসদ সৌগতর

'i don't matthew samuel', claims saugata ray
সৌগত রায়
এই সময়: তিনি ম্যাথু স্যামুয়েলকে চেনেন না৷ নারদ তদন্তে সিবিআইয়ের আধিকারিকদের কাছে হাজিরা দেওয়ার পর এমনই দাবি করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়৷ নারদ তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে দু’বার নোটিস পাঠিয়েছিল সিবিআই৷

দু’বারই পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য কিছু সময় চেয়েছিলেন সৌগত৷ তৃতীয় বার নোটিস পেয়ে বুধবার তিনি তদন্তকারীদের কাছে হাজিরা দেন৷ সকাল সওয়া ১০টা নাগাদ তিনি নিজাম প্যালেসে ঢোকেন৷ বেশ কয়েক ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ পর্ব৷ জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসার পর তাঁকে প্রশ্ন করা হয়, তিনি ম্যাথু স্যামুয়েলকে চেনেন কি না৷ আগে কখনও ম্যাথুকে দেখেছেন কি না? জবাবে সৌগত বলেন, ‘না৷ চিনি না৷’ তা হলে নারদের প্রকাশ্যে আসা ফুটেজে যে দেখা গিয়েছে কিছু প্রতিশ্রুতির বিনিময়ে তিনি টাকা নিচ্ছেন তাঁর কাছ থেকে!

সৌগতর জবাব, ‘সে নিয়ে আমি বলতে পারব না৷ কারণ, সেটা তদন্তের সঙ্গে যুক্ত৷ সে ব্যাপারে কথা বলা ঠিক হবে না৷ ম্যাথু স্যামুয়েলের বক্তব্য নিয়ে কোনও জবাব দিতে পারব না৷’ আবার সরাসরি নারদের টাকা নেওয়ার অভিযোগ নিয়েও কিছু বলতে চাননি সৌগত৷ তিনি বলেন, ‘এটা তো অভিযোগ -দাবি করার জায়গা নয়৷ সে সব আদালতে হবে৷’ নারদের প্রকাশ্যে আসা ফুটেজ বিকৃত বলেও দাবি করেন সৌগত৷ নারদ তদন্তে আজ বৃহস্পতিবার আবার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে৷ খুব শিগগিরই দলের আর এক প্রভাবশালী মন্ত্রীকেও তলব করা হচ্ছে বলেও গোয়েন্দা সূত্রের খবর৷

নারদের যে ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেখানে তৃণমূল সাংসদ সৌগতকে নোটের বান্ডিল পাঞ্জাবির পকেটে পুরতে দেখা গিয়েছিল৷ সিবিআই সূত্রের খবর, এ দিন সেই ফুটেজ দেখিয়েই সাংসদকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা৷ তাঁর কাছে জানতে চাওয়া হয়, কার মাধ্যমে ম্যাথু সরাসরি তাঁর কাছে পৌঁছে গিয়েছিলেন? তাঁর কাছে কোনও সহযোগিতা ম্যাথু চেয়েছিলেন কি না৷ তিনি টাকা নিয়েছিলেন কি না? নিয়ে থাকলে সেই টাকা কোথায় গেল? ম্যাথু যে তাঁর কাছে আসবেন, সে ব্যাপারে অন্য কোনও নেতা বা প্রভাবশালী তাঁকে কিছু বলেছিলেন কি না? এ সবের জবাবে সাংসদের বয়ান খতিয়ে দেখে তাঁকে ফের তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রের খবর৷ সৌগত জানান, সিবিআই ডাকায় তিনি হাজির হয়েছেন৷ প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন৷ ফের ডাকা হলেও আসবেন৷ তদন্তকারীদের সব রকম সহযোগিতা করবেন৷


দলের আর এক সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর পর সিবিআইয়ের বিরুদ্ধে মানসিক চাপ তৈরির অভিযোগ তুলেছিলেন স্বয়ং তৃণমূল নেত্রী৷ এ দিন সৌগত বলেন, ‘সেটা আমাদের দলনেত্রী যা ঠিক মনে করেছেন, বলেছেন৷ সিবিআই তাদের কাজ করছে৷ তারা কেন্দ্রীয় সরকারের অংশ৷ তাই তারা কী ভাবে কাজ করবে, তা বলাই বাহুল্য৷’ এর পরই তাঁর সংযোজন , ‘সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীন তদন্তকারী সংস্থা৷ হাইকোর্ট একটা মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছে৷ কিন্ত্ত সিবিআই যেহেতু কেন্দ্রীয় সরকারি সংস্থা , তাই তাদের কিছু সীমাবদ্ধতা আছে৷ সুপ্রিম কোর্ট এর আগে সিবিআইকে খাঁচাবন্দি তোতা বলেছে৷ এ সব মাথায় রেখেই আপনারা সিদ্ধান্ত নিন৷ আমি কোনও অভিযোগ করতে চাই না৷ আমি ব্যক্তিগত ভাবে টার্গেট বলেও মনে করি না৷ এটা সামগ্রিক ভাবে রাজনৈতিক খেলা বলে মনে হয়৷ ’সে নিয়ে আমি বলতে পারব না৷ কারণ , সেটা তদন্তের সঙ্গে যুক্ত৷

সে ব্যাপারে কথা বলা ঠিক হবে না৷ ম্যাথু স্যামুয়েলের বক্তব্য নিয়ে কোনও জবাব দিতে পারব না৷ এটা তো অভিযোগ -দাবি করার জায়গা নয়৷ সে সব আদালতে হবে৷
Web Title: i dont matthew samuel claims saugata ray

(Bengali News from Eisamay , TIL Network)

Get state news, latest bangla news headlines from all cities of Bengal. Stay updated with us to get latest West Bengal news
ধন্যবাদ

মন্তব্য করার জন্যে ধন্যবাদ

প্রতিক্রিয়া

কমেন্ট
শুধুমাত্র আপনার জন্য