The Wayback Machine - https://web.archive.org/web/20180730113527/https://eisamay.indiatimes.com/west-bengal-news/narada-case-fir-filed-against-12-top-tmc-leaders/articleshow/58232824.cms

এতে দোষ প্রমাণ হয়না, সাফ কথা মমতার

1
এই সময়: সিবিআইয়ের এফআইআরকে আমল দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার নবান্ন থেকে বেরোনোর সময় মমতা বলেন , ‘চিন্তা করার কোনও কারণ নেই৷ এটা রাজনীতির খেলা৷ এফআইআর করলেই কি সব প্রমাণ হয়ে গেল ? এতে দোষ প্রমাণিত হয় না৷ আমরা রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করব৷ ’ সিবিআই যে -ধারায় মামলা দায়ের করেছে , তাতে অভিযুক্ত হেভিওয়েট নেতাদের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

বিরোধী শিবির গ্রেপ্তারির দাবিতে সোচ্চার৷ মন্ত্রীদের বরখাস্ত করার দাবিও উঠেছে৷ ফরওয়ার্ড ব্লক এ দিন রাস্তায় নেমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছে৷ গত বিধানসভা ভোটের আগে নারদ ভিডিয়ো প্রকাশ্যে এলেও তৃণমূল নেতা ও মন্ত্রীরা ৫০ -৮০ হাজার ভোটে জয়ী হয়েছেন বলে যুক্তি খাড়া করেছেন শুভেন্দু অধিকারী৷ তাঁর কথায় , ‘এটা প্রতিষ্ঠিত যে , নারদ কোনও দুর্নীতি নয়৷ ষড়যন্ত্র৷ আইনি লড়াই চলবে৷ আমরা এর আগেও অনেক লড়াই করেছি৷ ’ এ দিন নবান্নে যখন ক্যাবিনেট বৈঠক চলছিল , তখনই এফআইআর দায়ের করার খবর এসে পৌঁছয়৷ বৈঠক শেষে সুব্রত মুখোপাধ্যায় , শোভন চট্টোপাধ্যায় -সহ অভিযুক্ত একাধিক মন্ত্রী সংবাদমাধ্যমকে এড়িয়ে দ্রুত প্রস্থান করেন৷

শুভেন্দু মন্তব্য করলেও অন্য অভিযুক্তরা কোনও মন্তব্য করেননি৷ দলের উপরই আস্থা রেখেছেন সুলতান আহমেদ , ফিরহাদ হাকিম , কাকলি ঘোষদস্তিদার৷ পার্থ বলেছেন , ‘এটা সাদামাটা কোনও এফআইআর নয় , দলে এই বিষয়ে আলোচনা হবে৷ ’ যদিও ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন , ‘সিবিআই তদন্ত সঠিক পথেই এগোচ্ছে৷ এই মামলায় ন্যায়বিচার হবে৷ ’ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কথায় , ‘অভিযুক্তরা প্রভাবশালী৷ সুতরাং সিবিআইকে যথেষ্ট সময় নিয়ে সমস্ত প্রমাণ কোর্টে পেশ করতে হবে৷ কোর্ট কোনও পলিটিক্যাল গিমিকের জায়গা নয়৷ ’ তৃণমূল পরবর্তী রণকৌশল চুড়ান্ত করার আগেই বিরোধী শিবির ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে৷ নারদ কেলেঙ্কারি নিয়ে আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে সরব৷ তিনি বলেন , ‘মুখ্যমন্ত্রী সততার প্রমাণ দিতে চাইলে অবিলম্বে অভিযুক্ত মন্ত্রীদের বরখাস্ত করুন৷ আমরা ফের অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তায় নামব৷ ’

অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে নরেন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ফরওয়ার্ড ব্লক লালবাজার অভিযান করে৷ বউবাজার স্ট্রিটে ফিয়ার্স লেনের কাছে পুলিশ এই মিছিল আটকে দিলে প্রবল ধস্তাধস্তি শুরু হয়৷ ফরওয়ার্ড ব্লক সমর্থকরা পরপর ব্যারিকেড ভেঙে দেয়৷ সিপিএম পলিটব্যুরো বৈঠক চলার মধ্যে এফআইআরের খবর গোপালন ভবনে পৌঁছয়৷ সূর্যকান্ত মিশ্র ট্যুইটে বলেছেন , ‘নারদ অভিযুক্তদের সবাইকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই৷ অবিলম্বে লোকসভার এথিক্স কমিটির তদন্ত হোক৷ ’
Web Title: narada case fir filed against 12 top tmc leaders

(Bengali News from Eisamay , TIL Network)

Get state news, latest bangla news headlines from all cities of Bengal. Stay updated with us to get latest West Bengal news
ধন্যবাদ

মন্তব্য করার জন্যে ধন্যবাদ

প্রতিক্রিয়া

কমেন্ট
শুধুমাত্র আপনার জন্য