বিশ্বজমিন
মাকে ধরিয়ে দিতে বাসায় পুলিশ ডাকলো শিশু
মানবজমিন ডেস্ক
(২ দিন আগে) ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার, ২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

মাকে ধরিয়ে দিতে বাসায় পুলিশ ডেকেছে এক শিশু। শিশুটির বয়স মাত্র চার বছর। কৌতুকপ্রবণ এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে। আইসক্রিম খেয়ে ফেলার অপরাধে মাকে কারাগারে পাঠাতে পুলিশ ডেকেছে ওই শিশু। মাকে শেষমেষ জেলে যেতে না হলেও আইসক্রিম খাওয়ার অধিকার ঠিকই অর্জন করেছে শিশুটি। এ খবর দিয়েছে নিউইয়র্ক পোস্ট। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জরুরি পরিষেবার ৯১১ নাম্বারে কল দেয়া হলে তা রিসিভ করেন এক নারী পুলিশ কর্মকর্তা। তিনি শুনতে পান একটি শিশু বলছে, আমার মা খুব খারাপ করেছে। পুলিশ কর্মকর্তা কিছুই বুঝে উঠতে না পেরে বাচ্চাটিকে কি হয়েছে সে ব্যাপারে তাকে খুলে বলতে বলে। পরে শিশুটি পুলিশকে তার মাকে এসে নিয়ে যেতে বলে। কিছু না বুঝলেও পুলিশ ঝটপট ওই শিশুর বাড়িতে হাজির হয়। বাড়িতে যেয়ে জানত��� পারে মা আইসক্রিম খেয়ে নেয়ায় বেশ অভিমান করে শিশুটি। রাগ ভাঙাতে মা কৌশল করে বলেন ৯১১ নম্বরে কল দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিতে। যেমন কথা তেমন কাজ। সত্যি সত্যিই পুলিশকে কল দেয় শিশুটি। পুলিশকে শিশুটির মা জানিয়েছে তাকে আটকানোর আগেই সে এই কাজ করে ফেলেছে। পরে শিশুটির সঙ্গে কথা বলে তার মন পরিবর্তনে সাহায্য করেন দুই নারী পুলিশ কর্মকর্তা। তারা একটি আইসক্রিম কিনে শিশুটিকে সারপ্রাইজও দিয়েছেন। আইসক্রিম পেয়ে মহাখুশি হয়ে পুলিশের সঙ্গে পোজ দিয়ে সে ছবি তুলেছে শিশুটি।