ঢাকা, ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্��, ১২ রমজান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ট্রাম্পের শুল্ক নীতিতে বিশ্ববাজারে মন্দা

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

mzamin

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্ধারিত শুল্ক নীতি কার্যকর হওয়ায় বিশ্ববাজারে মন্দাভাব দেখা দিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাত থেকে কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক নীতি কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার ট্রাম্প বলেছেন, পরিকল্পনা অনুযায়ী ওই তিন দেশের ওপর শুল্ক আরোপ করা হবে। তার ওই মন্তব্যের পর পরই উত্তর আমেরিকার বাণিজ্য যুদ্ধ আরও প্রবল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া আর্থিক বাজারকেও অস্থির করে তুলেছে ট্রাম্পের ওই ঘোষণা। সোমবার বিকেলে যুক্তরাষ্টসহ এশিয়া এবং অস্ট্রেলিয়ার শেয়ার দরে পতন হয়েছে। পাশাপাশি মেক্সিকান পেসো এবং কানাডিয়ান ডলারেরও পতন হয়েছে। 

মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানিযোগ্য পণ্যে ২৫ শতাংশ শুল্ক কার্যকর করা হয়েছে। সীমান্তে অবৈধ অভিবাসী এবং মাদক চোরাচালান রোধে উত্তর আমেরিকার ওই দেশ দুটির ওপর কঠোর শুল্ক নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ফেনটাইলের মতো ভয়াবহ মাদক পাচার রোধে ব্যর্থ হওয়ার অভিযোগে চীনের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক দিয়েছেন ট্রাম্প। সেটাও মঙ্গলবার রাত থেকে কার্যকর করা হয়েছে। ট্রাম্পের পূর্ব ঘোষিত এই শুল্ক নীতি বাস্তবায়ন হতে না হতেই বিশ্ববাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, ট্রাম্পের ওই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি সূচকে বড় রকমের পতন হয়েছে। দিনের শেষে ডাও জোন্স ইন্ড্রাস্ট্রিয়ালের পয়েন্ট কমেছে ১ দশমিক ৪৮ শতাংশ। এসএন্ডপি’র কমেছে ১ দশমিক ৭৬ শতাংশ। নাসডাক কম্পোজিটের কমেছে ২ দশমিক ৬৪ শতাংশ।

এছাড়া ম্যাগনিফিসেন্ট সেভেন মেগাক্যাপের একটি গেজ ৩ দশমিক ১ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এশিয়া এবং অস্ট্রেলিয়ার শেয়ার বাজারেও এর ধাক্কা লেগেছে। নেতিবাচক প্রভাব পড়েছে টোকিও, হংকং, সিডনি এবং ভারতের শেয়ার বাজারে। নিক্কেই বেঞ্চমার্কে কমেছে ২. ৪৩ শতাংশ। এর পাশাপাশি টোকিওর টপিক্স সূচকে কমেছে ১ দশমিক ৪৮ শতাংশ। মঙ্গলবার ভারতের শেয়ার বাজারেও এশিয়ার অন্যান্য সূকচের মতো অবনমন হয়েছে। এমএসসিআই এশিয়া এক্স-জাপানের কমেছে শূন্য দশমিক ৬ শতাংশ।  
বৈশ্বিক শেয়ার বাজারে এমন ধাক্কা লাগায় বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং একই সঙ্গে অতিরিক্ত শুল্ক আরোপের সম্ভাবনার কারণে ক্রমশ সতর্ক হয়ে উঠছেন তারা। বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে বাণিজ্য বিরোধ দিন দিন প্রবল হবে।  

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status