8b-bo” আমি যাহা অপহরণ করি নাই, তাহাও আমাকে ফিরাইয়া দিতে হইল । হে ঈশ্বর, তুমি আমার মুঢ়ত জ্ঞাত আছ ; আমার দোষ সকল তোমা হইতে গুপ্ত নয়। ৬ হে প্ৰভু, বাহিনীগণের সদাপ্রভু, তোমার অপেক্ষা কারিগণ আমার দ্বার লজ্জিত না হউক : হেইস্রায়েলের ঈশ্বর, তোমার অন্বেষণকারিগণ আমার দ্বারা অপমানিত না হউক । ৭ কেননা তোমারই নিমিত্তে আমি তিরস্কার সহ করিয়াছি, আমার মুখ লজ্জায় আচ্ছাদিত হইয়াছে। ৮ আমি হইয়াছি আমার ভ্রাতৃগণের কাছে বিদেশী, আমার সহোদরগণের কাছে বিজাতীয়। ৯ কারণ তোমার গৃহনিমিত্তক উদযোগ আমাকে গ্রাস করিয়াছে ; যাহার তোমাকে তিরস্কার করে, তাহদের তিরস্কার আমার উপরে পড়িয়াছে। ১• যখন আমি রোদন করিলাম, উপবাস দ্বারা প্রাণকে ক্লেশ দিলাম), তখন তাহ আমার দুর্নামের বিষয় হইল । ১১ যখন আমি চট পরিধান করিলাম, তখন তাহাদের কাছে প্রবাদের বিষয় হইলাম। ১২ যাহার। পুরদ্বারে বসে, তাহার। আমার বিষয়ে কথা বাৰ্ত্ত কহে ; আমি স্বরাপায়ীদের গীতস্বরূপ। ১৩ কিন্তু, হে সদাপ্রভু, আমি তোমারই নিকটে প্রসন্নতার সময়ে প্রার্থনা করিতেছি - হে ঈশ্বর, তোমার দয়ার বাহুল্যে, তোমার পরিত্রাণের সত্যে, আমাকে উত্তর দেও। ১৪ পঙ্ক হইতে আমাকে উদ্ধার কর, ডুবিয়া যাইতে দিওন; বিদ্বেষিগণ হইতে ও গভীর জল হইতে যেন উদ্ধার পাই । ১৫ জলের বস্তা আমার উপর ছাপিয়া না উঠুক, অগাধ জল আমাকে গ্রাস না করুক : আমার উপরে কুপ আপন মুখ বদ্ধ না করুক। ১৬ হে সদাপ্রভু, আমাকে উত্তর দেও, কেননা তোমার দয়া উত্তম ঃ তোমার কৃপার বাহুল্যানুসারে আমার প্রতি মুখ ফিরাও । ১৭ তোমার এই দাস হইতে মুখ আচ্ছাদন করিও না ; কারণ আমি সঙ্কটাপন্ন, ত্বরায় আমাকে উত্তর দেও। ১৮ নিকটে আসিয়া আমার প্রাণ মুক্ত কর : আমার শক্রগণহেতু আমাকে নিষ্কৃয় কর । ১৯ তুমি আমার দুর্নাম, আমার লজ্জ ও আমার অপমান জান ; আমার বিপক্ষেরা সকলে তোমার সম্মুখবর্তী। ২০ তিরস্কারে আমার মনোভঙ্গ হইয়াছে, আমি অবসন্ন হইলাম, আমি সহানুভুতির অপেক্ষা করিলাম, কিন্তু তাঁহা নাই ; গীতসংহিতা । [ సిమె ; & — 9. o ; ミッ雪 ૧૪ সান্থনকারীদের অপেক্ষা করিলাম, কিন্তু কাহাকেও পাইলাম না। ২১ আবার লোকে আমার খাদ্যের জন্ত বিষ দিল, আমার পিপাসাকালে অম্নরস পান করাইল । ২২ তাহদের মেজ তাহাদের সম্মুখে ফাদস্বরূপ হউক, শাত্তিকালে তাহীদের পাশস্বরূপ হউক । ২৩ তাহাদের ফলে তালতি । তুমি তাহদের কটিদেশ চির-কম্পযুক্ত কর। ২৪ তাহীদের উপরে তোমার ক্রোধ ঢালিয়া দেও, তোমার কোপাগ্নি তাহাদিগকে ধরুক । ২৫ তাহদের নিবাস শুষ্ঠ হউক, তাহাদের তাম্বুতে কেহ বাস ন করুক । ২৬ কেনন। তাহার। তাঁহাকেই তাড়ন করে, যাহাকে তুমি প্রহার করিয়াছ, তাহাঁদেরই ব্যথা বর্ণনা করে, যাহাদিগকে তুমি আঘাত করিয়াছ । ২৭ তাহীদের অপরাধের উপরে অপরাধ যোগ কর, তাহারা তোমার ধৰ্ম্মশীলতায় প্রবেশ না করুক । ২৮ জীবন-পুস্তক হইতে তাহাদের নাম লুপ্ত হউক, ধাৰ্ম্মিকগণের সহিত তাহদের অঙ্কপাত না হউক । ২৯ ক��ন্তু আমি দুঃখী ও ব্যথিত, হে ঈশ্বর, তোমার পরিত্রাণ আমাকে উন্নত করুক । ৩• আমি গীত দ্বারা ঈশ্বরের নাম প্রশংসিব, স্তব দ্বারা তাহার মহিমা স্বীকার করিব। ৩১ তাহাই সদাপ্রভুর দৃষ্টিতে তুষ্টিকর হইবে, গোর অপেক্ষ, শৃঙ্গ ও খুরযুক্ত বৃষ অপেক্ষ হইবে । ৩২ নম্রগণ তাহ দেখিয়া আনন্দ করিবে : ঈশ্বরাম্বেষিগণ । তোমাদের হৃদয় সঞ্জীবিত হউক । ৩৩ কেননা সদাপ্রভু দরিদ্রদের কথা শ্রবণ করেন, তিনি আপনার বন্দিগণকে তুচ্ছ করেন না। ৩৪ আকাশ ও পৃথিবী তাহার প্রশংসা করুক, সমুদ্র ও তন্মধ্যস্থ সৰ্ব্ব জঙ্গম প্রশংসা করুক। ৩e কেননা ঈশ্বর সিয়োনের পরিত্রাণ করিবেন, ও যিহুদার নগর সকল গাথিবেন : লোকে সেখানে বাস করিবে, ও অধিকার পাইবে। ৩৬ তাহার দাসদের বংশই তাহ ভোগ করিবে: "বালা তথায় বসতি রবে । O প্রধান বাদ্যকরের জন্য । ‘. দ্বায়ুদের । স্মরণার্থক। ১ হে ঈশ্বর, আমার উদ্ধারার্থে [ত্বর কর] : হে সদাপ্রভু, আমার সাহায্য করিতে ত্বরা কর। ২ যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা লজ্জিত ও হতাশ হউক : যাহারা আমার বিপদে প্রীত হয়, তাহার ফিরিয়া যাউক, অপমানিত হউক । 488
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৯৮
অবয়ব