বিষয়বস্তুতে চলুন

পথের সঞ্চয়

উইকিসংকলন থেকে

পথের সঞ্চয়

পথের সঞ্চয়

পথের সঞ্চয়

রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বভারতী গ্রন্থালয়

২ বঙ্কিম চট্টোপাধ্যায় স্ট্রীট। কলকাতা



প্রকাশ ভাদ্র ১৩৪৬
সংস্করণ ২৫ বৈশাখ ১৩৫৪
পুনর্‌মুদ্রণ ভাদ্র ১৩৬৩

গ্রন্থপরিচয়

‘পথের সঞ্চয়’ গ্রন্থের বর্তমান সংস্করণে, ১৯১২ সালে বিদেশযাত্রার প্রারম্ভে ও পথে এবং ইংলণ্ড ও আমেরিকায় পরিভ্রমণকালে রবীন্দ্রনাথ যে-সকল প্রবন্ধ রচনা করিয়াছিলেন সেগুলি মুদ্রিত হইল। এই রচনাগুলি সমস্তই বাংলা ১৩১৯ সালের ভারতী, প্রবাসী ও তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হইয়াছিল, পরপৃষ্ঠায় তাহার তালিকা মুদ্রিত হইল।

 এই গ্রন্থের প্রথম মুদ্রণে, প্রবাসকালে লিখিত প্রবন্ধ ও চিঠিপত্র হইতে কয়েকটি নির্বাচিত রচনা ‘পরিবর্তিত আকারে’ প্রকাশিত হইয়াছিল। বর্তমান সংস্করণে নূতন প্রবন্ধ যোগ করা হইয়াছে বলিয়া, সমস্ত রচনাই মূলপাঠ অনুসারে মুদ্রিত হইল। যে-সকল রচনা ইতিপূর্বে কোনো গ্রন্থে মুদ্রিত হয় নাই তালিকাতে সেগুলি নির্দেশ করা হইয়াছে। শিক্ষাবিধি’ এবং ‘লক্ষ্য ও শিক্ষা’ ইতিপূর্বে ‘শিক্ষা’ গ্রন্থের প্রথম খণ্ডে (১৩৫১) মুদ্রিত হইয়াছে; অন্যগুলি ‘পথের সঞ্চয়’ প্রথম সংস্করণে প্রকাশিত হইয়াছিল।

 যে-কয়টি চিঠি প্রথম সংস্করণের পরিশিষ্টে মুদ্রিত হইয়াছিল সেগুলি বর্তমান সংস্করণ হইতে বর্জিত হইয়াছে; রবীন্দ্রনাথের ‘চিঠিপত্র’ গ্রন্থমালায় যথাস্থানে প্রকাশিত হইবে। এই-জাতীয় অন্যান্য বহু বিলাতের চিঠি ইতিপূর্বেই ‘চিঠিপত্র’ চতুর্থ ও পঞ্চম খণ্ডের অন্তর্‌ভুক্ত হইয়াছে। ১৯১২ সালে কবির প্রবাসচিন্তার সমষ্টিরূপে পরিকল্পিত পথের সঞ্চয়ের এই দ্বিতীয় সংস্করণ হইতে, ১৯২০ সালে লিখিত ‘বিলাত-যাত্রীর পত্র’[] বর্জিত হইয়াছে; ইহাও ‘চিঠিপত্র’ গ্রন্থমালায় মুদ্রিত হইবে।

সূচীপত্র

২৭
 . . . . 
৩২
৩৯
 . . . . 
৫১
৫৮
৬১
৬৯
৭৮
 . . . . 
৮৮
 . . . . 
৯৩
১০১
১১৩
১২১
১৩১
 . . . . 
১৪৪
 . . . . 
১৫৬
১৬৫
১৭২
১৭৭
১৮৬
১৯৭

প্রবন্ধ ১৩১৯ পত্রিকা
যাত্রার পূর্বপত্র আষাঢ় তত্ত্ববোধিনী
বোম্বাই শহর আষাঢ় তত্ত্ববোধিনী
জলস্থল শ্রাবণ প্রবাসী
সমুদ্রপাড়ি শ্রাবণ তত্ত্ববোধিনী
যাত্রা শ্রাবণ তত্ত্ববোধিনী
আনন্দরূপ[] শ্রাবণ তত্ত্ববোধিনী
দুই ইচ্ছা[] শ্রাবণ প্রবাসী
অন্তর বাহির শ্রাবণ ভারতী
খেলা ও কাজ[] ভাদ্র তত্ত্ববোধিনী
লণ্ডনে ভাদ্র প্রবাসী
বন্ধু কার্তিক ভারতী
কবি য়েট্‌স্ কার্তিক প্রবাসী
স্টপ্‌ফোর্ড্ ব্রুক[] কার্তিক প্রবাসী
ইংলণ্ডের ভাবুকসমাজ কার্তিক তত্ত্ববোধিনী
ইংলণ্ডের পল্লীগ্রাম ও পাদ্রি পৌষ তত্ত্ববোধিনী
সংগীত অগ্রহায়ণ ভারতী
সমাজভেদ[] আশ্বিন তত্ত্ববোধিনী
সীমার সার্থকতা[] আশ্বিন তত্ত্ববোধিনী
সীমা ও অসীমতা[] কার্তিক তত্ত্ববোধিনী
শিক্ষাবিধি[] আশ্বিন প্রবাসী
লক্ষ্য ও শিক্ষা[] অগ্রহায়ণ তত্ত্ববোধিনী
আমেরিকার চিঠি[] ফাল্গুন তত্ত্ববোধিনী

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।

  1. পথের সঞ্চয় গ্রন্থের প্রথম সংস্করণে ‘বিচিত্র’ নামে মুদ্রিত।
  2. ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ ২.৫ ২.৬ ইতিপূর্বে কোনো গ্রন্থে সংকলিত হয় নাই।
  3. ‘বিলাতের চিঠি’ এই নামে প্রবাসীতে মুদ্রিত।
  4. ৪.০ ৪.১ শিক্ষা: প্রথম খণ্ড(১৩৫১)