আমি টাকডুম টাকডুম বাজাই
শচীন দেববর্মণ গীত
(পৃ. ১)
টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
আমি টাকডুম টাকডুম বাজাই
সব ভুলে যাই
সব ভুলে যাই
তাও ভুলি না বাংলা মায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
বাংলা জনম দিলা আমারে
বাংলা জনম দিলা আমারে
তোমার পরান আমার পরান
এক নাড়িতেই বাঁধা রে
বাংলা জনম দিলা আমারে
মা-পুতের এ বাঁধন ছেঁড়ার সাধ্য কারো নাই
সব ভুলে যাই
তাও ভুলি না বাংলা মায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
আমি টাকডুম টাকডুম বাজাই
মা তোমার মাটির সুরে সুরেতে
মা তোমার মাটির সুরে সুরেতে
আমার জীবন জুড়াইলা
মাগো
আমার জীবন জুড়াইলা বাউল ভাটিয়ালিতে
মা তোমার মাটির সুরে সুরেতে
পরান খুইলা মেঘনা তিতাস পদ্মারই গান গাই
সব ভুলে যাই
তাও ভুলি না বাংলা মায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
আমি টাকডুম টাকডুম বাজাই
বাজে ঢোল নরম গরম তালেতে
বাজে ঢোল নরম গরম তালেতে
বিসর্জনের ব্যথা ভোলায়
আগমনীর খুশীতে
বাজে ঢোল নরম গরম তালেতে
বাংলাদেশের ঢোলের বোলে ছন্দ পতন নাই
সব ভুলে যাই
তাও ভুলি না বাংলা মায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
আমি টাকডুম টাকডুম বাজাই
সব ভুলে যাই
সব ভুলে যাই
তাও ভুলি না বাংলা মায়ের কোল
বাংলা মায়ের কোল
বাংলা মায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
আমি টাকডুম টাকডুম বাজাই
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২৭ নং ধারা অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধ্বনিরেকর্ডের প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল ধ্বনি রেকর্ডিং পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।