যুক্তরাজ্য
গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্য United Kingdom of Great Britain and Northern Ireland | |
---|---|
পতাকা | |
রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি | লন্ডন ৫১°৩০′ উত্তর ০°৭′ পশ্চিম / ৫১.৫০০° উত্তর ০.১১৭° পশ্চিম |
সরকারি ও জাতীয় ভাষা | |
আঞ্চলিক ও সংখ্যালঘু ভাষা[খ] | |
নৃগোষ্ঠী (২০১১) | |
জাতীয়তাসূচক বিশেষণ | |
সদস্য দেশ | |
সরকার | এককেন্দ্রিক সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র |
• রাজা | তৃতীয় চার্লস |
কিয়ার স্টারমার | |
আইন-সভা | সংসদ |
• উচ্চকক্ষ | হাউস অফ লর্ডস |
হাউস অফ কমন্স | |
প্রতিষ্ঠা | |
১৫৩৫ ও ১৫৪২ | |
২৪ মার্চ ১৬০৩ | |
২২ জুলাই ১৭০৬ | |
১ মে ১৭০৭ | |
১ জানুয়ারি ১৮০১ | |
৫ ডিসেম্বর ১৯২২ | |
আয়তন | |
• মোট | ২,৪৩,৬১০ কিমি২ (৯৪,০৬০ মা২)[৪][৫][৬] (৭৮তম) |
• পানি (%) | ১.৫১ (২০১৫)[৭] |
জনসংখ্যা | |
• ২০২২ আনুমানিক | ৬,৬৯,৭১,৩৯৫[৮] (২২তম) |
• ২০১১ আদমশুমারি | ৬,৩১,৮২,১৭৮[৯] (২২তম) |
• ঘনত্ব | ২৭০.৭/কিমি২ (৭০১.১/বর্গমাইল) (৫০ তম) |
জিডিপি (পিপিপি) | ২০২৩ আনুমানিক |
• মোট | $৩.৮৭২ ট্রিলিয়ন[১০] (৯ম) |
• মাথাপিছু | $৫৬,৮৩৬[১০] (৩০তম) |
জিডিপি (মনোনীত) | ২০২৩ আনুমানিক |
• মোট | $৩.৩৩২ ট্রিলিয়ন[১০] (৬ষ্ঠ) |
• মাথাপিছু | $৪৮,৯১৩[১০] (২৩তম) |
জিনি (২০২০) | ৩৫.৫[১১] মাধ্যম |
মানব উন্নয়ন সূচক (২০২১) | ০.৯২৯[১২] অতি উচ্চ · ১৮তম |
মুদ্রা | পাউন্ড স্টার্লিং[ঘ] (GBP) |
সময় অঞ্চল | ইউটিসি+০ (গ্রিনিচ মান সময়, পশ্চিম ইউরোপীয় সময়) |
• গ্রীষ্মকালীন (ডিএসটি) | ��উটিসি+১ (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময়, পশ্চিম ইউরোপীয় গ্রীষ্মকালীন সময়) |
তারিখ বিন্যাস |
|
গাড়ী চালনার দিক | left[ঙ] |
কলিং কোড | +৪৪[চ] |
ইন্টারনেট টিএলডি | .ইউকে[ছ] |
গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্য (ইংরেজি: United Kingdom of Great Britain and Northern Ireland), যা সাধারণত যুক্তরাজ্য (ইংরেজি: United Kingdom, প্রতিবর্ণীকৃত: য়ুনাইটেড্ কিংড্যম্, সংক্ষেপে UK) বা ব্রিটেন (ইংরেজি: Britain, প্রতিবর্ণীকৃত: ব্রিট্যন্) নামে পরিচিত, ইউরোপের মূল ভূখণ্ডের উত্তরপশ্চিম উপকূলের সন্নিকটে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র।[১৩] এটি ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত।[জ][১৪] গ্রেট ব্রিটেন দ্বীপ, আয়ারল্যান্ড দ্বীপের উত্তরপূর্বাংশ এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের বেশিরভাগ ছোট দ্বীপ এই দেশের অন্তর্গত।[১৫] উত্তর আয়ারল্যান্ড ও প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের মধ্যে এক স্থলসীমা রয়েছে; এছাড়া যুক্তরাজ্য আটলান্টিক মহাসাগর, উত্তর সাগর, ইংলিশ চ্যানেল, কেল্টিক সাগর ও আইরিশ সাগর দ্বারা আবদ্ধ। যুক্তরাজ্যের মোট আয়তন ২,৪৩,৬১০ বর্গকিলোমিটার (৯৪,০৬০ মা২),[৫][৬] এবং ২০২২ সালে এর জনসংখ্যা প্রায় ৬ কোটি ৭০ লাখ।
কয়েকশো বছর ধরে জমি অধিগ্রহণ এবং বিভিন্ন সদস্য দেশের একত্রীকরণ ও বিচ্ছেদের মাধ্যমে যুক্তরাজ্য বিবর্তিত হয়েছে। ১৭০৭ সালে ইংল্যান্ড ও স্কটল্যান্ড রাজ্য এক চুক্তির মাধ্যমে গ্রেট ব্রিটেন রাজ্য গঠন করেছিল। ১৮০১ সালে এটি আয়ারল্যান্ড রাজ্যের সাথে একত্রিত হয়ে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড যুক্তরাজ্য গঠন করেছিল। ১৯২২ সালে আয়ারল্যান্ডের বেশিরভাগ অংশ যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যার ফলে বর্তমান গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্য পরে রইল এবং ১৯২৭ সালে সরকারিভাবে এই নামটি গৃহীত হয়েছিল। নিকটবর্তী আইল অব ম্যান ও চ্যানেল দ্বীপপুঞ্জ যুক্তরাজ্যের অংশ নয়, কিন্তু যুক্তরাজ্য সরকার এদের প্রতিরক্ষা ও আন্তর্জাতিক প্রতিনিধিত্বের জন্য দায়বদ্ধ।[১৬]
যুক্তরাজ্য বিশ্বের প্রথম শিল্পায়িত দেশ। ঊনবিংশ শতাব্দীর বেশিরভাগ সময় ও বিংশ শতাব্দীর শুরুর দিকে, বিশেষ করে "পাক্স ব্রিতানিকা"-র সময়পর্বে (১৮১৫–১৯১৪) এটি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ হিসাবে পরিচিত।[১৭][১৮] ১৯২০-এর দশকে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বের স্থলভাগ ও জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ জুড়ে বিস্তৃত ছিল, এবং এটি ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য। কিন্তু প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে জড়িত থাকার জন্য ব্রিটেনের অর্থনৈতিক ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল, এবং বিউপনিবেশায়ন নামক এক বৈশ্বিক আলোড়নের জন্য বেশিরভাগ ব্রিটিশ উপনিবেশ স্বাধীনতা অর্জন করেছিল।[১৯][২০][২১] অনেক প্রাক্তন ব্রিটিশ উপনিবেশের আইনি ও রাজনৈতিক ব্যবস্থায় ব্রিটিশ প্রভাব চোখে পড়ার মতো, এবং যুক্তরাজ্যের সংস্কৃতি এখনও বৈশ্বিক স্তরে প্রভাব বিস্তার করছে, বিশেষ করে ভাষা, সাহিত্য, সঙ্গীত ক ক্রীড়া। ইংরেজি ভাষা বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত ভাষা এবং তৃতীয় সবচেয়ে বেশি প্রচলিত মাতৃভাষা।[২২]
যুক্তরাজ্য একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র।[ঝ][২৪] যুক্তরাজ্যের রাজধানী ও সবচেয়ে বড় শহর হচ্ছে লন্ডন, যা ইংল্যান্ডেরও রাজধানী। এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্ট যথাক্রমে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের রাজধানী। যুক্তরাজ্যের অন্যান্য প্রধান শহর হচ্ছে বার্মিংহাম, ম্যানচেস্টার, গ্লাসগো ও লিডস।[২৫] যুক্তরাজ্য তিনটি পৃথক আইনি এক্তিয়ার নিয়ে গঠিত: ইংল্যান্ড ও ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড। এর কারণ হচ্ছে যে যুক্তরাজ্যের সদস্য হওয়ার পরেও এই তিন এলাকা তাদের নিজস্ব আইন ব্যবস্থা বজায় রেখেছে।[২৬] ১৯৯৮ সাল থেকে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড তাদের নিজস্ব সরকার ও আইনসভা লাভ করেছে।[২৭]
মনোনীত স্থূল অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) অনুযায়ী যুক্তরাজ্য বিশ্বের ষষ্ঠ সবচেয়ে বড় অর্থনীতি এবং ক্রয়ক্ষমতা সমতা (পিপিপি) অনুযায়ী বিশ্বের নবম সবচেয়ে বড় অর্থনীতি। এটি এক নিউক্লীয় রাষ্ট্র হিসাবে পরিচিত এবং সামরিক ব্যয়ে সে চতুর্থ স্থান লাভ করেছে।[২৮][২৯] ১৯৪৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম বৈঠকের সময় থেকে যুক্তরাজ্য এর স্থায়ী সদস্য। এছাড়া এটি কমনওয়েলথ অব নেশনস, কাউন্সিল অব ইউরোপ, জি-৭, ন্যাটো, ফাইভ আইস ইত্যাদি আন্তর্জাতিক সংগঠনের সদস্য। ১৯৭৩ থেকে ২০২০ সাল পর্যন্ত যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য ছিল, কিন্তু পরে সে ইইউ ত্যাগ করেছিল এবং এই ঘটনাটি ব্রেক্সিট হিসাবে পরিচিত।
ব্যুৎপত্তি ও পরিভাষা
[সম্পাদনা]৪৩ খ্রিস্টাব্দের সময় "ব্রিটেন" (লাতিন: Britannia, ব্রিতানিআ) বলতে এক রোমান প্রদেশকে বোঝাত এবং বর্তমান ইংল্যান্ড ও ওয়েলস এর অন্তর্গত ছিল। "গ্রেট ব্রিটেন" বলতে সমগ্র দ্বীপকে বোঝাত, যার মধ্যে ফোর্থ নদীর উত্তরের অঞ্চল অন্তর্গত, যা রোমানদের কাছে "কালেদোনিয়া" (লাতিন: Caledonia; বর্তমান স্কটল্যান্ড) নামে পরিচিত। অর্থাৎ, "গ্রেট ব্রিটেন" হচ্ছে "বৃহত্তর" ব্রিটেন।[৩০]
আবার, মধ্যযুগে "ব্রিটেন" বলতে ফ্রান্সের এক ছোট উপদ্বীপকেও বোঝাতে লাগল, যা বর্তমানে ব্রিটানি নামে পরিচিত। এর ফলে ইউরোপের মূল ভূখণ্ডের সন্নিকটে অবস্থিত দ্বীপটিকে বোঝানোর জন্য "গ্রেট ব্রিটেন" এবং ফ্রান্সের উপদ্বীপটিকে বোঝানোর জন্য "লিটল ব্রিটেন" ব্যবহার করা হতো।[৩১] তবে ১৭০৭ সাল পর্যন্ত "গ্রেট ব্রিটেন" নামটির কোনো সরকারি গুরুত্ব ছিল না।[৩২]
১৭০৭ সালে ইংল্যান্ড ও স্কটল্যান্ড রাজ্য একত্রিত হয়ে গ্রেট ব্রিটেন রাজ্য গঠন করেছিল।[৩৩] এই রাজ্যকে অনেকসময় "যুক্তরাজ্য" বলে অভিহিত করা হলেও ১৭০৭ থেকে ১৮০০ সাল পর্যন্ত এর সরকারি নাম কেবল "গ্রেট ব্রিটেন" ছিল।[৩৪] ১৮০১ সালে ইউনিয়নের আইনসমূহ ১৮০০ গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড রাজ্যদুটোকে ঐক্যবদ্ধ ক'রে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড যুক্তরাজ্য গঠন করেছিল। আয়ারল্যান্ডের বিভাজন ও ১৯২২ সালে আইরিশ মুক্ত রাষ্ট্রের প্রতিষ্ঠার ফলে যুক্তরাজ্যের কাছে আয়ারল্যান্ড দ্বীপের কেবল উত্তর আয়ারল্যান্ড অংশটি পড়ে রইল, এবং ১৯২৭ সালে যুক্তরাজ্যের সরকারি নাম "গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্য" রাখা হয়েছিল।[৩৫]
যুক্তরাজ্য একক সার্বভৌম রাষ্ট্র হলেও ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড পৃথকভাবে "দেশ" হিসাবে বহুল পরিচিত।[৩৬] যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ওয়েবসাইট যুক্তরাজ্যকে "দেশের মধ্যে দেশ" (countries within a country) বলে বর্ণনা করেছে।[১৪] উত্তর আয়ারল্যান্ড অনেকসময় "প্রদেশ" (province) হিসাবেও পরিচিত।[৩৭]
"গ্রেট ব্রিটেন" বলতে সাধারণত গ্রেট ব্রিটেন দ্বীপকে কিংবা ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সমষ্টিকে বোঝায়,[৩৮] যদিও এটি অনেকসময় সমগ্র যুক্তরাজ্যকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে।[৩৯] এছাড়া যুক্তরাজ্যের বাইরের লোকেরা সমগ্র রাষ্ট্রকে "ইংল্যান্ড" বলেও অভিহিত করেছেন।[৪০]
যুক্তরাজ্য সম্পর্কিত বিষয়াদি বোঝানোর জন্য "ব্রিটিশ" বিশেষণটি ব্যবহার করা হয়, এবং আইনে যুক্তরাজ্যের নাগরিকত্ব ও জাতীয়তা সম্পর্কিত বিষয়াদি বোঝানোর জন্���ও এই বিশেষণটি ব্যবহৃত হয়েছে।[৪১] যুক্তরাজ্যের ব্যক্তিগণ নিজেদের ব্রিটিশ, ইংরেজ, স্কটিশ, ওয়েলশ, আইরিশ বা উত্তর আইরিশ বলে পরিচয় দেন।[৪২] আবার, সেখানকার কিছু ব্যক্তির একাধিক জাতীয় পরিচয় থাকতে পারে।[৪৩] তবে যুক্তরাজ্যের কোনো নাগরিকের সরকারি আখ্যা হচ্ছে "ব্রিটিশ নাগরিক"।[৪৪]
ইতিহাস
[সম্পাদনা]ইউনিয়নের চুক্তির আগে
[সম্পাদনা]ব্রিটেনের প্রাগৈতিহাসিক যুগের শেষে সেখানকার জনসংখ্যা মূলত দ্বীপীয় কেল্ট জাতির অন্তর্গত বলে বিশ্বাস করা হয়।[৪৫] ৪৩ খ্রিস্টাব্দে ব্রিটেনে রোমানদের আক্রমণ শুরু হয়েছিল, যার ফলে দক্ষিণ ব্রিটেন ৪০০ বছর ধরে রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। পরবর্তীকালে জার্মানীয় অ্যাংলো-স্যাক্সন বসতি স্থাপনকারীদের আক্রমণের ফলে দ্বীপীয় কেল্ট জাতির ব্রিটনিক শাখা মূলত বর্তমান ওয়েলস, কর্নওয়াল ও হেন অগলেড (উত্তর ইংল্যান্ড ও দক্ষিণ স্কটল্যান্ডের অংশবিশেষ) পর্যন্ত সীমিত হয়ে গিয়েছিল। অ্যাংলো-স্যাক্সন বসতি স্থাপনের শেষের পর্বে হেন অগলেডেও ব্রিটনিক বসতি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।[৪৬] দশম শতাব্দীতে অ্যাংলো-স্যাক্সনদের বেশিরভাগ বসতি ঐক্যবদ্ধ হয়ে ইংল্যান্ড রাজ্য স্থাপন করেছিল।[৪৭] অন্যদিকে, উত্তরপশ্চিম ব্রিটেনের গ্যালিক ভাষাভাষীরা[৪৮] পিক্ট জাতির সাথে ঐক্যবদ্ধ হয়ে নবম শতাব্দীতে স্কটল্যান্ড রাজ্য স্থাপন করেছিল।[৪৯]
১০৬৬ খ্রিস্টাব্দে নর্মান জাতি উত্তর ফ্রান্স থেকে ইংল্যান্ডকে আক্রমণ করেছিল এবং ইংল্যান্ড জয়ের পর তারা ওয়েলসের এক বড় অংশ ও আয়ারল্যান্ডের বেশিরভাগ অংশ অর্জন করেছিল। এছাড়া স্কটল্যান্ডে বসতি স্থাপনের জন্য তাদের আমন্ত্রিত করা হয়েছিল, যার ফলে ব্রিটেন ও আয়ারল্যান্ডের প্রত্যেক রাজ্যে উত্তর ফ্রান্সের ধাঁচে সামন্ততন্ত্র ও নর্মান ফরাসি সংস্কৃতি চালু হয়েছিল।[৫০] এই অ্যাংলো-নর্মান শাসকবর্গ স্থানীয় সংস্কৃতিকে অনেকাংশ প্রভাবিত করলেও তাঁরা নিজেরাই ক্রমশ সেই স্থানীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গীভূত হয়ে গিয়েছিল।[৫১]
পরবর্তী ইংরেজ রাজারা ওয়েলসকে সম্পূর্ণভাবে ইংল্যান্ডের অধীনে এনেছিলেন এবং তাঁরা স্কটল্যান্ড দখলের ব্যর্থ চেষ্টা করেছিলেন। আবার, ইংরেজ শাসকেরা উত্তরাধিকারসূত্রে ফ্রান্সের এক বড় অঞ্চল লাভ করেছিলেন এবং তাঁরা ফরাসি মুকুটের দাবিদার ছিলেন। এছাড়া তাঁরা ফ্রান্সের বিভিন্ন যুদ্ধে ভীষণভাবে জড়িত ছিলেন, যেমন একশো বছরের যুদ্ধ। স্কটসের রাজারা সেই সময়ে ফরাসিদের সঙ্গে জোট ক'রে ছিলেন।[৫২]
১৬০৩ সালে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড রাজ্য একই শাসকের অধীনে এসেছিল, যখন স্কটসের রাজা ষষ্ঠ জেমস উত্তরাধিকারসূত্রে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজমুকুট লাভ করেছিলেন এবং তিনি তাঁর দরবারকে এডিনবরা থেকে লন্ডনে স্থানান্তর করেছিলেন। তবে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের পৃথক রাজনৈতিক সত্ত্বা এবং তাদের পৃথক রাজনৈতিক, আইনি ও ধার্মিক প্রতিষ্ঠান বজায় ছিল।[৫৩] সপ্তদশ শতাব্দীর মাঝে এই তিন রাজ্য একাধিক সম্পর্কিত যুদ্ধের সঙ্গে জড়িত ছিল (যেমন: ইংরেজ গৃহযুদ্ধ), যার ফলে রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড হয়েছিল এবং এই তিন রাজ্যে রাজতন্ত্রের সাময়িক অবসান ঘটেছিল। এর জায়গায় ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড জুড়ে এক সাময়িক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল।[৫৪]
যদিও পরে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল, ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লব এবং পরবর্তীকালে ইংল্যান্ডে অধিকার বিল, ১৬৮৯ ও স্কটল্যান্ডে অধিকারের দাবি আইন, ১৬৮৯ পাস হওয়ার ফলে এটা নিশ্চিত করা হয়েছিল যে বেশিরভাগ ইউরোপের মতো ব্রিটেন ও আয়ারল্যান্ডে চরম রাজতন্ত্র বিরাজ করবে না এবং কোনো স্বঘোষিত ক্যাথলিক যাজক সিংহাসন লাভ করবেন না। এর ফলে সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় ব্যবস্থার ভিত্তিতে ব্রিটিশ সংবিধানের বিকাশ হয়েছে।[৫৫] ১৬৬০ সালে রয়্যাল সোসাইটির প্রতিষ্ঠার ফলে বিজ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এই সময়কালীন, বিশেষ করে ইংল্যান্ডে, নৌক্ষমতার বিকাশ এবং আবিষ্কারের অভিযানের আকাঙ্ক্ষার ফলে মূলত উত্তর আমেরিকা মহাদেশে উপনিবেশ অর্জন ও স্থাপন করেছিল।[৫৬]
১৬০৬, ১৬৬৭ ও ১৬৮৯ সালে গ্রেট ব্রিটেনের দুই রাজ্যকে (ইংল্যান্ড ও স্কটল্যান্ড) ঐক্যবদ্ধ করার চেষ্টা ব্যর্থ হলেও ১৭০৫ সালের চেষ্টার ফলে ১৭০৬ সালে দুই রাজ্যের মধ্যে ইউনিয়নের চুক্তি স্বাক্ষর হয়েছিল।
গ্রেট ব্রিটেন রাজ্য
[সম্পাদনা]১ মে ১৭০৭-এ ইউনিয়নের আইন, ১৭০৭-এর ফলে গ্রেট ব্রিটেন রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল।[৫৭] অষ্টাদশ শতাব্দীতে রবার্ট ওয়ালপোলের অধীনে ক্যাবিনেট সরকার গড়ে উঠেছিল, যিনি কার্যত ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন (১৭২১–১৭৪২)। ধারাবাহিক জ্যাকবাইট অভ্যুত্থান সিংহাসন থেকে প্রোটেস্ট্যান্ট হাউস অব হানোভারকে অপসারণ ক'রে ক্যাথলিক হাউস অব স্টুয়ার্টকে পুনঃস্থাপন করতে চেয়েছিল। ১৭৪৬ সালে কালোডেন যুদ্ধে জ্যাকবাইটদের পরাজিত করা হয়েছিল এবং এরপর স্কটিশ ক্ল্যান প্রধানদের সামন্ততান্ত্রিক স্বাধীনতা হরণ ক'রে স্কটিশ হাইল্যান্ডবাসীদের জোরপূর্বক স্কটল্যান্ডের সাথে অঙ্গীভূত করেছিল। মার্কিন স্বাধীনতা যুদ্ধের ফলে উত্তর আমেরিকার ১৩টি ব্রিটিশ উপনিবেশ স্বাধীন হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গঠন করেছিল এবং ১৭৮৩ সালে ব্রিটেন এর স্বীকৃতি দিয়েছিল। এরপর ব্রিটিশ সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা এশিয়া মহাদেশ, বিশেষ করে ভারতের দিকে বাঁক নিয়েছিল।[৫৮]
গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড যুক্তরাজ্য
[সম্পাদনা]১৮০০ সালে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের সংসদ প্রত্যেক ইউনিয়নের আইন পাস করেছিল, যার ফলে ১ জানুয়ারি ১৮০১-এ এই দুই রাজ্য ঐক্যবদ্ধ হয়ে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড যুক্তরাজ্য গঠন করেছিল।[৫৯]
দুই বিশ্বযুদ্ধ ও আয়ারল্যান্ডের বিভাজন
[সম্পাদনা]ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধের সময় (১৯১৪–১৯১৮) মিত্রশক্তির সদস্য ছিল এবং ঐ যুদ্ধে মিত্রশক্তি কেন্দ্রীয় শক্তিকে পরাজিত করেছিল। ব্রিটিশ সাম্রাজ্য ও ইউরোপের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফরাসি, রুশ ও (১৯১৭ সালের পর) মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি[৬০] ব্রিটিশ সামরিক বাহিনী নিয়োগ করা হয়েছিল, বিশেষ করে পশ্চিম রণাঙ্গনে।[৬১] যুদ্ধের পর ব্রিটেন সম্মিলিত জাতিপুঞ্জের নির্বাহী পরিষদের স্থায়ী সদস্যলাভ করেছিল এবং সে বিভিন্ন প্রাক্তন জার্মান ও উসমানীয় উপনিবেশের কর্তৃত্বপ্রাপ্ত দায়িত্ব লাভ করেছিল। ডেভিড লয়েড জর্জের নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছেছিল এবং তখন বিশ্বের স্থলভাগের এক-পঞ্চমাংশ ও জনসংখ্যার এক-চতুর্থাংশ ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল।[৬২]
১৯২০-এর দশকের মাঝে বেশিরভাগ ব্রিটিশ জনসংখ্যা বিবিসির বেতার অনুষ্ঠান শুনত।[৬৩][৬৪] ১৯২৯ সালে পরীক্ষামূলক টেলিভিশন সম্প্রচার শুরু হয়েছিল এবং ১৯৩৬ সালে প্রথম পরিকল্পিত বিবিসি টেলিভিশন সার্ভিস চালু হয়েছিল।[৬৫] আইরিশ জাতীয়তাবাদের উত্থান এবং আইরিশ স্বায়ত্তশাসনের শর্তাবলী নিয়ে আয়ারল্যান্ডের মধ্যে বিবাদের ফলে ১৯২১ সালে দ্বীপটিকে দুই ভাগে ভাগ করা হয়েছিল।[৬৬] ১৯২২ সালে অধিরাজ্যের মর্যাদা লাভ করে আইরিশ মুক্ত রাষ্ট্র স্বাধীন হয়েছিল। উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের অংশ হিসাবে রয়ে গেল।[৬৭]
যুদ্ধ-পরবর্তী বিংশ শতাব্দী
[সম্পাদনা]ইউরোপীয় একত্রীকরণের দশকব্যাপী প্রক্রিয়া চলাকালীন যুক্তরাজ্য পশ্চিম ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ছিল এবং ১৯৫৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৬০ সালে যুক্তরাজ্য ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থার সাতটি প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে অন্যতম ছিল কিন্তু ১৯৭৩ সালে যুক্তরাজ্য এটি ত্যাগ করে ইউরোপীয় কমিউনিটিজের (ইসি) সদস্য হয়েছিল।[৬৯] ১৯৯২ সালে ইসি যখন ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পরিণত হয়েছিল, তখন যুক্তরাজ্য ইইউ-এর ১২টি প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রের অন্যতম ছিল।
একবিংশ শতাব্দী
[সম্পাদনা]২০১৬ সালে যুক্তরাজ্যের ৫১.৯% ভোটদাতা ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পক্ষে ভোটদান করেছিল।[৭০] ২০২০ সালে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করেছিল এবং এই ঘটনাটি ব্রেক্সিট হিসাবে পরিচিত।[৭১]
৮ সেপ্টেম্বর ২০২২-এ সবচেয়ে দীর্ঘজীবী ও সবচেয়ে বেশিক্ষণ ধরে রাজত্ব করা ব্রিটিশ শাসক রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে পরলোকগমন করেছিলেন।[৭২] রানির মৃত্যু পর তাঁর জ্যেষ্ঠ সন্তান তৃতীয় চার্লস ব্রিটিশ সিংহাসন লাভ করেছিলেন।[৭৩]
ভূগোল
[সম্পাদনা]যুক্তরাজ্যের মোট আয়তন প্রায ২,৪৩,৬১০ বর্গকিলোমিটার (৯৪,০৬০ বর্গমাইল)।[৫][৬][৭৪] এটি ব্রিটিশ দ্বীপপুঞ্জের প্রধান অংশ নিয়ে গঠিত[৭৫] এবং গ্রেট ব্রিটেন দ্বীপ, আয়ারল্যান্ড দ্বীপের উত্তরপূর্বাংশ বা ছয় ভাগের এক ভাগ ও অন্যান্য আরও ছোট দ্বীপ এর অন্তর্গত। এটি উত্তর আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগরের মাঝে অবস্থিত এবং এর দক্ষিণ উপকূল ফ্রান্সের উত্তর উপকূল থেকে ৩৫ কিমি (২২ মাইল) দূরে অবস্থিত এবং এই দুটি দেশ ইংলিশ চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন।[৭৬]
১৮৮৪ সালে ইন্টারন্যাশনাল মেরিডিয়ান কনফারেন্স লন্ডনের গ্রিনিচে অবস্থিত রয়্যাল অবজারভেটরিকে মূল মধ্যরেখার মান বিন্দু হিসাবে বেছে নিয়েছিল।[৭৭][৭৮]
যুক্তরাজ্য ৪৯° ও ৬১° উত্তর অক্ষাংশ এবং ৯° পশ্চিম ও ২° পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। উত্তর আয়ারল্যান্ড ও প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের মধ্যে ৩৬০ কিমি (২২৪ মাইল) দীর্ঘ স্থলসীমা রয়েছে।[৭৬] গ্রেট ব্রিটেনের তটরেখা ১৭,৮২০ কিমি (১১,০৭৩ মাইল) দীর্ঘ।[৭৯] এটি চ্যানেল টানেলের মাধ্যমে ইউরোপের মূল ভূখণ্ডের সাথে যুক্ত এবং ৫০ কিমি (৩১ মাইল) দীর্ঘ (পানি বা জলের নিচে ৩৮ কিমি (২৪ মাইল)) এই সুড়ঙ্গ বিশ্বের দীর্ঘতম আন্ডারওয়াটার সুড়ঙ্গ।[৮০]
জলবায়ু
[সম্পাদনা]যুক্তরাজ্যের বেশিরভাগ অংশ জুড়ে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে। সমগ্র বছর জুড়ে এর তাপমাত্রা সাধারণত শীতল এবং বৃষ্টিপাত প্রচুর হয়।[৭৬] ঋতুভেদে তাপমাত্রা পরিবর্তিত হয় এবং যুক্তরাজ্যের তাপমাত্রা কখনো ০ °সে (৩২ °ফা)-এর কম কিংবা ৩০ °সে (৮৬ °ফা)-এর বেশি হয়।[৮১]
রাজনীতি
[সম্পাদনা]যুক্তরাজ্য ওয়েস্টমিনস্টার পদ্ধতি দ্বারা চালিত একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র এবং এটি "গণতান্ত্রিক সংসদীয় রাজতন্ত্র" হিসাবেও পরিচিত।[৮২] এটি একটি কেন্দ্রীভূত এককেন্দ্রিক রাষ্ট্র,[৮৩][৮৪] যেখানে যুক্তরাজ্যের সংসদ সার্বভৌম।[৮৫] নির্বাচিত হাউস অফ কমন্স, মনোনীত হাউস অফ লর্ডস ও ব্রিটিশ রাজশক্তি নিয়ে যুক্তরাজ্যের সংসদ গঠিত। সংসদীয় সার্বভৌমত্বের ফলে যুক্তরাজ্যের সংবিধান বিধিবদ্ধ নয় এবং এটি মূলত আলাদা আলাদা লিখিত উৎস নিয়ে গঠিত। এই লিখিত উৎসের মধ্যে সংসদীয় অধিনিয়ম, বিচারপতি দ্বারা তৈরি করা কেস ল, আন্তর্জাতিক চুক্তি ও সাংবিধানিক প্রথা অন্তর্গত।[৮৬] অবশ্য সর্বোচ্চ আদালত যুক্তরাজ্যের সংবিধানের নেপথ্যে বিভিন্ন নীতির স্বীকৃতি দিয়েছেন, যেমন সংসদীয় সার্বভৌমত্ব, আইনের শাসন, গণতন্ত্র ও আন্তর্জাতিক আইন বজায় রাখা।[৮৭]
২০২৩ সালের হিসাব অনুযায়ী, তৃতীয় চার্লস যুক্তরাজ্য ও ১৪টি অন্যান্য স্বাধীন দেশের বর্তমান রাজা ও রাষ্ট্রপ্রধান। এই ১৫টি দেশ কমনওয়েলথ রাজত্ব হিসাবে পরিচিত।
প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের সরকারপ্রধান।[৮৮] ২০২৪ সালের হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, লেবার দলের সংসদ সদস্য ও নেতা।
উপবিভাগীয় সরকারসমূহ
[সম্পাদনা]দেশ | জনসংখ্যা | মোট আয়তন | রাজধানী | সংসদ | ফার্স্ট মিনিস্টার |
---|---|---|---|---|---|
ইংল্যান্ড | ৫,৬৪,৮৯,০০০ (২০২১) | ১,৩০,২৭৯ কিমি২ (৫০,৩০১ মা২) | লন্ডন | নেই | নেই |
স্কটল্যান্ড | ৫৪,৩৬,০০০ (২০২২) | ৭৭,৯৩৩ কিমি২ (৩০,০৯০.১ মা২) | এডিনবরা | স্কটিশ সংসদ | হামজা ইউসাফ |
ওয়েলস | ৩২,৬৭,৫০১ (২০২২) | ২০,৭৭৯ কিমি২ (৮,০২২.৮২ মা২) | কার্ডিফ | সেনেড | মার্ক ড্রেকফোর্ড |
উত্তর আয়ারল্যান্ড | ১৯,০৩,১০০ (২০২১) | ১৪,১৩০ কিমি২ (৫,৪৫৫.৬২ মা২) | বেলফাস্ট | উত্তর আয়ারল্যান্ড অ্যাসেম্বলি | ফাঁকা |
বৈদেশিক সম্পর্ক
[সম্পাদনা]দেশটির সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে। এই দেশের পাসপোর্টে ১১৯টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তি সূচকে ৪র্থ স্থানে রয়েছে।[৮৯]
নির্ভরশীল অঞ্চল
[সম্পাদনা]যুক্তরাজ্য, ১৪টি ব্রিটিশ সমুদ্রপার অঞ্চল[৯০] ও ব্রিটিশ রাজশক্তির তিন নির্ভরশীল অঞ্চল[৯১] মিলে "একক অফিভক্ত রাজ্য" গঠন করে।[৯২][৯৩] রাজ্যটির সমস্ত অংশ ব্রিটিশ রাজশক্তিের সার্বভৌমত্বের অধীন, কিন্তু এই নির্ভরশীল অঞ্চলগুলো যুক্তরাজ্যের অংশ নয়। যুক্তরাজ্যের এই অবস্থা কমনওয়েলথ রাজ্যের থেকে আলাদা, যেখানে পৃথক পৃথক রাজতন্ত্র থাকলেও রাজশাসক একই।[৯৩]
অর্থনীতি
[সম্পাদনা]যুক্তরাজ্যের অর্থনীতি একটি অত্যন্ত উন্নত সামাজিক বাজার[৯৪][৯৫] ও বাজারমুখী অর্থনীতি।[৯৬][৯৭] এটি নামমাত্র স্থূল অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) দ্বারা পরিমাপকৃত বিশ্বের পঞ্চম বৃহত্তম জাতীয় অর্থনীতি, ক্রয়ক্ষমতা সমতা (পিপিপি) অনুযায়ী নবম-বৃহত্তম এবং মাথাপিছু জিডিপি অনুযায়ী বিশ্বে ২০তম বৃহৎ, বিশ্বের জিডিপির ৩.৩% যুক্তরাজ্য প্রদান করে।[৯৮]
২০১২ সালে যুক্তরাজ্য বিশ্বের পঞ্চম বৃহত্তম রফতানিকারক এবং পঞ্চম বৃহত্তম পণ্য আমদানিকারক ছিল। এটি দ্বিতীয় বৃহত্তম অভ্যন্তরীণ প্রত্যক্ষ বিনিয়োগও[৯৯] এবং তৃতীয় বৃহত্তম বহিরাগত প্রত্যক্ষ বিনিয়োগের কেন্দ্র ছিল।[১০০] যুক্তরাজ্য অন্যতম বিশ্বব্যাপী অর্থনীতি[১০১] এবং এটি ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত।[ঞ] আমদানি ও রফতানির ৫২% এরও বেশি সহ ২০২০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের এক উল্লেখযোগ্য বাণিজ্য অংশীদার হিসাবে রয়েছে ২৭ টি সদস্য রাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন।
পরিষেবা খাত প্রায় ৮০% অবদান রাখে জিডিপিতে আধিপত্য বিস্তার করেছে;[১০২] আর্থিক পরিষেবা শিল্প বিশেষত গুরুত্বপূর্ণ এবং লন্ডন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর্থিক কেন্দ্র।[১০৩] এডিনবার্গ ২০২০ সালে আর্থিক পরিষেবা শিল্পের জন্য বিশ্বে ১৭তম এবং ইউরোপে ৬ষ্ঠ স্থানে রয়েছে।[১০৪] ব্রিটেনের বায়বান্তরীক্ষ শিল্প হল দ্বিতীয় বৃহত্তম জাতীয় মহাকাশ শিল্প।[১০৫] এর ফার্মাসিউটিক্যাল শিল্প বিশ্বের দশম বৃহত্তম,[১০৬] যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের ৫০০ টি বৃহত্তম সংস্থার মধ্যে ২৬ টির সদর দফতর যুক্তরাজ্যে অবস্থিত।[১০৭] উত্তর সমুদ্রের তেল ও গ্যাস উৎপাদন অর্থনীতিকে উন্নতিসাধনে সাহায্য করে; ২০১৬ সালে অনুমান করা হয় ২.৮ বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে,[১০৮] যদিও এটি ২০০৫ সাল থেকে রাষ্ট্রটি তেলের নিট আমদানিকারক।[১০৯] সমৃদ্ধিতে উল্লেখযোগ্য আঞ্চলিক বৈচিত্র রয়েছে, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড এবং উত্তর পূর্ব স্কটল্যান্ড মাথাপিছু সবচেয়ে ধনী অঞ্চল। লন্ডনের অর্থনীতির আকার এটিকে মাথাপিছু জিডিপি অনুযায়ী ইউরোপের বৃহত্তম শহর পরিণত করেছে।[১১০]
১৮তম শতকে যুক্তরাজ্য শিল্পায়নের ক্ষেত্রে প্রথম দেশ[১১১][১১২][১১৩] এবং উনিশ শতকে বিশ্ব অর্থনীতিতে রাষ্ট্রটির প্রভাবশালী ভূমিকা ছিল,[১১৪] ১৮৮০ সালে বিশ্বের জিডিপিতে ৯.১% অবদান ছিল।[১১৫] মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মান সাম্রাজ্যেও দ্বিতীয় শিল্প বিপ্লব দ্রুত সংঘটিত হয়; এটি যুক্তরাজ্যের জন্য ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রতিযোগিতা উপস্থাপন করে। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াইয়ের ব্যয় যুক্তরাজ্যের আপেক্ষিক অবস্থানকে আরও দুর্বল করে দেয়। একবিংশ শতাব্দীতে যুক্তরাজ্য বিশ্বজুড়ে শক্তি ও প্রভাব প্রদর্শন করার ক্ষমতা ধরে রেখেছে।[১১৬][১১৭][১১৮][১১৯][১২০]
সরকারের সম্পৃক্ততা মূলত দ্য চ্যান্সেলর অধ্যাপক এবং ব্যবসায়, জ্বালানি ও শিল্প কৌশল বিভাগের নেতৃত্বে হার্জেস্টি ট্রেজারি দ্বারা ব্যবহৃত হয়। ১৯৭৯ সাল থেকে অর্থনীতির ব্যবস্থাপনা ব্যাপকভাবে লয়েসেজ-ফায়ার পদ্ধতির অনুসরণ করেছে।[৯৬][৯৭][১২১][১২২][১২৩][১২৪] যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ইংল্যান্ড অব ব্যাংক এবং ১৯৯৭ সাল থেকে এর মুদ্রা নীতি কমিটি সুদের হার নির্ধারণ, পরিমাণগত স্বাচ্ছন্দ্য এবং অগ্রগামী নির্দেশনার জন্য দায়বদ্ধ।
যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড স্টার্লিং, যা মার্কিন ডলার, ইউরো এবং জাপানি ইয়েনের পরে বিশ্বের চতুর্থ বৃহত্তম রিজার্ভ মুদ্রা এবং বিশ্বের ১০ টি সবচেয়ে মূল্যবান [স্পষ্টকরণ প্রয়োজন] মুদ্রার মধ্যে একটি।
যুক্তরাজ্য কমনওয়েলথ, জি-৭, জি-২০, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইউরোপের সুরক্ষা ও সহযোগিতা সংস্থা, ন্যাটো, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এবং জাতিসংঘের সদস্য।জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০১১ সালের জনশুমারি অনুযায়ী যুক্তরাজ্যের মোট জনসংখ্যা ৬,৩১,৮১,৭৭৫।[১২৫] জনসংখ্যা অনুযায়ী এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র (রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের পরেই), কমনওয়েলথের পঞ্চম বৃহত্তম রাষ্ট্র এবং বিশ্বের দ্বাবিংশ বৃহত্তম রাষ্ট্র। ২০১৪ সালের মাঝে ও ২০১৫ সালের মাঝে দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক অভিপ্রয়াণ জনসংখ্যা বৃদ্ধিতে বেশি অবদান রেখেছিল। অন্যদিকে, ২০১২ সালের মাঝে ও ২০১৩ সালের মাঝে স্বাভাবিক পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধিতে বেশি অবদান রেখেছিল।[১২৬] ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় ০.৭%, যা দেশের গড় বার্ষিক হার।[১২৫] ২০১১ সালের জনশুমারি থেকে এটাও জানা যায় যে বিগত ১০০ বছরের মধ্যে ০–১৪ বছর বয়সীদের জনসংখ্যার অনুপাত ৩১% থেকে ১৮%-এ নেমে এসেছিল এবং ৬৫ ও তার বেশি বছর বয়সীদের জনসংখ্যা ৫% থেকে ১৬%-এ বেড়ে গিয়েছিল।[১২৫] ২০২৪ সালে যুক্তরাজ্যের মধ্যবর্তী বয়স ৪০.৮ বছর।[১২৭]
২০১১ সালে ইংল্যান্ডের জনসংখ্যা ৫.৩ কোটি, অর্থাৎ যুক্তরাজ্যের প্রায় ৮৪%।[১২৮] ২০১৫ সালের মাঝে এর জনঘনত্ব ৪২০ প্রতি বর্গকিলোমিটার[১২৬] এবং লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে জনঘনত্ব অনেক বেশি।[১২৯] ২০১১ সালে স্কটল্যান্ডের জনসংখ্যা ৫৩ লাখ,[১৩০] ওয়েলসের ৩০.৬ লাখ এবং উত্তর আয়ারল্যান্ডের ১৮.১ লাখ।[১২৮]
নৃতত্ত্ব
[সম্পাদনা]ঐতিহাসিকভাবে, স্বদেশীয় ব্রিটিশ জাতি দ্বাদশ শতাব্দীর আগে ব্রিটেনে বসতি স্থাপনকারী বিভিন্ন নৃগোষ্ঠী থেকে উদ্ভূত বলে মনে করা হয়, যেমন কেল্টিক, রোমান, অ্যাঙ্গলো-স্যাক্সন, নর্স ও নর্মান। ওয়েলশ জাতি খুব সম্ভবত যুক্তরাজ্যের প্রাচীনতম নৃগোষ্ঠী।[১৩১] লিভারপুলে ইংল্যান্ড তথা যুক্তরাজ্যের প্রাচীনতম কৃষ্ণাঙ্গ জনসংখ্যা রয়েছে এবং কমপক্ষে ১৭৩০-এর দশকে আফ্রিকান ক্রীতদাস বাণিজ্যের সময় থেকে এরা লিভারপুলে বসবাস করে। এই সময়কালে গ্রেট ব্রিটেনে আনুমানিক আফ্রো-ক্যারিবীয় জনসংখ্যা ১০ হাজার থেকে ১৫ হাজার[১৩২] এবং যুক্তরাজ্যে দাসপ্রথা অপ্রচলিত হওয়ার পর এই জনসংখ্যা কমে এসেছিল।[১৩৩] যুক্তরাজ্যে ইউরোপের প্রাচীনতম চীনা সম্প্রদায় বসবাস করে এবং ঊনবিংশ শতাব্দীতে চীনা নাবিকদের সময় থেকেই তারা সেখানে বসবাস করে।[১৩৪] ২০১১ সালে যুক্তরাজ্যের ৮৭.২% জনসংখ্যা নিজেদের শ্বেতাঙ্গ বলে পরিচয় দিয়েছিল, অর্থাৎ বাকি ১২.৮% জনসংখ্যা যুক্তরাজ্যের বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর অন্তর্গত বলে পরিচয় দেয়।[১৩৫]
নৃগোষ্ঠী | জনসংখ্যা (সংখ্যা) | জনসংখ্যা (শতাংশ) | |||
---|---|---|---|---|---|
২০০১ | ২০১১ | ২০০১[১৩৬] | ২০১১[১৩৫] | ||
শ্বেতাঙ্গ | ৫,৪১,৫৩,৮৯৮ | ৫,৫০,১০,৩৫৯ | ৯২.১% | ৮৭.১% | |
শ্বেতাঙ্গ: জিপসি, ভ্রমণকারী ও আইরিশ ভ্রমণকারী[ট] | – | ৬৩,১৯৩ | – | ০.১% | |
এশীয় ও এশীয় ব্রিটিশ | ভারতীয় | ১০,৫৩,৪১১ | ১৪,৫১,৮৬২ | ১.৮% | ২.৩% |
পাকিস্তানি | ৭,৪৭,২৮৫ | ১১,৭৪,৯৮৩ | ১.৩% | ১.৯% | |
বাংলাদেশী | ২,৮৩,০৬৩ | ৪,৫১,৫২৯ | ০.৫% | ০.৭% | |
চীনা | ২,৪৭,৪০৩ | ৪,৩৩,১৫০ | ০.৪% | ০.৭% | |
অন্যান্য এশীয় | ২,৪৭,৬৬৪ | ৮,৬১,৮১৫ | ০.৪% | ১.৪% | |
কৃষ্ণাঙ্গ, আফ্রিকান, ক্যারিবীয় ও কৃষ্ণাঙ্গ ব্রিটিশ[১৩৭][১৩৮] | ১১,৪৮,৭৩৮ | ১৯,০৪,৬৮৪ | ২.০% | ৩.০% | |
মিশ্র ও একাধিক নৃগোষ্ঠী | ৬,৭৭,১১৭ | ১২,৫০,২২৯ | ১.২% | ২.০% | |
অন্যান্য নৃগোষ্ঠী | ২,৩০,৬১৫ | ৫,৮০,৩৭৪ | ০.৪% | ০.৯% | |
মোট | ৫,৮৭,৮৯,১৯৪ | ৬,৩১,৮২,১৭৮ | ১০০.০% | ১০০.০% |
ভাষা
[সম্পাদনা]ইংরেজি যুক্তরাজ্যের সরকারি ও সবচেয়ে বেশি প্রচলিত ভাষা এবং এটি ইংল্যান্ড হতে উদ্ভূত।[১৩৯][১৪০] যুক্তরাজ্য তার ব্যক্তি ও বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মধ্যে সংযোগ ও বিশ্বাস স্থাপন করার জন্য বৈশ্বিক স্তরে সক্রিয়ভাবে ইংরেজি ভাষাকে প্রচার করে।[১৪১][১৪২] এক অনুমান অনুযায়ী যুক্তরাজ্যের ৯৫% জনসংখ্যা হচ্ছে একভাষিক ইংরেজিভাষী বক্তা[১৪৩] এবং ৫.৫% সাম্প্রতিক অভিবাসনের মাধ্যমে প্রচলিত ভাষায় কথা বলে।[১৪৩] যুক্তরাজ্যে প্রচলিত অভিবাসী ভাষার মধ্যে দক্ষিণ এশীয় ভাষার সংখ্যা সবচেয়ে বেশি, যার মধ্যে পাঞ্জাবি, উর্দু, বাংলা, সিলেটি, হিন্দি ও গুজরাতি উল্লেখযোগ্য।[১৪৪] ২০১১ সালের জনগণনা অনুযায়ী, পোলীয় ভাষা ইংল্যান্ডে দ্বিতীয় সবচেয়ে বেশি প্রচলিত ভাষা এবং ৫,৪৬,০০০ জন এই ভাষার বক্তা।[১৪৫] ২০১৯ সালে যুক্তরাজ্যের প্রতি দশ লাখ মানুষের মধ্যে তিন-চতুর্থাংশ ইংরেজিতে তেমন কথা বলত না।[১৪৬]
সংস্কৃতি
[সম্পাদনা]আধুনিক যুগের শিল্পকলাতেও ব্রিটেন সবসময়ই গুরুত্ব পেয়েছে। ব্রিটেনের লেখকদের রচিত নাটক, উপন্যাস, গল্প এবং সম্প্রতি চিত্রনাট্য বিশ্বব্যাপী আদৃত। চিত্রশিল্প ও সঙ্গীতের ক্ষেত্রে অন্যান্য ইউরোপীয় দেশগুলির তুলনায় পিছিয়ে থাকলেও সাহিত্য সৃষ্টিতে ব্রিটিশেরা সবাইকে ছাড়িয়ে গেছে। তবে বিংশ শতাব্দীতে ব্রিটেনেও গুরুত্বপূর্ণ শিল্পী ও সুরকারের দেখা মেলে, যাদের মধ্যে চিত্রশিল্পী ডেভিড হকনি এবং সুরকার স্যার এডওয়ার্ড এলগারের নাম করা যায়। তাই ব্রিটেনকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ সংস্কৃতির দেশ বলা হয়।
ক্রীড়া
[সম্পাদনা]অ্যাসোসিয়েশন ফুটবল, টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, রাগবি ইউনিয়ন, রাগবি লিগ, রাগবি সেভেনস, গল্ফ, বক্সিং, নেটবল, ওয়াটার পোলো, ফিল্ড হকি, ইংলিশ বিলিয়ার্ডস, ডার্ট, রোয়িং, রাউন্ডারস ও ক্রিকেট যুক্তরাজ্য থেকে উদ্ভূত হয়েছে কিংবা যুক্তরাজ্যে অনেকটা উন্নীত হয়েছে। ঊনবিংশ শতাব্দীর ভিক্টোরীয় যুগে অনেক আধুনিক ক্রীড়ার উদ্ভাবন ও নিয়মবিধি তৈরি করা হয়েছে।[১৪৭][১৪৮]
২০০৩ সালের একটি পোল অনুযায়ী ফুটবল যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া।[১৪৯] ফিফা ইংল্যান্ডকে ক্লাব ফুটবলের জন্মস্থান হিসাবে স্বীকৃতি দিয়েছে, এবং ১৮৬৩ সালে এবিনজার কব মর্লি প্রথম ফুটবলের নিয়মবিধি তৈরি করেছিলেন।[১৫০] প্রত্যেক হোম নেশনের (ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড) নিজস্ব ফুটবল সংঘ, জাতীয় দল ও লিগ ব্যবস্থা রয়েছে এবং ফিফার পাশাপাশি এরা পৃথকভাবে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসেসিয়েশন বোর্ডের অধিষ্ঠাতা সদস্য। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে বেশি দেখা ফুটবল লিগ।[১৫১] ৩০ নভেম্বর ১৮৭২-এ ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলা হয়েছিল।[১৫২] আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড সাধারণত আলাদা দেশ হিসাবেই অংশগ্রহণ করে।[১৫৩]
যুক্তরাজ্য ১৯০৮, ১৯৪৮ ও ২০১২ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজন করেছিল, এবং লন্ডন এই তিন অলিম্পিক খেলার আয়োজন দেশ ছিল। বার্মিংহাম ২০২২ কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল, এবং এটি সপ্তমবার যুক্তরাজ্যের কোনো সদস্য দেশ কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল (ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস প্রত্যেকে কমপক্ষে একবার কমনওয়েলথ গেমস আয়জন করেছে)।[১৫৪]
প্রতীক
[সম্পাদনা]ইউনিয়ন জ্যাক, যা "ইউনিয়ন ফ্ল্যাগ" নামেও পরিচিত, যুক্তরাজ্যের জাতীয় পতাকা।[১৫৫] ১৬০৬ সালে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের পতাকা মিলে একে তৈরি করা হয়েছিল এবং পরে ১৮০১ সালে সন্ত প্যাট্রিকের পতাকা এর সাথে মিলিত হয়েছিল। ইংল্যান্ডের পতাকা সন্ত জর্জ ও স্কটল্যান্ডের পতাকা সন্ত আন্দ্রিয়কে প্রকাশ করে।[১৫৬] ইউনিয়ন জ্যাকের ওয়েলসকে উপস্থাপন করা হয়নি, কারণ যুক্তরাজ্য গঠনের আগে ওয়েলস ইংল্যান্ডের অংশ ছিল। ওয়েলসকে উপস্থাপন করার জন্য ইউনিয়ন জ্যাকে পরিবর্তন আনার সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি।[১৫৭] যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত "গড সেভ দ্য কিং" এবং রাজশাসক মহিলা হলে গানে ব্যবহৃত "কিং" ও পুংলিঙ্গবাচক সর্বনামগুলোর জায়গায় যথাক্রমে "কুইন" ও স্ত্রীলিঙ্গবাচক সর্বনাম ব্যবহার করা হয়।
পরিবহন
[সম্পাদনা]যুক্তরাজ্যের প্রধান বিমানসংস্থা ব্রিটিশ এয়ারওয়েস৷ যুক্তরাজ্যের পরিবহন ব্যবস্থা উন্নতমানের সড়ক, বিমান, রেল ও নৌপথের নেটওয়ার্ক নিয়ে গঠিত। প্রধান সড়ক বা মেইন রোড ব্যবস্থাটি লন্ডন, এডিনবরা ও বেলফাস্ট শহরগুলিকে কেন্দ্রবিন্দু করে চারদিকে প্রসারিত হয়েছে। প্রধান সড়কগুলির মোট দৈর্ঘ্য ৪৬,৬৩২ কিলোমিটার। এর বাইরেও আছে একটি মোটরওয়ে বা মহাসড়ক নেটওয়ার্ক।
৩,৪৭৭ কিলোমিটার দীর্ঘ এই ব্যবস্থাটি বার্মিংহাম, গ্লাসগো, লিডস, লিভারপুল, ম্যানচেস্টার ও লন্ডন শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এছাড়াও আরও প্রায় ৩,৪২,০০০ কিলোমিটার পাকা রাস্তা রয়েছে যুক্তরাজ্যে।
যুক্তরাজ্যের জাতীয় রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য গ্রেট ব্রিটেন দ্বীপে ১৬,১১৬ রাউট কিলোমিটার এবং উত্তর আয়ারল্যান্ডে ৩০৩ রাউট কিলোমিটার। ব্যবস্থাটি প্রতিদিন ১৮ হাজার যাত্রী এবং ১০০টি মালবাহী ট্রেন পরিবহন করে। লন্ডন, গ্লাসগো, কার্ডিফ, এডিনবরা, বার্মিংহাম এবং আরও বেশ কিছু প্রধান শহরে পৌর রেল নেটওয়ার্ক অত্যন্ত উন্নত।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। যুক্তরাজ্যে মোট ৪৭১টি বিমানবন্দর আছে। যুক্তরাজ্যের আমদানিকৃত পণ্যের ৯৫% জলপথে দেশের অভ্যন্তরে প্রবেশ করে। গ্রেট ব্রিটেন দ্বীপের দক্ষিণ-পূর্ব প্রান্তে উত্তর সাগরের উপকূলে অবস্থিত সাফোক কাউন্টির ফিলিক্সস্টোয়ে বন্দর (Felixstowe) ইউরোপের চতুর্থ বৃহত্তম সমুদ্র বন্দর। টেমস নদীর তীরে এসেক্স কাউন্টিতে অবস্থিত টিলবারি বন্দর (Tilbury) এবং দক্ষিণ উপকূলের সাদ্যাম্পটন (Southampton) আরও দুইটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর।
আরও দেখুন
[সম্পাদনা]টীকা
[সম্পাদনা]- ↑ জাতীয় সঙ্গীতটির কোনো প্রমিত রূপ নেই এবং এর শব্দগুলো পরম্পরা অনুযায়ী; সাধারণত এর কেবল প্রথম চরণটাই গাওয়া হয়।[১] "গড সেভ দ্য কিং"-কে সরকারি সঙ্গীত হিসাবে চিহ্নিত করার জন্য কোনো বিধি প্রণয়ন করা হয়নি। ইংরেজ পরম্পরা অনুযায়ী এর কোনো দরকার নেই; জাতীয় সঙ্গীতের জন্য ঘোষণা ও ব্যবহারই যথেষ্ট। এছাড়া কিছু কমনওয়েলথ রাজ্যের রাজকীয় সঙ্গীত হিসাবে "গড সেভ দ্য কিং" ব্যবহার করা হয়। ব্রিটেনের শাসক মহিলা হলে এই সঙ্গীতে ব্যবহৃত "কিং", "হি", "হিম", "হিজ" শব্দগুলোকে "কুইন", "শি", "হার" দিয়ে প্রতিস্থাপন করা হয়।
- ↑ কাউন্সিল অব ইউরোপের ইউরোপিয়ান চার্টার ফর রিজিওনাল ওর মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস অধীনে স্কটস, আলস্টার-স্কটস, ওয়েলশ, কর্নিশ, স্কটিশ গ্যালিক ও আইরিশ ভাষাকে আঞ্চলিক বা সংখ্যালঘু ভাষা হিসাবে শ্রেণীভুক্ত করা হয়েছে।[২] These include defined obligations to promote those languages.[৩] আরও দেখুন: যুক্তরাজ্যের ভাষা।
- ↑ চলিত ভাষায় "ইংরেজ" বলতে "ব্রিটিশ"-ও বোঝাতে পারে, যেমন: "ইংরেজ সাম্রাজ্য"।
- ↑ কিছু সদস্য দেশ, ক্রাউনের সদস্য দেশ ও ব্রিটিশ ওভারসিজ অঞ্চল তাদের নিজস্ব স্টার্লিং ব্যাংকনোট বা অন্য রাষ্ট্রের মুদ্রা ব্যবহার করে। আরও দেখুন: ব্রিটিশ মুদ্রার তালিকা।
- ↑ জিব্রাল্টার ও ব্রিটিশ ভারতীয় মহাসাগরীয় অঞ্চল এই দুই ওভারসিজ অঞ্চল ব্যতীত।
- ↑ বেশিরভাগ ওভারসিজ অঞ্চল এটি ব্যবহার করে না।
- ↑ যুক্তরাজ্যের জন্য .জিবি ডোমেইনও সংরক্ষিত, কিন্তু এর ব্যবহার সীমিত।
- ↑ যুক্তরাজ্যকে অনেকসময় "দেশের মধ্যে দেশ" (countries within a country) বলে বর্ণনা করা হয়েছে।
- ↑ যুক্তরাজ্যের কোনো বিধিবদ্ধ সংবিধান নেই, কিন্তু এটি সংসদের আইন, আদালতের বিচার, পরম্পরা ও প্রচলিত প্রথা নিয়ে গঠিত।[২৩]
- ↑ In descending order of size.
- ↑ ২০১১ সালের জনশুমারি জিপসি ও আইরিশ ভ্��মণকারীদের পৃথক নৃগোষ্ঠী হিসাবে মর্যাদা দিয়েছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Berry, Ciara (১৫ জানুয়ারি ২০১৬)। "National Anthem"। The Royal Family। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৬।
- ↑ "List of declarations made with respect to treaty No. 148"। Council of Europe। ১২ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Welsh language on GOV.UK – Content design: planning, writing and managing content – Guidance"। gov.uk। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৮।; "Welsh language scheme"। GOV.UK। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৮।; "Welsh language scheme"। GOV.UK। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৮।
- ↑ Demographic Yearbook – Table 3: Population by sex, rate of population increase, surface area and density (পিডিএফ) (প্রতিবেদন)। United Nations Statistics Division। ২০১২। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৫।
- ↑ ক খ গ "United Kingdom"। Central Intelligence Agency। ২৭ ফেব্রুয়ারি ২০২৩। ১০ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩ – CIA.gov-এর মাধ্যমে।
- ↑ ক খ গ "United Kingdom country profile"। BBC News। ২৪ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১।
- ↑ "Surface water and surface water change"। Organisation for Economic Co-operation and Development (OECD)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২১।
- ↑ "Population, total – United Kingdom"। World Bank Open Data। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "2011 UK censuses"। Office for National Statistics। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১২।
- ↑ ক খ গ ঘ "World Economic Outlook Database, October 2023 Edition. (UK)"। International Monetary Fund। অক্টোবর ১০, ২০২৩। সংগ্রহের তারিখ অক্টোবর ১০, ২০২৩।
- ↑ "Inequality – Income inequality"। us.oecd.org। OECD। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২১।
- ↑ "Human Development Report 2021/2022" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। United Nations Development Programme। ৮ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ United Kingdom Permanent Committee on Geographical Names (মে ২০১৭)। "Toponymic guidelines for the United Kingdom"। GOV.UK। 10.2 Definitions।
usually shortened to United Kingdom ... The abbreviation is UK or U.K.
; "United Kingdom"। Encyclopædia Britannica। ২৭ মে ২০২৩। - ↑ ক খ "Countries within a country"। Prime Minister's Office। ১০ জানুয়ারি ২০০৩। ৯ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৫।
- ↑ "Definition of Great Britain in English"। Oxford University Press। ৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৪।
Great Britain is the name for the island that comprises England, Scotland and Wales, although the term is also used loosely to refer to the United Kingdom.
- ↑ "Key facts about the United Kingdom"। Directgov। ১৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৫।
The full title of this country is 'the United Kingdom of Great Britain and Northern Ireland'. Great Britain is made up of England, Scotland and Wales. The United Kingdom (UK) is made up of England, Scotland, Wales and Northern Ireland. 'Britain' is used informally, usually meaning the United Kingdom.
The Channel Islands and the Isle of Man are not part of the UK. - ↑ Mathias, P. (২০০১)। The First Industrial Nation: the Economic History of Britain, 1700–1914। London: Routledge। আইএসবিএন 978-0-415-26672-7।; Ferguson, Niall (২০০৪)। Empire: The rise and demise of the British world order and the lessons for global power। New York: Basic Books। আইএসবিএন 978-0-465-02328-8।
- ↑ McDougall, Walter A. (৪ মে ২০২৩)। "20th-century international relations"। ব্রিটিশ বিশ্বকোষ। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৩।
- ↑ Brown, Judith (১৯৯৮)। The Twentieth Century, The Oxford History of the British Empire Volume IV। Oxford University Press। আইএসবিএন 978-0-19-924679-3। ৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০০৯। p. 319
- ↑ Louis, Wm. Roger (২০০৬)। Ends of British Imperialism: The Scramble for Empire, Suez and Decolonization। I.B. Tauris। আইএসবিএন 978-1-84511-347-6। ২২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০০৯। p. 337
- ↑ Abernethy, David (২০০০)। The Dynamics of Global Dominance, European Overseas Empires 1415–1980। Yale University Press। আইএসবিএন 978-0-300-09314-8। ১৪ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০০৯। p. 146
- ↑ "What are the top 200 most spoken languages?"। এথনোলগ। ২০২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৫।
- ↑ What is the UK Constitution?, The Constitution Unit of UCL, ৯ আগস্ট ২০১৮, সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২০
- ↑ The British Monarchy, "What is constitutional monarchy?". Retrieved 17 July 2013; "United Kingdom" CIA The World Factbook. Retrieved 17 July 2013
- ↑ "Population of Cities in United Kingdom 2023"। World Population Review। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Dewart, Megan (২০১৯)। The Scottish Legal System। UK: Bloomsbury Academic। পৃষ্ঠা 57। আইএসবিএন 978-1-5265-0633-7।
The laws and legal institutions of Scotland and of England and Wales were not merged by the Union of 1707. Thus, they remain separate ‘law areas’, with separate court systems (as does Northern Ireland), and it is necessary to distinguish Scots law and English law (and Northern Irish law).
; "The justice system and the constitution"। Courts and Tribunals Judiciary। ২১ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৩।The United Kingdom has three separate legal systems; one each for England and Wales, Scotland and Northern Ireland. This reflects its historical origins and the fact that both Scotland and Ireland, and later Northern Ireland, retained their own legal systems and traditions under the Acts of Union 1707 and 1800.
- ↑ "Devolution of powers to Scotland, Wales and Northern Ireland"। United Kingdom Government। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৩।
In a similar way to how the government is formed from members from the two Houses of Parliament, members of the devolved legislatures nominate ministers from among themselves to comprise executives, known as the devolved administrations...
; "Country Overviews: United Kingdom"। Transport Research Knowledge Centre। ৪ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১০। - ↑ "IISS Military Balance 2021"। The Military Balance। 121 (1): 23–29। জানুয়ারি ২০২১। এসটুসিআইডি 232050862 Check
|s2cid=
value (সাহায্য)। ডিওআই:10.1080/04597222.2021.1868791। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২১। - ↑ da Silva, Diego Lopes; Tian, Nan; Béraud-Sudreau, Lucie; Marksteiner, Alexandra; Liang, Xiao (এপ্রিল ২০২২)। Trends in World Military Expenditure, 2021 (fact sheet)। SIPRI। এসটুসিআইডি 248305949 Check
|s2cid=
value (সাহায্য)। ডিওআই:10.55163/DZJD8826 । - ↑ "Volume 10 – History of Greater Britain, as well England as Scotland – Series 1 – National Library of Scotland"। digital.nls.uk।
- ↑ Payne, Malcolm; Shardlow, Steven (২০০২)। Social Work in the British Isles। UK: Jessica Kingsley Publishers। পৃষ্ঠা 247। আইএসবিএন 978-1-85302-833-5।
- ↑ Richmond, Ian Archibald; Millett, Martin J. Millett (২০১২), "Caledonia", Hornblower, Simon; Spawforth, Antony; Eidinow, Esther, The Oxford Classical Dictionary (ইংরেজি ভাষায়) (4th সংস্করণ), Oxford University Press, আইএসবিএন 978-0-19-954556-8, ডিওআই:10.1093/acref/9780199545568.001.0001, সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২১ ; Cunningham, John M.। "What's the Difference Between Great Britain and the United Kingdom?"। Britannica। অক্টো ৫, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "The Treaty (act) of the Union of Parliament 1706"। Scots History Online। ২৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১১; Barnett, Hilaire; Jago, Robert (২০১১)। Constitutional & Administrative Law (8th সংস্করণ)। Abingdon: Routledge। পৃষ্ঠা 165। আইএসবিএন 978-0-415-56301-7।
- ↑ "After the political union of England and Scotland in 1707, the nation's official name became 'Great Britain'", The American Pageant, Volume 1, Cengage Learning (2012); "From 1707 until 1801 Great Britain was the official designation of the kingdoms of England and Scotland". The Standard Reference Work: For the Home, School and Library, Volume 3, Harold Melvin Stanford (1921); "In 1707, on the union with Scotland, 'Great Britain' became the official name of the British Kingdom, and so continued until the union with Ireland in 1801". United States Congressional serial set, Issue 10; Issue 3265 (1895); Gascoigne, Bamber। "History of Great Britain (from 1707)"। History World। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১১।
- ↑ Cottrell, P. (২০০৮)। The Irish Civil War 1922–23। Bloomsbury USA। পৃষ্ঠা 85। আইএসবিএন 978-1-84603-270-7।
- ↑ S. Dunn; H. Dawson (২০০০), An Alphabetical Listing of Word, Name and Place in Northern Ireland and the Living Language of Conflict, Lewiston, New York: Edwin Mellen Press,
One specific problem – in both general and particular senses – is to know what to call Northern Ireland itself: in the general sense, it is not a country, or a province, or a state – although some refer to it contemptuously as a statelet: the least controversial word appears to be jurisdiction, but this might change.
; "Changes in the list of subdivision names and code elements" (পিডিএফ)। ISO 3166-2। International Organization for Standardization। ১৫ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১২। - ↑ Dunn, Seamus; Dawson, Helen (২০০০)। An Alphabetical Listing of Word, Name and Place in Northern Ireland and the Living Language of Conflict। Lewiston, New York: Edwin Mellen Press। আইএসবিএন 978-0-7734-7711-7।; Murphy, Dervla (১৯৭৯)। A Place Apart। London: Penguin। আইএসবিএন 978-0-14-005030-1।
- ↑ "Guardian Unlimited Style Guide"। London: Guardian News and Media Limited। ১৯ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১১।; "BBC style guide (Great Britain)"। BBC News। ১৯ আগস্ট ২০০২। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১১।; "Key facts about the United Kingdom"। Government, citizens and rights। HM Government। ১৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৫।
- ↑ New Oxford American Dictionary: "Great Britain: England, Wales, and Scotland considered as a unit. The name is also often used loosely to refer to the United Kingdom."
- ↑ "When people say England, they sometimes mean Great Britain, sometimes the United Kingdom, sometimes the British Isles — but never England." — George Mikes (১৯৪৬), How To Be An Alien, Penguin আইএসবিএন ৯৭৮-০-৫৮২-৪১৬৮৬-৪; "England OR United Kingdom (UK)? | Vocabulary | EnglishClub"। www.englishclub.com। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২২।
- ↑ Bradley, Anthony Wilfred; Ewing, Keith D. (২০০৭)। Constitutional and administrative law। 1 (14th সংস্করণ)। Harlow: Pearson Longman। পৃষ্ঠা 36। আইএসবিএন 978-1-4058-1207-8।
- ↑ "Which of these best describes the way you think of yourself?"। Northern Ireland Life and Times Survey 2010। ARK – Access Research Knowledge। ২০১০। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১০।
- ↑ "Ethnicity and National Identity in England and Wales"। Office for National Statistics। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০।; Schrijver, Frans (২০০৬)। Regionalism after regionalisation: Spain, France and the United Kingdom। Amsterdam University Press। পৃষ্ঠা 275–277। আইএসবিএন 978-90-5629-428-1।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;PCGN-uk-guide
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Koch, John T. (২০০৬)। Celtic culture: A historical encyclopedia। Santa Barbara, CA: ABC-CLIO। পৃষ্ঠা 973। আইএসবিএন 978-1-85109-440-0।
- ↑ Davies, John; Jenkins, Nigel; Baines, Menna; Lynch, Peredur I., সম্পাদকগণ (২০০৮)। The Welsh Academy Encyclopaedia of Wales। Cardiff: University of Wales Press। পৃষ্ঠা 915। আইএসবিএন 978-0-7083-1953-6।
- ↑ "Short Athelstan biography"। BBC History। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৩।
- ↑ Mackie, J.D. (১৯৯১)। A History of Scotland। London: Penguin। পৃষ্ঠা 18–19। আইএসবিএন 978-0-14-013649-4।; Campbell, Ewan (১৯৯৯)। Saints and Sea-kings: The First Kingdom of the Scots। Edinburgh: Canongate। পৃষ্ঠা 8–15। আইএসবিএন 978-0-86241-874-8।
- ↑ Haigh, Christopher (১৯৯০)। The Cambridge Historical Encyclopedia of Great Britain and Ireland। Cambridge University Press। পৃষ্ঠা 30। আইএসবিএন 978-0-521-39552-6।
- ↑ Ganshof, F.L. (১৯৯৬)। Feudalism। University of Toronto। পৃষ্ঠা 165। আইএসবিএন 978-0-8020-7158-3।
- ↑ Chibnall, Marjorie (১৯৯৯)। The Debate on the Norman Conquest। Manchester University Press। পৃষ্ঠা 115–122। আইএসবিএন 978-0-7190-4913-2।
- ↑ Keen, Maurice. "The Hundred Years' War". BBC History.
- ↑ Ross, D. (2002). Chronology of Scottish History. Glasgow: Geddes & Grosset. p. 56. আইএসবিএন ৯৭৮-১-৮৫৫৩৪-৩৮০-১; Hearn, J. (2002). Claiming Scotland: National Identity and Liberal Culture. Edinburgh University Press. p. 104. আইএসবিএন ৯৭৮-১-৯০২৯৩০-১৬-৯
- ↑ "English Civil Wars"। Encyclopædia Britannica। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৩।; "Scotland and the Commonwealth: 1651–1660"। Archontology.org। ১৪ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫।
- ↑ Lodge, Richard (২০০৭)। The History of England – From the Restoration to the Death of William III (1660–1702)। Read Books। পৃষ্ঠা 8। আইএসবিএন 978-1-4067-0897-4। অজানা প্যারামিটার
|orig-date=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "Tudor Period and the Birth of a Regular Navy"। Royal Navy History। Institute of Naval History। ৩ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৫।; Canny, Nicholas (১৯৯৮)। The Origins of Empire, The Oxford History of the British Empire Volume I। Oxford University Press। আইএসবিএন 978-0-19-924676-2।
- ↑ "Articles of Union with Scotland 1707"। UK Parliament। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০০৮।; "Acts of Union 1707"। UK Parliament। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১১।; "Treaty (act) of Union 1706"। Scottish History online। ২৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ Library of Congress, The Impact of the American Revolution Abroad, p. 73.
- ↑ "The Act of Union"। Act of Union Virtual Library। ১৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০০৬।
- ↑ Turner, John (1988). Britain and the First World War. London: Unwin Hyman. pp. 22–35. আইএসবিএন ৯৭৮-০-০৪-৪৪৫১০৯-৯.
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Westwell&Cove
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Turner, J. (1988). Britain and the First World War. Abingdon: Routledge. p. 41. আইএসবিএন ৯৭৮-০-০৪-৪৪৫১০৯-৯.
- ↑ "100 years of radio since Marconi's big breakthrough"। Ofcom। ১৫ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২০।
- ↑ Linfoot, Matthew। "History of the BBC: The origins of BBC Local Radio"। bbc.com। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "History of the BBC: 1920s"। bbc.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ SR&O 1921/533 of 3 May 1921.
- ↑ "The Anglo-Irish Treaty, 6 December 1921"। CAIN Web Service। ১৪ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০০৬।
- ↑ "Celebrating Concorde"। ১৭ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩।
- ↑ "1975: UK embraces Europe in referendum"। BBC News। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৫।
- ↑ Witte, Griff; Adam, Karla; Balz, Dan (২৪ জুন ২০১৬)। "In stunning decision, Britain votes to leave the E.U."। ওয়াশিংটন পোস্ট। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৬।
- ↑ "Brexit: New era for UK as it completes separation from European Union"। BBC News (ইংরেজি ভাষায়)। ১ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Queen Elizabeth II has died"। বিবিসি নিউজ। ৮ সেপ্টেম্বর ২০২২। ৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "King Charles III, the new monarch"। বিবিসি নিউজ। ৮ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Demographic Yearbook – Table 3: Population by sex, rate of population increase, surface area and density (পিডিএফ) (প্রতিবেদন)। United Nations Statistics Division। ২০১২। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৫।
- ↑ Oxford English Dictionary: "British Isles: a geographical term for the islands comprising Great Britain and Ireland with all their offshore islands including the Isle of Man and the Channel Islands."
- ↑ ক খ গ "United Kingdom"। The World Factbook। Central Intelligence Agency। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০০৮।
- ↑ ROG Learning Team (২৩ আগস্ট ২০০২)। "The Prime Meridian at Greenwich"। Royal Museums Greenwich। ৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "Greenwich Royal Observatory: How the Prime Meridian line is actually 100 metres away from where it was believed to be"। The Independent। London। ১৩ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৮।
- ↑ Darkes, Giles (জানুয়ারি ২০০৮)। "How long is the UK coastline?"। The British Cartographic Society। ২২ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৫।
- ↑ "The Channel Tunnel"। Eurotunnel। ১৮ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৫।
- ↑ "Hottest day of each year from 1900"। www.trevorharley.com।; "Coldest day of each year from 1900"। www.trevorharley.com।
- ↑ Stepan, Alfred; Linz, Juan J.; Minoves, Juli F. (২০১৪)। "Democratic Parliamentary Monarchies"। Journal of Democracy (ইংরেজি ভাষায়)। 25 (2): 35–36। আইএসএসএন 1086-3214। এসটুসিআইডি 154555066। ডিওআই:10.1353/jod.2014.0032।
- ↑ Lewer, Andrew (৫ মে ২০২১)। "The UK is one of the most centralised advanced democracies – it's time that changed"। New Statesman (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩।
- ↑ "Centralisation Nation: Britain's system of local government and its impact on the national economy"। Centre for Cities (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৩।
- ↑ "Parliamentary Sovereignty"। পার্লামেন্ট.ইউকে। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২১।
- ↑ Carter, Sarah। "A Guide To the UK Legal System"। University of Kent at Canterbury। ৫ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০০৬।
- ↑ দেখুন R (Miller) v Prime Minister [2019] UKSC 41 (সংসদীয় সার্বভৌমত্ব), R (UNISON) v Lord Chancellor [2017] UKSC 51, [67] ff (আইনের শাসন), R (Animal Defenders International) v Secretary of State for Culture Media and Sport [2008] UKHL 15, [48] (গনতন্ত্র), R v Lyons [2002] UKHL 44, [27] (আন্তর্জাতিক আইন)।
- ↑ "The Government, Prime Minister and Cabinet"। Public services all in one place। Directgov। ২১ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫।
- ↑ "Passport Power"। ১৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৮।
- ↑ "The UK Overseas Territories and their Governors"। House of Commons Library। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৩।
- ↑ "Background briefing on the Crown Dependencies: Jersey, Guernsey and the Isle of Man" (পিডিএফ)। Ministry of Justice। ২ নভেম্বর ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫।
- ↑ Bosque, Maria Mut (২০২২)। "Questioning the current status of the British Crown Dependencies"। Small States & Territories (ইংরেজি ভাষায়)। 5 (1): 55–70 – University of Malta-এর মাধ্যমে।
- ↑ ক খ Loft, Philip (১ নভেম্বর ২০২২)। The separation of powers in the UK's Overseas Territories (প্রতিবেদন)। House of Commons Library।
- ↑ Thane, Pat (২০১৯)। "The Origins of the British Welfare State"। The Journal of Interdisciplinary History। 50 (3): 427–433। এসটুসিআইডি 208223636। ডিওআই:10.1162/jinh_a_01448।
- ↑ Thane, P. (১৯৮৯)। "The British Welfare State: Its Origins and Character"। New Directions in Economic and Social History। পৃষ্ঠা 143–154। আইএসবিএন 978-0-333-49569-8। ডিওআই:10.1007/978-1-349-20315-4_12।
- ↑ ক খ Nigel Hawkins (১৩ অক্টোবর ২০১০)। "Privatization Revisited" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ Alan Griffiths & Stuart Wall (১৬ জুলাই ২০১১)। "Applied Economics" (পিডিএফ)। ২০ জুন ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Global Economy Watch - Projections > Real GDP / Inflation > Share of 2016 world GDP"। PWC। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৭।
- ↑ "Country Comparison: Stock of direct foreign investment – at home"। CIA। ১১ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৩।
- ↑ "Country Comparison: Stock of direct foreign investment – abroad"। CIA। ১১ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১১।
- ↑ "KOF Globalization Index"। Globalization.kof.ethz.ch। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২।
- ↑ Lorna Booth (৯ জুন ২০১৭)। "Components of GDP: Key Economic Indicators"। UK Parliament। House of Commons Library। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৭।
- ↑ David Reid (১৯ সেপ্টেম্বর ২০১৯)। "New York stretches lead over London as the world's top financial center, survey shows"। CNBC।
- ↑ "GFCI 27 Rank - Long Finance"। www.longfinance.net। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯।
- ↑ Laura Wipfer (১২ জুন ২০১৭)। "Facts and Figures 2017"। ADS Group। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৭।
- ↑ Angela Monaghan (২২ এপ্রিল ২০১৪)। "Pharmaceutical industry drives British research and innovation"। The Guardian। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৭।
- ↑ "The Fortune 2016 Global 500"। Fortune। ২৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৬। Number of companies data taken from the "Country" box for Britain and Britain/Netherlands.
- ↑ "CRUDE OIL - PROVED RESERVES"। The World Factbook। CIA। ১৫ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৭।
- ↑ Department for Business, Energy & Industrial Strategy (২৫ আগস্ট ২০১৬)। "Crude oil and petroleum: production, imports and exports 1890 to 2015"। Gov.uk। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৬।
- ↑ "London - Internal Market, Industry, Entrepreneurship and SMEs"। European Commission।
- ↑ Perry, Marvin; Jacob, Margaret C.; Chase, Myrna; Jacob, James R. (২০০৯)। Western Civilization: Ideas, Politics, and Society (9th সংস্করণ)। Boston: Houghton Mifflin Harcourt। পৃষ্ঠা 503। আইএসবিএন 978-0-547-14701-7।
- ↑ "Productivity Growth In The Industrial Revolution" (পিডিএফ)। ২৫ অক্টোবর ২০০৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Archived copy" (পিডিএফ)। ১৪ মে ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১২।
- ↑ Ferguson, Niall (২০০৪)। Empire, The rise and demise of the British world order and the lessons for global power। Basic Books। আইএসবিএন 0-465-02328-2।
- ↑ Angus Maddison (২০০৬)। The World Economy। Development Centre of the Organisation for Economic Co-operation and Development। পৃষ্ঠা 263। আইএসবিএন 978-92-64-02261-4।
- ↑ https://ukdefencejournal.org.uk/uk-ranked-second-most-powerful-country-in-the-world-in-audit-of-major-powers/
- ↑ CIA World Factbook (est. 2011): https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2012.html#uk ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ অক্টোবর ২০১৮ তারিখে, which also roughly correspond to figures given by Eurostat (est. 2010): "Archived copy"। ১৪ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২। (i.e. combination of "Industry, including energy" and "construction")
- ↑ Charles Levy, Andrew Sissons and Charlotte Holloway (২৮ জুন ২০১১)। "A plan for growth in the knowledge economy" (পিডিএফ)। The Work Foundation। ২ জুন ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "A Regional Perspective on the Knowledge Economy in Great Britain" (পিডিএফ)। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ Bolshaw, Liz (২৯ ফেব্রুয়ারি ২০১২)। "The future of work is the knowledge economy"। FT.com। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ "A survey of the liberalisation of public enterprises in the UK since 1979" (পিডিএফ)। ১৮ জুলাই ২০০৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Acknowledgements" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ Nigel Hawkins (৪ এপ্রিল ২০০৮)। "Privatization – Reviving the Momentum" (পিডিএফ)। Adam Smith Institute, London। ১ জুন ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ Graeme Hodge (২৮ অক্টোবর ২০১১)। "Revisiting State and Market through Regulatory Governance: Observations of Privatisation, Partnerships, Politics and Performance" (পিডিএফ)। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ গ "2011 Census: Population Estimates for the United Kingdom" (পিডিএফ)। Office for National Statistics। ২৭ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১২।
- ↑ ক খ "Population Estimates for UK, England and Wales, Scotland and Northern Ireland, Mid-2015"। Office for National Statistics। ২৩ জুন ২০১৬।
- ↑ "World Factbook EUROPE: United Kingdom", দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক, ৮ জুলাই ২০২৪
- ↑ ক খ "2011 UK censuses"। Office for National Statistics। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১২।
- ↑ Khan, Urmee (১৬ সেপ্টেম্বর ২০০৮)। "England is most crowded country in Europe"। The Telegraph। London। ১৮ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০০৯।
- ↑ Carrell, Severin (১৭ ডিসেম্বর ২০১২)। "Scotland's population at record high"। The Guardian। London। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১২।
- ↑ "Welsh people could be most ancient in UK, DNA suggests"। BBC News। ১৯ জুন ২০১২। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৩।
- ↑ "Victoria and Albert Museum Black Presence"। ১৩ জানুয়ারি ২০১১।
- ↑ Winder, Robert (২০১০)। Bloody Foreigners: The Story of Immigration to Britain। Little, Brown Book। আইএসবিএন 978-0-7481-2396-4।; Costello, Ray (২০০১)। Black Liverpool: The Early History of Britain's Oldest Black Community 1730–1918। Liverpool: Picton Press। আইএসবিএন 978-1-873245-07-1।
- ↑ "Culture and Ethnicity Differences in Liverpool – Chinese Community"। Chambré Hardman Trust। ২৪ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫।
- ↑ ক খ "2011 Census: Ethnic group, local authorities in the United Kingdom"। Office for National Statistics। ১১ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৫।
- ↑ "Population size: 7.9 per cent from a non-White ethnic group"। Office for National Statistics। ৮ জানুয়ারি ২০০৪। ১৯ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Table KS201SC – Ethnic group: All people" (পিডিএফ)। National Records of Scotland। ২০১৩। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৫।
- ↑ "Ethnic group"। Office for National Statistics। ২ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৫।
- ↑ "English language – Government, citizens and rights"। Directgov। ১৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১১।
- ↑ Mac Sithigh, Daithí (১৭ মে ২০১৮)। "Official status of languages in the UK and Ireland" (পিডিএফ)। Common Law World Review। Queen's University, Belfast। 47 (1): 77–102। এসটুসিআইডি 219987922। ডিওআই:10.1177/1473779518773642।
- ↑ British Council "British Council | the UK's international culture and education organisation"। ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৮। (last checked 6 February 2023)
- ↑ "About BBC Learning English"। BBC। ৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ ক খ "Languages across Europe: United Kingdom"। BBC। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ Carl Skutsch (2013). Encyclopedia of the World's Minorities. pp.1261. Routledge. Retrieved 3 December 2020.
- ↑ Booth, Robert (৩০ জানুয়ারি ২০১৩)। "Polish becomes England's second language"। The Guardian। London। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ "The teenagers who translate for their parents"। BBC News। ২৩ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯।
- ↑ "Opening Ceremony of the Games of the XXX Olympiad" (পিডিএফ)। Olympic.org। ২৭ জুলাই ২০১২। ১৯ আগস্ট ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৩।
- ↑ Mehaffey, John। "Unparalleled Sporting History"। Reuters। London। ২৫ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৩।
- ↑ "Rugby Union 'Britain's Second Most Popular Sport'"। Ipsos-Mori। ২২ ডিসেম্বর ২০০৩। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৩।
- ↑ Rudd, Alyson (৭ এপ্রিল ২০০৮)। "The father of football deserves much more"। The Times। London। ৪ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৫।; "Sheffield FC: 150 years of history"। ফিফা। ২৪ অক্টোবর ২০০৭। ২৫ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৫।
- ↑ Ebner, Sarah (২ জুলাই ২০১৩)। "History and time are key to power of football, says Premier League chief"। The Times। London। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৩।
- ↑ Mitchell, Paul (নভেম্বর ২০০৫)। "The first international football match"। BBC Sport Scotland। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৩।
- ↑ Harlow, Phil (৫ আগস্ট ২০০৮)। "Why is there no GB Olympics football team?"। বিবিসি স্পোর্ট। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১০।
- ↑ "The journey of India in Commonwealth Games in 2022"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৯।
- ↑ "Union Jack or Union Flag?"। The Flag Institute (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "college-of-arms.gov.uk"। The College of Arms। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
- ↑ "Welsh dragon call for Union flag"। BBC News। ২৭ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০০৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সরকারি
- Official website of the British Monarchy
- Official website of the United Kingdom Government
- রাষ্ট্র প্রধান এবং মন্ত্রিপরিষদ সদসবৃন্দ
- Official Yearbook of the United Kingdom statistics
- সাধারণ তথ্য
- সিআইএ প্রণীত দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক-এ United Kingdom-এর ভুক্তি
- Economic and Social Data Ranking
- United Kingdom from UCB Libraries GovPubs
- কার্লিতে যুক্তরাজ্য (ইংরেজি)
- উইকিমিডিয়া অ্যাটলাসে United Kingdom
- [১]
- [২]
- পর্যটন
- Official tourist guide to Britain
- Officialuide uk
- Officialuide uk artical
- বিবিসি বাংলা
- উইকিভ্রমণ থেকে যুক্তরাজ্য ভ্রমণ নির্দেশিকা পড়ুন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |