২০১৯ ক্রিকেট বিশ্বকাপ দলসমূহ
অত্র তালিকাটি ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড়দের তালিকা সম্পর্কীয়।[২] অংশগ্রহকারী ১০ দলকেই ২৩ এপ্রিল, ২০১৯ তারিখের মধ্যে ১৫-সদস্যের খেলোয়াড়ের তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছিল।[৩] তবে, ২২ মে, ২০১৯ তারিখের মধ্যে প্রয়োজনে দলগুলো খেলোয়াড় পরিবর্তন করতে পারতো।[৪] নিউজিল্যান্ড দল ৩ এপ্রিল, ২০১৯ তারিখে প্রথম দল হিসেবে তাদের খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা করে।[৫] ওয়েস্ট ইন্ডিজ দল সর্বশেষ দল হিসেবে নামের তালিকা প্রকাশ করে। আইসিসি ঘোষিত নির্ধারিত সময়ের একদিন পর তারা ২৪ এপ্রিল, ২০১৯ তারিখে দলের সদস্যদের তালিকা প্রকাশ করে।[৬]
দুইজন ক্রিকেটার দলের তালিকা ঘোষণার পূর্বে কোনরূপ একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেননি। তারা হলেন - নিউজিল্যান্ডের টম ব্লান্ডেল ও বাংলাদেশের আবু জায়েদ।[৭][৮] তবে, ১৩ মে, ২০১৯ তারিখে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজের পঞ্চম খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবু জায়েদ ওডিআইয়ে অভিষেক পর্ব সম্পন্ন করেছেন।[৯] ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা - এ তিনজন অধিনায়ক ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের পর উপর্যুপরী দলকে নেতৃত্ব দিচ্ছেন।[১০]
নির্দেশিকা
[সম্পাদনা]প্রতীক | অর্থ |
---|---|
ক্রমিক | ওডিআ��য়ে ব্যবহৃত খেলোয়াড়ের শার্ট নম্বর |
খেলোয়াড় | উইকিপিডিয়ায় ব্যবহৃত খেলোয়াড়ের নাম। এছাড়াও, দলের মনোনীত অধিনায়ক কিংবা সহ-অধিনায়কের দায়িত্বে থাকলে তা উল্লেখ করা হয়েছে। |
জন্ম তারিখ | ৩০ মে, ২০১৯ তারিখ অনুযায়ী জন্ম তারিখ ও বয়স |
ওডিআই সংখ্যা | ৩০ মে, ২০১৯ তারিখ পর্যন্ত অংশগ্রহণকৃত ওডিআই সংখ্যা[ক] |
ভূমিকা | বোলার, ব্যাটসম্যান, অল-রাউন্ডার কিংবা উইকেট-রক্ষক |
ব্যাটিংয়ের ধরন | কোন হাতে ব্যাট ধরেন |
বোলিংয়ের ধরন | কীভাবে বল করেন |
লিস্ট এ কিংবা ঘরোয়া দল | লিস্ট এ দল কিংবা ঘরোয়া একদিনের দলের লিস্ট এ স্বীকৃতিবিহীন খেলা |
দল
[সম্পাদনা]আফগানিস্তান
[সম্পাদনা]আফগানিস্তান ক্রিকেট বোর্ড ২২ এপ্রিল, ২০১৯ তারিখে ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে আফগানিস্তান ক্রিকেট দলের ১৫-সদস্যবিশিষ্ট খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে।[১১]
কোচ: ফিল সিমন্স
নং | খেলোয়াড় | জন্ম তারিখ (বয়স) | ওডিআই | ভূমিকা | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | লিস্ট এ কিংবা ঘরোয়া দল |
---|---|---|---|---|---|---|---|
১১ | গুলবাদিন নায়েব (অঃ) | ১৬ মার্চ ১৯৯১ (বয়স ২৮) | ৪১ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | বুস্ট ডিফেন্ডার্স |
১৯ | রশীদ খান (সহঃ অঃ) | ২০ সেপ্টেম্বর ১৯৯৮ (বয়স ২০) | ৫৭ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | বন্দইআমিরড্রাগন্স |
৫৫ | আফতাব আলম | ৩০ নভেম্বর ১৯৯২ (বয়স ২৬) | ৮ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | স্পিন গড় টাইগার্স |
৪৪ | আসগর আফগান | ২২ ফেব্রুয়ারি ১৯৮৭ (বয়স ৩২) | ৯৪ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | বন্দইআমিরড্রাগন্স |
১০ | দৌলত জাদরান | ১৯ মার্চ ১৯৮৮ (বয়স ৩১) | ৭২ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট | বন্দইআমিরড্রাগন্স |
৬৬ | হামিদ হাসান | ১ জুন ১৯৮৭ (বয়স ৩১) | ৩২ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট | বন্দইআমিরড্রাগন্স |
৫০ | হাশমতুল্লাহ শাহিদী | ৪ নভেম্বর ১৯৯৪ (বয়স ২৪) | ২৯ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | বন্দইআমিরড্রাগন্স |
৩ | হযরতউল্লাহ জাজাই | ২৩ মার্চ ১৯৯৮ (বয়স ২১) | ২ | ব্যাটসম্যান | বামহাতি | স্লো লেফট আর্ম অর্থোডক্স | অ্যামো শার্কস |
৭ | মোহাম্মাদ নবি | ৩ মার্চ ১৯৮৫ (বয়স ৩৪) | ১১১ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | মিস আইনাক নাইটস |
৭৭ | মোহাম্মাদ শেহজাদ (উইঃ) | ৩১ জানুয়ারি ১৯৮৮ (বয়স ৩১) | ৭৬ | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | ডানহাতি | — | স্পিন গড় টাইগার্স |
৮৮ | মুজিব উর রহমান | ২৮ মার্চ ২০০১ (বয়স ১৮) | ১৭ | বোলার | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | বুস্ট ডিফেন্ডার্স |
১ | নাজিবুল্লাহ জাদরান | ১৮ ফেব্রুয়ারি ১৯৯৩ (বয়স ২৬) | ৪৫ | ব্যাটসম্যান | বামহাতি | ডানহাতি অফ স্পিন | বন্দইআমিরড্রাগন্স |
১৫ | নূর আলী জাদরান | ১০ জুলাই ১৯৮৮ (বয়স ৩০) | ১৭ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | স্পিন গড় টাইগার্স |
৮ | রহমত শাহ | ১৬ মার্চ ১৯৯১ (বয়স ২৮) | ৫৬ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | মিস আইনাক নাইটস |
৪৫ | সামিউল্লাহ শেনওয়ারি | ৩১ ডিসেম্বর ১৯৮৭ (বয়স ৩১) | ৭৭ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | স্পিন গড় টাইগার্স |
অস্ট্রেলিয়া
[সম্পাদনা]ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ ১৫ এপ্রিল, ২০১৯ তারিখে অস্ট্রেলিয়া দলের সদস্যদের তালিকা প্রকাশ করে।[১২] মূল তালিকায় ঝাই রিচার্ডসনকে অন্তর্ভুক্ত করা হলেও ৮ মে, ২০১৯ তারিখে কাঁধের আঘাতের কারণে প্রতিযোগিতা থেকে তাকে প্রত্যাহার করে নেয়া হয় ও কেন রিচার্ডসনকে তার স্থলাভিষিক্ত করা হয়।[১৩]
কোচ: জাস্টিন ল্যাঙ্গার
নং | খেলোয়াড় | জন্ম তারিখ (বয়স) | ওডিআই | ভূমিকা | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | লিস্ট এ কিংবা ঘরোয়া দল |
---|---|---|---|---|---|---|---|
৫ | অ্যারন ফিঞ্চ (অঃ) | ১৭ নভেম্বর ১৯৮৬ (বয়স ৩২) | ১০৯ | ব্যাটসম্যান | ডানহাতি | লেফট-আর্ম অর্থোডক্স | ভিক্টোরিয়া |
৬৫ | জেসন বেহরেনডর্ফ | ২০ এপ্রিল ১৯৯০ (বয়স ২৯) | ৬ | বোলার | ডানহাতি | বামহাতি ফাস্ট-মিডিয়াম | ওয়েস্টার্ন ওয়ারিয়র্স |
৪ | অ্যালেক্স কেরি (উইঃ) | ২৭ আগস্ট ১৯৯১ (বয়স ২৭) | ১৯ | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | বামহাতি | — | ওয়েস্ট এন্ড রেডব্যাকস |
৬ | নাথান কোল্টার-নিল | ১১ অক্টোবর ১৯৮৭ (বয়স ৩১) | ২৭ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট | ওয়েস্টার্ন ওয়ারিয়র্স |
৩০ | প্যাট কামিন্স | ৮ মে ১৯৯৩ (বয়স ২৬) | ৪৮ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি ফাস্ট | নিউ সাউথ ওয়েলস ব্লুজ |
১ | উসমান খাওয়াজা | ১৮ ডিসেম্বর ১৯৮৬ (বয়স ৩২) | ৩১ | ব্যাটসম্যান | বামহাতি | ডানহাতি অফ ব্রেক | কুইন্সল্যান্ড বুলস |
৬৭ | নাথান লায়ন | ২০ নভেম্বর ১৯৮৭ (বয়স ৩১) | ২৫ | বোলার | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | নিউ সাউথ ওয়েলস ব্লুজ |
৯ | শন মার্শ | ৯ জুলাই ১৯৮৩ (বয়স ৩৫) | ৭১ | ব্যাটসম্যান | বামহাতি | লেফট-আর্ম অর্থোডক্স | ওয়েস্টার্ন ওয়ারিয়র্স |
৩২ | গ্লেন ম্যাক্সওয়েল | ১৪ অক্টোবর ১৯৮৮ (বয়স ৩০) | ১০০ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ভিক্টোরিয়া |
৪৭ | কেন রিচার্ডসন | ১২ ফেব্রুয়ারি ১৯৯১ (বয়স ২৮) | ২০ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | সাউথ অস্ট্রেলিয়া |
৪৯ | স্টিভ স্মিথ | ২ জুন ১৯৮৯ (বয়স ২৯) | ১০৮ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | নিউ সাউথ ওয়েলস ব্লুজ |
৫৬ | মিচেল স্টার্ক | ৩০ জানুয়ারি ১৯৯০ (বয়স ২৯) | ৭৫ | বোলার | বামহাতি | বামহাতি ফাস্ট | নিউ সাউথ ওয়েলস ব্লুজ |
১৭ | মার্কাস স্টইনিস | ১৬ আগস্ট ১৯৮৯ (বয়স ২৯) | ৩৩ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ওয়েস্টার্ন ওয়ারিয়র্স |
৩১ | ডেভিড ওয়ার্নার | ২৭ অক্টোবর ১৯৮৬ (বয়স ৩২) | ১০৬ | ব্যাটসম্যান | বামহাতি | ডানহাতি | নিউ সাউথ ওয়েলস ব্লুজ |
৬৩ | অ্যাডাম জাম্পা | ৩১ মার্চ ১৯৯২ (বয়স ২৭) | ৪৪ | বোলার | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | ওয়েস্ট এন্ড রেডব্যাকস |
৬০ | ২০ সেপ্টেম্বর ১৯৯৬ (বয়স ২২) | ১২ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট | ওয়েস্টার্ন ওয়ারিয়র্স |
বাংলাদেশ
[সম্পাদনা]বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ ১৬ এপ্রিল, ২০১৯ তারিখে বাংলাদেশ দলের ১৫-সদস্যবিশিষ্ট খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে।[১৪]
কোচ: স্টিভ রোডস
ইংল্যান্ড
[সম্পাদনা]১৭ এপ্রিল, ২০১৯ তারিখে ইসিবি কর্তৃপক্ষ ১৫-সদস্যবিশিষ্ট ইংল্যান্ড দলের ১৫-সদস্যবিশিষ্ট খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করে।[১৫] মূল তালিকায় অ্যালেক্স হেলসকে রাখা হলেও বিনোদনমূলক মাদক ব্যবহারের অভিযোগে নিষিদ্ধঘোষিত হওয়ায় তাকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করে নেয়া হয়।[১৬] ২১ মে, ২০১৯ তারিখে ইংল্যান্ড দলে জোফ্রা আর্চার, লিয়াম ডসন ও জেমস ভিন্সকে যথাক্রমে ডেভিড উইলি, জো ডেনলি ও অ্যালেক্স হেলসের স্থলাভিষিক্ত করার কথা ঘোষণা করা হয়।[১৭]
কোচ: ট্রেভর বেলিস
নং | খেলোয়াড় | জন্ম তারিখ (বয়স) | ওডিআই | ভূমিকা | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | লিস্ট এ কিংবা ঘরোয়া দল |
---|---|---|---|---|---|---|---|
১৬ | ইয়ন মর্গ্যান (অঃ) | ১০ সেপ্টেম্বর ১৯৮৬ (বয়স ৩২) | ২১৭ | ব্যাটসম্যান | বামহাতি | ডানহাতি মিডিয়াম | মিডলসেক্স |
৬৩ | জস বাটলার (সহঃ অঃ, উইঃ) | ৮ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ২৮) | ১২৭ | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | ডানহাতি | — | ল্যাঙ্কাশায়ার লাইটনিং |
১৮ | মঈন আলী | ১৮ জুন ১৯৮৭ (বয়স ৩১) | ৯২ | অল-রাউন্ডার | বামহাতি | ডানহাতি অফ ব্রেক | ওরচেস্টারশায়ার |
২২ | জোফ্রা আর্চার | ১ এপ্রিল ১৯৯৫ (বয়স ২৪) | ৩ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট | সাসেক্স |
৫১ | জনি বেয়ারস্টো (উইঃ) | ২৬ সেপ্টেম্বর ১৯৮৯ (বয়স ২৯) | ৫৯ | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | ডানহাতি | — | ইয়র্কশায়ার ভাইকিং |
৫৯ | টম কারেন | ১২ মার্চ ১৯৯৫ (বয়স ২৪) | ১৩ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | সারে |
৮৩ | লিয়াম ডসন | ১ মার্চ ১৯৯০ (বয়স ২৯) | ৩ | অল-রাউন্ডার | ডানহাতি | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | হ্যাম্পশায়ার |
১৭ | লিয়াম প্লাঙ্কেট | ৬ এপ্রিল ১৯৮৫ (বয়স ৩৪) | ৭৮ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট | সারে |
৯৪ | আদিল রশিদ | ১৭ ফেব্রুয়ারি ১৯৮৮ (বয়স ৩১) | ৮৩ | বোলার | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | ইয়র্কশায়ার ভাইকিংস |
৬৬ | জো রুট | ৩০ ডিসেম্বর ১৯৯০ (বয়স ২৮) | ১২৬ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি স্পিন | ইয়র্কশায়ার ভাইকিংস |
২০ | জেসন রয় | ২১ জুলাই ১৯৯০ (বয়স ২৮) | ৭৩ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | সারে |
৫৫ | বেন স্টোকস | ৪ জুন ১৯৯১ (বয়স ২৭) | ৭৯ | অল-রাউন্ডার | বামহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ডারহাম |
১৪ | জেমস ভিন্স | ১৪ মার্চ ১৯৯১ (বয়স ২৮) | ১০ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | হ্যাম্পশায়ার |
১৯ | ক্রিস উকস | ২ মার্চ ১৯৮৯ (বয়স ৩০) | ৮৪ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ওয়ারউইকশায়ার বিয়ার্স |
৩৩ | মার্ক উড | ১১ জানুয়ারি ১৯৯০ (বয়স ২৯) | ৪০ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট | ডারহাম |
২৪ | ১৬ মার্চ ১৯৮৬ (বয়স ৩৩) | ৯ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | কেন্ট স্পিটফায়ার্স | |
১০ | ৩ জানুয়ারি ১৯৮৯ (বয়স ৩০) | ৭০ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | নটস আউটলজ | |
১৫ | ২৮ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ২৯) | ৪২ | অল-রাউন্ডার | বামহাতি | বামহাতি ফাস্ট-মিডিয়াম | ইয়র্কশায়ার ভাইকিংস |
ভারত
[সম্পাদনা]বিসিসিআই কর্তৃপক্ষ ১৫ এপ্রিল, ২০১৯ তারিখে ভারত দলের ১৫-সদস্যবিশিষ্ট খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে।[১৮][১৯] এছাড়াও, কোন খেলোয়াড়ের আঘাত পেলে সংরক্ষিত খেলোয়াড় হিসেবে আম্বতি রায়ডু, ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল, নবদ্বীপ সাইনি ও ইশান্ত শর্মাকে দলে রাখা হয়েছে।[২০]
কোচ: রবি শাস্ত্রী
নং | খেলোয়াড় | জন্ম তারিখ (বয়স) | ওডিআই | ভূমিকা | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | লিস্ট এ কিংবা ঘরোয়া দল |
---|---|---|---|---|---|---|---|
১৮ | বিরাট কোহলি (অঃ) | ৫ নভেম্বর ১৯৮৮ (বয়স ৩০) | ২২৭ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | দিল্লি |
৪৫ | রোহিত শর্মা (সহঃ অঃ) | ৩০ এপ্রিল ১৯৮৭ (বয়স ৩২) | ২০৬ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | মুম্বই |
২৫ | শিখর ধাওয়ান | ৫ ডিসেম্বর ১৯৮৫ (বয়স ৩৩) | ১২৮ | ব্যাটসম্যান | বামহাতি | ডানহাতি অফ ব্রেক | দিল্লি |
১ | কে. এল. রাহুল | ১৮ এপ্রিল ১৯৯২ (বয়স ২৭) | ১৪ | ব্যাটসম্যান | ডানহাতি | — | কর্ণাটক |
৫৯ | বিজয় শঙ্কর | ২৬ জানুয়ারি ১৯৯১ (বয়স ২৮) | ৯ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | তামিলনাড়ু |
৭ | এমএস ধোনি (উইঃ) | ৭ জুলাই ১৯৮১ (বয়স ৩৭) | ৩৪১ | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ঝাড়খণ্ড |
৮১ | কেদার যাদব | ২৬ মার্চ ১৯৮৫ (বয়স ৩৪) | ৫৯ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | মহারাষ্ট্র |
২১ | দিনেশ কার্তিক (উইঃ) | ১ জুন ১৯৮৫ (বয়স ৩৩) | ৯১ | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | ডানহাতি | — | তামিলনাড়ু |
৩ | যুজবেন্দ্র চাহাল | ২৩ জুলাই ১৯৯০ (বয়স ২৮) | ৪১ | বোলার | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | হরিয়ানা |
২৩ | কুলদীপ যাদব | ১৪ ডিসেম্বর ১৯৯৪ (বয়স ২৪) | ৪৪ | বোলার | বামহাতি | লেফট-আর্ম রিস্ট স্পিন | উত্তরপ্রদেশ |
১৫ | ভুবনেশ্বর কুমার | ৫ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ২৯) | ১০৫ | বোলার | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | উত্তরপ্রদেশ |
৯৩ | জসপ্রীত বুমরাহ | ৬ ডিসেম্বর ১৯৯৩ (বয়স ২৫) | ৪৯ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | গুজরাত |
৩৩ | হার্দিক পাণ্ড্য | ১১ অক্টোবর ১৯৯৩ (বয়স ২৫) | ৪৫ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | বড়োদরা |
৮ | রবীন্দ্র জাদেজা | ৬ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩০) | ১৫১ | অল-রাউন্ডার | বামহাতি | লেফট-আর্ম অর্থোডক্স | সৌরাষ্ট্র |
১১ | মোহাম্মদ শমী | ৩ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ২৮) | ৬৩ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | বাংলা |
নিউজিল্যান্ড
[সম্পাদনা]নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ ৩ এপ্রিল, ২০১৯ তারিখে প্রথম দল হিসেবে নিউজিল্যান্ডের ১৫-সদস্যের খেলোয়াড়ের তালিকা ঘোষণা করা হয়।[২১]
কোচ: গ্যারি স্টিড
নং | খেলোয়াড় | জন্ম তারিখ (বয়স) | ওডিআই | ভূমিকা | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | লিস্ট এ কিংবা ঘরোয়া দল |
---|---|---|---|---|---|---|---|
২২ | কেন উইলিয়ামসন (অঃ) | ৮ আগস্ট ১৯৯০ (বয়স ২৮) | ১৩৯ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | নর্দার্ন ডিস্ট্রিক্টস |
৩৮ | টিম সাউদি (সহঃ অঃ) | ১১ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩০) | ১৩৯ | বোলিং অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | নর্দার্ন ডিস্ট্রিক্টস |
টম ব্লান্ডেল (উইঃ) | ১ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ২৮) | ০ | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ওয়েলিংটন ফায়ারবার্ডস | |
১৮ | ট্রেন্ট বোল্ট | ২২ জুলাই ১৯৮৯ (বয়স ২৯) | ৭৯ | বোলার | ডানহাতি | বামহাতি ফাস্ট-মিডিয়াম | নর্দার্ন ডিস্ট্রিক্টস |
৭৭ | কলিন ডি গ্র্যান্ডহোম | ২২ জুলাই ১৯৮৬ (বয়স ৩২) | ২৮ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | নর্দার্ন ডিস্ট্রিক্টস |
৮৭ | লকি ফার্গুসন | ১৩ জুন ১৯৯১ (বয়স ২৭) | ২৭ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট | অকল্যান্ড এইসেস |
৩১ | মার্টিন গাপটিল | ৩০ সেপ্টেম্বর ১৯৮৬ (বয়স ৩২) | ১৬৯ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | অকল্যান্ড এইসেস |
২১ | ম্যাট হেনরি | ১৪ ডিসেম্বর ১৯৯১ (বয়স ২৭) | ৪৩ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ক্যান্টারবারি |
৪৮ | টম ল্যাথাম (উইঃ) | ২ এপ্রিল ১৯৯২ (বয়স ২৭) | ৮৫ | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | বামহাতি | ডানহাতি মিডিয়াম | ক্যান্টারবারি |
৮২ | কলিন মানরো | ১১ মার্চ ১৯৮৭ (বয়স ৩২) | ৫১ | ব্যাটসম্যান | বামহাতি | ডানহাতি মিডিয়াম | অকল্যান্ড এইসেস |
৫০ | জেমস নিশাম | ১৭ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ২৮) | ৪৯ | অল-রাউন্ডার | বামহাতি | ডানহাতি মিডিয়াম | ওয়েলিংটন ফায়ারবার্ডস |
৮৬ | হেনরি নিকোলস | ১৫ নভেম্বর ১৯৯১ (বয়স ২৭) | ৪১ | ব্যাটসম্যান | বামহাতি | ডানহাতি অফ ব্রেক | ক্যান্টারবারি |
৭৪ | মিচেল স্যান্টনার | ৫ ফেব্রুয়ারি ১৯৯২ (বয়স ২৭) | ৫৯ | অল-রাউন্ডার | বামহাতি | বামহাতি অর্থোডক্স | নর্দার্ন ডিস্ট্রিক্টস |
৬১ | ইশ সোধি | ৩১ অক্টোবর ১৯৯২ (বয়স ২৬) | ৩০ | বোলার | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | নর্দার্ন ডিস্ট্রিক্টস |
৩ | রস টেলর | ৮ মার্চ ১৯৮৪ (বয়স ৩৫) | ২১৮ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | সেন্ট্রাল স্ট্যাগস |
পাকিস্তান
[সম্পাদনা]পাকিস্তান ক্রিকেট বোর্ড ১৮ এপ্রিল, ২০১৯ তারিখে পাকিস্তান দলের ১৫-সদস্যবিশিষ্ট খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে।[২২] ২০ মে, ২০১৯ তারিখে দলের চূড়ান্ত খেলোয়াড়ের তালিকা ঘোষণা করা হয়। এতে ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও আসিফ আলীকে যথাক্রমে জুনায়েদ খান, ফাহিম আশরাফ ও আবিদ আলীর স্থলাভিষিক্ত করা হয়।[২৩]
কোচ: মিকি আর্থার
নং | খেলোয়াড় | জন্ম তারিখ (বয়স) | ওডিআই | ভূমিকা | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | লিস্ট এ কিংবা ঘরোয়া দল |
---|---|---|---|---|---|---|---|
৫৪ | সরফরাজ আহমেদ (অঃ, উইঃ) | ২২ মে ১৯৮৭ (বয়স ৩২) | ১০১ | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স |
৫৬ | বাবর আজম | ১৫ অক্টোবর ১৯৯৪ (বয়স ২৪) | ৫৯ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | করাচী কিংস |
৪৫ | আসিফ আলী | ১ অক্টোবর ১৯৯১ (বয়স ২৭) | ১৬ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি মিডিয়াম ফাস্ট | সিন্ধ |
৩৯ | ফখর জামান | ১০ এপ্রিল ১৯৯০ (বয়স ২৯) | ৩১ | ব্যাটসম্যান | বামহাতি | লেফট-আর্ম অর্থোডক্স | লাহোর কালান্দার্স |
৮৯ | হারিস সোহেল | ১৫ অক্টোবর ১৯৮৯ (বয়স ২৯) | ৩১ | ব্যাটসম্যান | বামহাতি | লেফট-আর্ম অর্থোডক্স | লাহোর কালান্দার্স |
২৬ | ইমাম-উল-হক | ১২ ডিসেম্বর ১৯৯৫ (বয়স ২৩) | ২৪ | ব্যাটসম্যান | বামহাতি | ডানহাতি লেগ স্পিন | পেশাওয়ার জালমি |
৮ | মোহাম্মদ হাফিজ | ১৭ অক্টোবর ১৯৮০ (বয়স ৩৮) | ২০৮ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | লাহোর কালান্দার্স |
২৯ | শাদাব খান | ৪ অক্টোবর ১৯৯৮ (বয়স ২০) | ৩৪ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | ইসলামাবাদ ইউনাইটেড |
১৮ | শোয়েব মালিক (সহঃ অঃ) | ১ ফেব্রুয়ারি ১৯৮২ (বয়স ৩৭) | ২৮২ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | মুলতান সুলতান্স |
৯ | ইমাদ ওয়াসিম | ১৮ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩০) | ৩৭ | অল-রাউন্ডার | বামহাতি | লেফট-আর্ম অর্থোডক্স | করাচী কিংস |
৩২ | হাসান আলী | ৭ ফেব্রুয়ারি ১৯৯৪ (বয়স ২৫) | ৪৪ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট মিডিয়াম | পেশাওয়ার জালমি |
৫ | মোহাম্মদ আমির | ১৩ এপ্রিল ১৯৯২ (বয়স ২৭) | ৫১ | বোলার | বামহাতি | বামহাতি ফাস্ট | সুই সাউদার্ন গ্যাস কোম্পানি |
৮৭ | মোহাম্মদ হাসনাইন | ৫ এপ্রিল ২০০০ (বয়স ১৯) | ৩ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স |
৪০ | শাহীন আফ্রিদি | ৬ এপ্রিল ২০০০ (বয়স ১৯) | ১০ | বোলার | বামহাতি | বামহাতি ফাস্ট | লাহোর কালান্দার্স |
৪৭ | ওয়াহাব রিয়াজ | ২৮ জুন ১৯৮৫ (বয়স ৩৩) | ৭৯ | বোলার | ডানহাতি | বামহাতি ফাস্ট | খাইবার পাখতুনখোয়া |
৬০ | ১৬ অক্টোবর ১৯৮৭ (বয়স ৩১) | ২ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | খাইবার পাখতুনখোয়া | |
৪১ | ১৬ জানুয়ারি ১৯৯৪ (বয়স ২৫) | ১৫ | অল-রাউন্ডার | বামহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ইসলামাবাদ ইউনাইটেড | |
৮৩ | ২৪ ডিসেম্বর ১৯৮৯ (বয়স ২৯) | ৭৪ | বোলার | ডানহাতি | বামহাতি ফাস্ট | মুলতান সুলতান্স |
দক্ষিণ আফ্রিকা
[সম্পাদনা]ক্রিকেট সাউথ আফ্রিকা কর্তৃপক্ষ ১৮ এপ্রিল, ২০১৯ তারিখে দক্ষিণ আফ্রিকা দলের ১৫-সদস্যের খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে।[২৪] মূল তালিকায় অ্যানরিখ নরকিয়া থাকলেও হাতে আঘাতের কারণে ৭ মে, ২০১৯ তারিখে তাকে দল থেকে প্রত্যাহার করে নেয়া হয় ও ক্রিস মরিসকে তার স্থলাভিষিক্ত করা হয়।[২৫]
কোচ: অটিস গিবসন
নং | খেলোয়াড় | জন্ম তারিখ (বয়স) | ওডিআই | ভূমিকা | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | লিস্ট এ কিংবা ঘরোয়া দল |
---|---|---|---|---|---|---|---|
১৮ | ফাফ দু প্লেসিস (অঃ) | ১৩ জুলাই ১৯৮৪ (বয়স ৩৪) | ১৩৪ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | টাইটান্স |
১২ | কুইন্টন ডি কক (সহঃ অঃ, উইঃ) | ১৭ ডিসেম্বর ১৯৯২ (বয়স ২৬) | ১০৬ | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | বামহাতি | বামহাতি অর্থোডক্স | নাইটস |
১ | হাশিম আমলা | ৩১ মার্চ ১৯৮৩ (বয়স ৩৬) | ১৭৪ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | কেপ কোবরাস |
৪ | এইডেন মার্করাম | ৪ অক্টোবর ১৯৯৪ (বয়স ২৪) | ১৮ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | টাইটান্স |
৭২ | রাসি ফন ডার ডাসেন | ৭ ফেব্রুয়ারি ১৯৮৯ (বয়স ৩০) | ৯ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | লায়ন্স |
১০ | ডেভিড মিলার | ১০ জুন ১৯৮৯ (বয়স ২৯) | ১২৯ | ব্যাটসম্যান | বামহাতি | ডানহাতি অফ স্পিন | ডলফিন্স |
২১ | জেপি ডুমিনি | ১৪ এপ্রিল ১৯৮৪ (বয়স ৩৫) | ১৯৪ | অল-রাউন্ডার | বামহাতি | ডানহাতি অফ স্পিন | কেপ কোবরাস |
২৩ | অ্যান্ডিল ফেহলাকওয়াইও | ৩ মার্চ ১৯৯৬ (বয়স ২৩) | ৩৬ | অল-রাউন্ডার | বামহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ডলফিন্স |
২৯ | ডোয়েন প্রিটোরিয়াস | ২৯ মার্চ ১৯৮৯ (বয়স ৩০) | ১০ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | লায়ন্স |
৮ | ডেল স্টেইন | ২৭ জুন ১৯৮৩ (বয়স ৩৫) | ১২৫ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট | কেপ কোবরাস |
২৫ | কাগিসো রাবাদা | ২৫ মে ১৯৯৫ (বয়স ২৪) | ৬৪ | বোলার | বামহাতি | ডানহাতি ফাস্ট | লায়ন্স |
২২ | লুঙ্গি এনগিডি | ২৯ মার্চ ১৯৯৬ (বয়স ২৩) | ১৩ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | টাইটান্স |
২০ | ১৬ নভেম্বর ১৯৯৩ (বয়স ২৫) | ৪ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট | ওয়ারিয়র্স | |
২ | ক্রিস মরিস | ৩০ এপ্রিল ১৯৮৭ (বয়স ৩২) | ৩৪ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | টাইটান্স |
৯৯ | ইমরান তাহির | ২৭ মার্চ ১৯৭৯ (বয়স ৪০) | ৯৮ | বোলার | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | লায়ন্স |
৯০ | তাব্রাইজ শামসী | ১৮ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ২৯) | ৫ | বোলার | ডানহাতি | লেফট-আর্ম রিস্ট স্পিন | ডলফিন্স |
শ্রীলঙ্কা
[সম্পাদনা]শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষ ১৮ এপ্রিল, ২০১৯ তারিখে শ্রীলঙ্কা দলের ১৫-সদস্যবিশিষ্ট খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে।[২৬]
কোচ: চণ্ডিকা হাথুরুসিংহা
নং | খেলোয়াড় | জন্ম তারিখ (বয়স) | ওডিআই | ভূমিকা | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | লিস্ট এ কিংবা ঘরোয়া দল |
---|---|---|---|---|---|---|---|
২১ | দিমুথ করুনারত্নে (অঃ) | ২১ এপ্রিল ১৯৮৮ (বয়স ৩১) | ১৭ | ব্যাটসম্যান | বামহাতি | ডানহাতি মিডিয়াম | এসএসসি |
২৮ | অভিষ্কা ফার্নান্দো | ৫ এপ্রিল ১৯৯৮ (বয়স ২১) | ৫ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | কোল্টস |
৬৬ | লাহিরু থিরিমানে | ৯ আগস্ট ১৯৮৯ (বয়স ২৯) | ১১৭ | ব্যাটসম্যান | বামহাতি | ডানহাতি মিডিয়াম | রাগামা |
২ | কুশল মেন্ডিস (উইঃ) | ২ ফেব্রুয়ারি ১৯৯৫ (বয়স ২৪) | ৬২ | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | সিসিসি |
৫৫ | কুশল পেরেরা (উইঃ) | ১৭ আগস্ট ১৯৯০ (বয়স ২৮) | ৮৮ | উইকেট-রক্ষক-ব্যাটসম্যান | বামহাতি | বামহাতি মিডিয়াম | কোল্টস |
৬৯ | অ্যাঞ্জেলো ম্যাথিউস | ২ জুন ১৯৮৭ (বয়স ৩১) | ২০৩ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | কোল্টস |
৭৫ | ধনঞ্জয় ডি সিলভা | ৬ সেপ্টেম্বর ১৯৯১ (বয়স ২৭) | ৩২ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি অফ স্পিন | তামিল ইউনিয়ন |
১ | থিসারা পেরেরা | ১৮ নভেম্বর ১৯৮৯ (বয়স ২৯) | ১৫৩ | অল-রাউন্ডার | বামহাতি | ডানহাতি মিডিয়াম | এসএসসি |
১৭ | ইসুরু উদানা | ১৭ ফেব্রুয়ারি ১৯৮৮ (বয়স ৩১) | ৫ | অল-রাউন্ডার | ডানহাতি | বামহাতি ফাস্ট-মিডিয়াম | চিল ম্যারিয়ান্স |
৪৬ | জেফ্রি ভ্যান্ডারসে | ৫ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ২৯) | ১১ | বোলার | ডানহাতি | ডানহাতি লেগ স্পিন | এসএসসি |
৮৮ | জীবন মেন্ডিস | ১৫ জানুয়ারি ১৯৮৩ (বয়স ৩৬) | ৫৪ | অল-রাউন্ডার | বামহাতি | ডানহাতি লেগ স্পিন | তামিল ইউনিয়ন |
৫৭ | মিলিন্ডা শ্রীবর্ধনা | ৪ ডিসেম্বর ১৯৮৫ (বয়স ৩৩) | ২৬ | অল-রাউন্ডার | বামহাতি | বামহাতি অর্থোডক্স | চিল ম্যারিয়ান্স |
৯৯ | লাসিথ মালিঙ্গা | ২৮ আগস্ট ১৯৮৩ (বয়স ৩৫) | ২১৮ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট | নন্দেস্ক্রিপ্টস |
৮২ | সুরঙ্গা লকমল | ১০ মার্চ ১৯৮৭ (বয়স ৩২) | ৮১ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | এসএলপিএসিসি |
৬৩ | নুয়ান প্রদীপ | ১৯ অক্টোবর ১৯৮৬ (বয়স ৩২) | ৩৪ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | এসএসসি |
ওয়েস্ট ইন্ডিজ
[সম্পাদনা]২৪ এপ্রিল, ২০১৯ তারিখে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কর্তৃপক্ষ ১৫-সদস্যবিশিষ্ট ওয়েস্ট ইন্ডিজ দলের তালিকা প্রকাশ করে।[২৭] ১৯ মে, ২০১৯ তারিখে সুনীল অ্যামব্রিস, ডোয়েন ব্র্যাভো, জন ক্যাম্পবেল, জোনাথন কার্টার, রস্টন চেজ, শেন ডোরিচ, কিমো পল, খেরি পিরে, রেমন রেইফার ও কিরণ পোলার্ডকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কর্তৃপক্ষ সংরক্ষিত খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত করে।[২৮]
কোচ: ফ্লয়েড রেইফার
নং | খেলোয়াড় | জন্ম তারিখ (বয়স) | ওডিআই | ভূমিকা | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | লিস্ট এ কিংবা ঘরোয়া দল |
---|---|---|---|---|---|---|---|
৮ | জেসন হোল্ডার (অঃ) | ৫ নভেম্বর ১৯৯১ (বয়স ২৭) | ৯০ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | বার্বাডোস |
২৬ | কার্লোস ব্রাদওয়েট | ১৮ জুলাই ১৯৮৮ (বয়স ৩০) | ৩৩ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | বার্বাডোস |
৪৬ | ড্যারেন ব্র্যাভো | ৬ ফেব্রুয়ারি ১৯৮৯ (বয়স ৩০) | ৯৪ | ব্যাটসম্যান | ডানহাতি | ডানহাতি-মিডিয়াম | ত্রিনিদাদ |
১৯ | শেলডন কট্রিল | ১৯ আগস্ট ১৯৮৯ (বয়স ২৯) | ১০ | বোলার | ডানহাতি | বামহাতি ফাস্ট-মিডিয়াম | জ্যামাইকা |
৯৭ | ফ্যাবিয়ান অ্যালেন | ৭ মে ১৯৯৫ (বয়স ২৪) | ৪ | বোলার | ডানহাতি | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | জ্যামাইকা |
৮৫ | শ্যানন গ্যাব্রিয়েল | ২৮ এপ্রিল ১৯৮৮ (বয়স ৩১) | ১২ | বোলার | ডানহাতি | ডানহাতি-ফাস্ট | ত্রিনিদাদ |
৪৫ | ক্রিস গেইল | ২১ সেপ্টেম্বর ১৯৭৯ (বয়স ৩৯) | ২৮৯ | অল-রাউন্ডার | বামহাতি | ডানহাতি অফ ব্রেক | জ্যামাইকা |
২ | শিমরন হেটমায়ার | ২৬ ডিসেম্বর ১৯৯৬ (বয়স ২২) | ১৬ | ব্যাটসম্যান | বামহাতি | ডানহাতি লেগ ব্রেক | গায়ানা |
৪ | শাই হোপ (উইঃ) | ১০ নভেম্বর ১৯৯৩ (বয়স ২৫) | ৫১ | ব্যাটসম্যান | বামহাতি | বামহাতি মিডিয়াম | বার্বাডোস |
১৭ | এভিন লুইস | ২৭ ডিসেম্বর ১৯৯১ (বয়স ২৭) | ৩৪ | উদ্বোধনী ব্যাটসম্যান | বামহাতি | ডানহাতি মিডিয়াম | ত্রিনিদাদ |
৫ | অ্যাশলে নার্স | ২২ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩০) | ৪৫ | বোলার | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ত্রিনিদাদ |
২৯ | নিকোলাস পুরাণ (উইঃ) | ২ অক্টোবর ১৯৯৫ (বয়স ২৩) | ১ | উইঃ | বামহাতি | — | ত্রিনিদাদ |
২৪ | কেমার রোচ | ৩০ জুন ১৯৮৮ (বয়স ৩০) | ৮০ | বোলার | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | বার্বাডোস |
১২ | আন্দ্রে রাসেল | ২৯ এপ্রিল ১৯৮৮ (বয়স ৩১) | ৫২ | অল-রাউন্ডার | ডানহাতি | ডানহাতি ফাস্ট | জ্যামাইকা |
৪২ | ওশেন টমাস | ১৮ ফেব্রুয়ারি ১৯৯৭ (বয়স ২২) | ৮ | বোলার | বামহাতি | ডানহাতি ফাস্ট | জ্যামাইকা |
পরিসংখ্যান
[সম্পাদনা]ওডিআই ক্যাপ
[সম্পাদনা]সর্বনিম্ন ক্যাপ[খ] | সর্বাধিক ক্যাপ[খ] | ||
---|---|---|---|
টম ব্লান্ডেল | ০ | এমএস ধোনি | ৩৪১[গ] |
নিকোলাস পুরাণ | ১ | ক্রিস গেইল | ২৮৯[ঘ] |
আবু জায়েদ | ২ | শোয়েব মালিক | ২৮৪ |
জোফ্রা আর্চার | ৩ | বিরাট কোহলি | ২২৭ |
লিয়াম ডসন | ইয়ন মর্গ্যান | ২২২[ঙ] |
বয়স
[সম্পাদনা]সর্বকনিষ্ঠ খেলোয়াড়[চ] | বয়োঃজ্যেষ্ঠ খেলোয়াড়[চ] | ||
---|---|---|---|
মুজিব উর রহমান | ১৮ বছর, ৬৩ দিন | ইমরান তাহির | ৪০ বছর, ৬৪ দিন |
শাহীন আফ্রিদি | ১৯ বছর, ৫৪ দিন | ক্রিস গেইল | ৩৯ বছর, ২৫১ দিন |
মোহাম্মদ হাসনাইন | ১৯ বছর, ৫৫ দিন | মোহাম্মদ হাফিজ | ৩৮ বছর, ২২৫ দিন |
শাদাব খান | ২০ বছর, ২৩৮ দিন | মহেন্দ্র সিং ধোনি | ৩৭ বছর, ৩২৭ দিন |
রশীদ খান | ২০ বছর, ২৫২ দিন | শোয়েব মালিক | ৩৭ বছর, ১১৮ দিন |
পাদটীকা
[সম্পাদনা]- ↑ বর্তমান জাতীয় দল, পূর্ববর্তী জাতীয় দল, এসিএ আফ্রিকান একাদশ, এসিসি এশিয়ান একাদশ ও আইসিসি বিশ্ব একাদশে অংশগ্রহণকৃত খেলাগুলো অন্তর্ভুক্ত হয়েছে।
- ↑ ক খ The table only includes those who were in the 15 member squad at the start of the tournament. Caps include all appearances in ODIs before 30 May 2019, the first day of the World Cup.
- ↑ Includes three appearances for the Asia XI.
- ↑ Includes three appearances for the World XI.
- ↑ Includes twenty-three appearances for Ireland.
- ↑ ক খ The table only includes those who were in the 15 member squad at the start of the tournament. Age as of 30 May 2019, the first day of the World Cup.
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Cricket World Cup 2019: West Indies name Chris Gayle for fifth ODI tournament"। NewsHub। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯।
- ↑ "ICC Men's Cricket World Cup 2019 – full teams and squads"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯।
- ↑ Forsaith, Rob (২৮ মার্চ ২০১৯)। "World Cup squad puzzle bloody hard: Finch"। The Sydney Morning Herald। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৯।
- ↑ "Cricket World Cup 2019: Jofra Archer in contention for England call-up"। ৩ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৯ – www.bbc.com-এর মাধ্যমে।
- ↑ "Uncapped Blundell named in New Zealand World Cup squad, Sodhi preferred to Astle"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯।
- ↑ "Andre Russell picked in West Indies' World Cup squad"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৯।
- ↑ "Uncapped in ODIs, who is Tom Blundell?"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯।
- ↑ "Abu Jayed, Mosaddek picked for Bangladesh World Cup squad"। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯।
- ↑ "5th Match, Ireland Tri-Nation Series at Dublin, May 13 2019"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৯।
- ↑ "Cricket World Cup 2019: The leader board"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।
- ↑ "Afghanistan squad announced for ICC Cricket World Cup"। Afghanistan Cricket Board। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
- ↑ "Big names left out of World Cup squad"। Cricket Australia। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৯।
- ↑ https://www.theage.com.au/sport/cricket/cruel-blow-as-jhye-richardson-ruled-out-of-world-cup-20190508-p51l3r.html
- ↑ "Shakib back for World Cup, named Mortaza's deputy"। Cricbuzz। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯।
- ↑ "England name preliminary ICC Men's Cricket World Cup Squad"। England and Wales Cricket Board। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৯।
- ↑ "Alex Hales dropped from England's World Cup squad following drugs ban"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ২৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯।
- ↑ "England name ICC Men's Cricket World Cup squad"। ২১ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯।
- ↑ "Karthik, Shankar included in India's World Cup squad"। Cricbuzz (ইংরেজি ভাষায়)। ১৫ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৯।
- ↑ "Team India for ICC Cricket World Cup 2019 announced"। Board of Control for Cricket in India (ইংরেজি ভাষায়)। ১৫ এপ্রিল ২০১৯। ১৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৯।
- ↑ "Ambati Rayudu, Rishabh Pant, Navdeep Saini named standbys for World Cup"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ১৭ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৯।
- ↑ "BLACKCAPS squad named for ICC Cricket World Cup"। New Zealand Cricket। ২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৯।
- ↑ "Pakistan name squad for ICC Men's Cricket World Cup 2019"। Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯।
- ↑ "Wahab Riaz, Mohammad Amir, Asif Ali included in Pakistan World Cup squad"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ২০ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।
- ↑ "Faf to lead experienced and exciting Proteas squad at ICC Men's Cricket World Cup"। Cricket South Africa। ১১ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯।
- ↑ "Chris Morris replaces Anrich Nortje in South Africa's CWC19 squad"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯।
- ↑ "Sri Lanka Squad for ICC Cricket World Cup 2019"। Sri Lanka Cricket। ১৮ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯।
- ↑ "West Indies Squad for ICC Cricket World Cup 2019 England & Wales"। Cricket West Indies। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৯।
- ↑ "Dwayne Bravo, Kieron Pollard named among West Indies' World Cup reserves"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৯।