বিষয়বস্তুতে চলুন

হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
বিবরণহাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেতার জন্য
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস
প্রথম পুরস্কৃত১৯৫৪
বর্তমানে আধৃতজেসন সুডেকিস,
টেড ল্যাসো (২০২১)
ওয়েবসাইটemmys.com

হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কারের অংশ হিসেবে হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেতাকে এই পুরস্কার প্রদান করা হয়। ১৮তম প্রাইমটাইম এমি পুরস্কার থেকে হাস্যরসাত্মক ধারাবাহিকের প্রধান অভিনেতারা এই বিভাগের প্রতিযোগিতার জন্য মনোনীত হতেন। এর পূর্বে মিনি ধারাবাহিক, টেলিভিশন চলচ্চিত্�� এবং অতিথি অভিনেতারাও মূল অভিনয়শিল্পীদলের সাথে এই বিভাগে প্রতিযোগিতা করতেন।

মাইকেল জে. ফক্স, কেলসি গ্রামার, ক্যারল ওকনরজিম পারসন্স এই বিভাগে সর্বাধিক চারবার পুরস্কৃত হন। অন্যদিকে টেড ড্যানসন সর্বাধিক ১৪ বার মনোনয়ন লাভ করেন। সাম্প্রতিক বিজয়ী জেসন সুডেকিস টেড ল্যাসো ধারাবাহিকে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন।

একাধিক পুরস্কার জয়ী অনুষ্ঠান

[সম্পাদনা]

একাধিক মনোনয়ন প্রাপ্ত অনুষ্ঠান

[সম্পাদনা]

একাধিক পুরস্কার বিজয়ী অভিনেতা

[সম্পাদনা]

একাধিক মনোনয়ন প্রাপ্ত অভিনেতা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]