হালিমা হাতুন
হালিমা হাতুন Halime Hatun حلیمه خاتون | |
---|---|
মৃত্যু | ১৩ ফেব্রুয়ারি ১২৮১ সোগুত |
সমাধি | |
দাম্পত্য সঙ্গী | আরতুগ্রুল গাজী |
বংশধর | উসমান গুন্দুজ বে সাভচি বে |
পিতা | শাহজাদা নোমান |
ধর্ম | ইসলাম |
হালিমা হাতুন (উসমানীয় তুর্কি: حلیمه خاتون) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রুল গাজীর স্ত্রী এবং উসমানীয় সাম্রাজ্যের প্রথম সুলতান উসমানের মাতা। এছাড়াও তিনি সেলজুক সাম্রাজ্যের শাহজাদা নোমানের কন্যা।
জীবনী
[সম্পাদনা]হালিমা হাতুন (জন্মঃ হালিমা সুলতানা) ছিলেন সেলজোক সুলতানা; যিনি সেলজোক শাহাজাদা নোমানের কন্যা ছিলেন। তিনি আরতোগ্রোলকে বিয়ে করেন এবং ৩ সন্তানের জন্ম দেন। তাদের নাম হলো যথাক্রমে গুন্দুজ আল্প,সাবচী আল্প এবং উসমান গাজী। তিনি ১৩ ফেব্রুয়ারি ১২৮১ সালে মৃত্যুবরণ করেন। হালিমা হাতুনের সমাধিস্থল আরতোগ্রোলের সোগুতের বাগানের পাশেই অবস্থিত।
নামকরণ
[সম্পাদনা]হালিমা সেলজোগ পরিবারের শাহাজাদী হওয়ার সূত্রে জন্মনাম ছিল হালিমা সুলতানা কিন্তু তিনি কায় বংশের সদস্য হওয়ার সূত্রে তার নামকরণ করা হয় হালিমা হাতুন।
জনপ্রিয় সংস্কৃতি
[সম্পাদনা]তুরস্কের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক দিরিলিস: আর্তগুল-এ হালিমা সুলতানের ভূমিকায় এশরা ব���লগিচ অভিনয় করেন।[১]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Esra Bilgic"। IMDb (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১৯।