বিষয়বস্তুতে চলুন

সুপর্ণা আনন্দ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুপর্ণা আনন্দ
സുപർണ ആനന്ദ്
জন্ম
সুপর্ণা

জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
পেশাঅভিনয়শিল্পী
কর্মজীবন১৯৭৯-১৯৯৭
দাম্পত্য সঙ্গীসঞ্জয় মিত্র (অভিনয়শিল্পী) (বি. ১৯৯৭; বিচ্ছেদ. ২০০৮)

সুপর্ণা আনন্দ একজন ভারতীয় অভিনেত্রী। তিনি মালায়ালাম এবং হিন্দি চলচ্চিত্রে করেছেন। তিনি এমটি বাসুদেবন নায়ার রচিত ও ভরথান পরিচালিত বৈশালী চলচ্চিত্রের প্রধান বৈশালী চরিত্রে অভিনয়ের জন্য বেশ পরিচিতি পান। এছাড়াও, তিনি পি পদ্মরাজন রচিত ও পরিচালিত নজন গন্ধর্বণ চলচ্চিত্রে ভামা চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিত লাভ করেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি ১৯৯৭ সালে সঞ্জয় মিত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সঞ্জয় মিত্র বৈশালী চলচ্চিত্রে তার সহ-অভিনেতা ছিলেন। তাদের ২ জন পুত্র, মানব মিত্র (১৯৯৯) এবং ভব্য মিত্র (২০০১), রয়েছে। তার বড় ছেলে আইনের প্রথম বর্ষের ছাত্র এবং ছোট ছেলে দ্বাদশ শ্রেণীতে পড়ে। ২০০৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীতে, ২০১০ সালে তিনি দিল্লির ব্যবসায়ী রাজেশ সাভলানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[][][]

কর্মজীবন

[সম্পাদনা]

সুপর্ণা আনন্দ ১৯৭৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত অভিনয় করেন। তিনি মাত্র ছয় বছর বয়স থেকে অভিনয় জীবন শুরু করে।[] তিনি অনেক হিন্দি, কন্নড়, তামিল, তেলুগু এবং মালয়ালম চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তিনি এন চন্দ্র পরিচালিত অনিল কাপুরমাধুরী দীক্ষিত অভিনীত তেজাব (১৯৮৮) চলচ্চিত্রে জ্যোতি দেশমুখের ভূমিকায় অভিনয় করেছিলেন।[] তিনি এই চলচ্চিত্রে অনিল কাপুরের ছোট বোন জ্যোতি দেশমুখের ভূমিকায় অভিনয় করেন। বর্তমানে, সুপর্ণা তার বাবার ব্যবসা দেখাশোনা করছে।[] এছাড়াও তিনি বিভিন্ন আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকেন।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর সিনেমা ভাষা ভূমিকা
১৯৭৯ নাগিন অর সুহাগিন হিন্দি তরুণী গৌরী
শিশু শিল্পী
১৯৮২ চোরনি হিন্দি শিশু শিল্পী
১৯৮৮ বৈশালী মালয়ালম বৈশালী
সাক্ষী মালয়ালম
আকর্ষন হিন্দি স্টারলাইফ ফটোগ্রাফার
জুলম কো জালা দুঙ্গা হিন্দি গৌরী
তেজাব হিন্দি জ্যোতি দেশমুখ
দাদা কন্নড় আশা
১৯৮৯ উথারাম মালয়ালম সেলিনা জোসেফ
দ্রাবিড় তামিল রাধা
অশোক চক্রবর্তী তেলুগু প্রীতি
১৯৯০ নাগরঙ্গিল চেন্নু রপারকম মালয়ালম আশা
মুকাদ্দার কা বাদশাহ হিন্দি গীতা
১৯৯১ নজন গন্ধর্বণ মালয়ালম ভামা
১৯৯১ আনন্দ নিকেতন বেঙ্গাই রুমি
১৯৯২ দিল নে ইকরার কিয়া হিন্দি
১৯৯৭ আস্থা: বসন্তের কারাগারে হিন্দি ছাত্রী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Remembering mastero filmmaker Padmarajan with his popular love stories"The Times of India। ২৪ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২০ 
  2. "'Vaishali' couple Suparna, Sanjay share stage after parting ways"OnManorama 
  3. "Vaishali actors Sanjay Mithra and Suparna Anand to feature in Onnum Onnum Moonnu - Times of India"The Times of India 
  4. "വൈശാലിയിലെ ഋഷ്യശൃംഗൻ ഇവിടെയുണ്ട് !"ManoramaOnline (মালায়ালাম ভাষায়)। 
  5. Madhu Jain (২৮ ফেব্রুয়ারি ১৯৮৯)। "Mean street Moghul: Hit director N. Chandra brings realism to films"India Today। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]