বিষয়বস্তুতে চলুন

সমন্বিত এয়ারপোর্ট সিস্টেমের জাতীয় পরিকল্পনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ন্যাশনাল প্ল্যান অফ ইন্টিগ্রেটেড এয়ারপোর্ট সিস্টেমস (NPIAS) হলো যুক্তরাষ্ট্রের বিমান চলাচল অবকাঠামোর একটি তালিকা। NPIAS-এর পরিকল্পনা করেছে এবং এখন এটি পরিচালনা করে ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন (FAA)।[]

এই তালিকায় বিদ্যমান এবং প্রস্তাবিত বিমানবন্দরগুলো অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় বিমান পরিবহনে গুরুত্বপূর্ণ। এজন্য এই বিমানবন্দরগুলো বিমানবন্দর উন্নয়ন কর্মসূচী (AIP)-এর অধীনে ফেডারেল অনুদান পেতে যোগ্য। এছাড়াও, এই তালিকায় এয়ারপোর্টগুলোর উন্নয়ন প্রকল্পের জন্য কত AIP তহবিল প্রয়োজন তা অনুমান করা হয়, যা বর্তমান নকশার মান অনুযায়ী বিমানবন্দরগুলোকে উন্নত করতে এবং অতিরিক্ত চাপের শিকার বিমানবন্দরগুলোতে সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। FAA-এর দায়িত্ব হলো প্রতি দুই বছরে একবার কংগ্রেসে AIP-যোগ্য উন্নয়নের পাঁচ বছরের একটি হিসাব প্রদান করা।[]

NPIAS-এ সব বাণিজ্যিক সেবা বিমানবন্দর, সব রিলিভার বিমানবন্দর, এবং নির্বাচিত সাধারণ বিমানবন্দর অন্তর্ভুক্ত রয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ন্যাশনাল প্ল্যান অফ ইন্টিগ্রেটেড এয়ারপোর্ট সিস্টেম (NPIAS)"www.faa.govFAA। ২০১৯-০২-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]