শিরীন আখতার (রাজনীতিবিদ)
শিরীন আখতার | |
---|---|
ফেনী-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৯ জানুয়ারি ২০১৪ – ২০১৮ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | খালেদা জিয়া |
কাজের মেয়াদ ২০১৯ – ২০২৩ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ফেনী | ১২ এপ্রিল ১৯৫৪
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | জাতীয় সমাজতান্ত্রিক দল |
দাম্পত্য সঙ্গী | মনিরুল ইসলাম (মার্শাল মনি) |
সন্তান | অমিত মনসিজ |
প্রাক্তন শিক্ষার্থী |
শিরীন আখতার (জন্ম: ১২ এপ্রিল ১৯৫৪) হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। তিনি ফেনী-১ আসনের জাতীয় সংসদ সদস্য ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]শিরীন আখতার ১২ এপ্রিল ১৯৫৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নোয়াখালীর ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে অধ্যয়ন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।[৩][৪]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]শিরীন আখতার ছাত্র জীবন থেকেই রাজনীতি শুরু করেন। ছিলেন জাসদ ছাত্রলীগ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কমিটির সভাপতি। তিনি ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্বাবিদ্যালয় শামসুন্নাহার হল ছাত্রী সংসদের সমাজ সেবা সম্পাদক ছিলেন। ১৯৯০-এর গণঅভ্যুত্থানে শ্রমিক জোট, স্কপ, ঐক্যবদ্ধ নারী সমাজের কেন্দ্রীয় নেত্রী হিসেবে ভূমিকা রাখেন।
তিনি ১২ মার্চ ২০১৬ সাল থেকে বাংলাদেশের সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন দল জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক।
তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য মনোনীত হন।[১] ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী-১ আসন থেকে আওয়ামী লীগের সমর্থনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে পুনরায় সংসদ সদস্য মনোনীত হন।[৪][৩] শিরীন আখতার মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।[৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]শিরীন আখতারের স্বামী মনিরুল ইসলাম (মার্শাল মনি) মুক্তিযুদ্ধের সংগঠক। এই দম্পতীর একমাত্র পুত্র অমিত মনসিজ পেশায় চিকিৎসক।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৮-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)। ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃষ্ঠা ২২৮। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ ঘ শিরীন আখতার (২০১২)। নারী রাজনীতি ও রাষ্ট্র (হার্ডকভার)। বাংলাদেশ: অ্যাডর্ন পাবলিকেশন। পৃষ্ঠা ২২১।
- ↑ ক খ "Constituency 265_10th_Bn"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮।