শিমলা জেলা
শিমলা জেলা | |
---|---|
জেলা | |
ডাকনাম: পাহাড়ের রাণী | |
দেশ | ভারত |
রাজ্য | হিমাচল প্রদেশ |
সদরদপ্তর | শিমলা |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | শিমলা |
আয়তন | |
• মোট | ৫,১৩১ বর্গকিমি (১,৯৮১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৮,১৪,০১০ |
• ক্রম | ৩য় |
• জনঘনত্ব | ১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | হিন্দি |
জনমিতি | |
• লিঙ্গ অনুপাত | ৯১৬ |
• স্বাক্ষরতা | ৮৪.৭৫ |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
এলাকা কোড | 91 177 xxxxxxx |
আইএসও ৩১৬৬ কোড | IN-HP |
ওয়েবসাইট | hpshimla |
শিমলা জেলা ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশের একটি জেলা। এ জেলার সদরদপ্তরের নামও শিমলা। পার্শ্ববর্তী জেলাগুলো হল: উত্তরে মান্দি ও কুলু, পূর্বে কিন্নৌর, দক্ষিণ-পূর্বে উত্তরাখণ্ড, দক্ষিণ-পশ্চিমে সোলান এবং দক্ষিণে সিরমৌর। সমুদ্র পৃষ্ঠ থেকে জেলার উচ্চতা ৯৮৭ মিটার (৩,২৩৮ ফুট) থেকে ৪,৫০০ মিটার (১৪,৭৬৪ ফুট) পর্যন্ত।
২০১১ সালের তথ্য অনুযায়ী এটি হিমাচল প্রদেশের কংরা ও মান্ডির পরে তৃতীয় সর্বাধিক জনবহুল জেলা (১২টির মধ্যে)।[১] এবং এটি হিমাচল প্রদেশের সর্বাধিক নগরায়িত জেলা।
জেলার সবচেয়ে বেশি পালিত ধর্মীয় বিশ্বাস হল হিন্দু ধর্ম। হিন্দি এবং পাহাড়ি ভাষা হল এখানকার সর্বাধিক কথিত ভাষা। পর্যটন এবং কৃষিকাজ / উদ্যানতন্ত্র আয়ের প্রধান উৎস।
ভূগোল
[সম্পাদনা]শিমলা জেলা ভুমিকম্পে ঝুঁকিপূর্ণ এলাকা। কোপেন জলবায়ু শ্রেণিবিন্যাস অনুযায়ী এখানে উপক্রান্তীয় উচ্চভূমি জলবায়ু বিরাজমান। শিমলার জলবায়ু শীতকালে মূলত শীতল এবং গ্রীষ্মের মধ্যে মাঝারি উষ্ণ থাকে। তাপমাত্রা সাধারণত সারাবছর ধরে −৪° সেলসিয়াস (২৫° ফারেনহাইট) থেকে ৩১° সেলসিয়াস (৮৮° ফারেনহাইট) পর্যন্ত থাকে।
শিমলা (১৯৫১ - ১৯৮০)-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ রেকর্ড °সে (°ফা) | ২১.৪ (৭০.৫) |
২২.৬ (৭২.৭) |
২৫.৮ (৭৮.৪) |
২৯.৬ (৮৫.৩) |
৩২.৪ (৯০.৩) |
৩১.৫ (৮৮.৭) |
২৮.৯ (৮৪.০) |
২৭.৮ (৮২.০) |
২৮.৬ (৮৩.৫) |
২৫.৬ (৭৮.১) |
২৩.৫ (৭৪.৩) |
২০.৫ (৬৮.৯) |
৩২.৪ (৯০.৩) |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ৮.৯ (৪৮.০) |
১০.৬ (৫১.১) |
১৪.৮ (৫৮.৬) |
১৯.৪ (৬৬.৯) |
২২.৯ (৭৩.২) |
২৪.১ (৭৫.৪) |
২১.০ (৬৯.৮) |
২০.২ (৬৮.৪) |
২০.১ (৬৮.২) |
২৩.৭ (৭৪.৭) |
১৫.১ (৫৯.২) |
১২.০ (৫৩.৬) |
১৭.৩ (৬৩.১) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ১.৭ (৩৫.১) |
৩.০ (৩৭.৪) |
৬.৮ (৪৪.২) |
১১.১ (৫২.০) |
১৪.২ (৫৭.৬) |
১৫.৬ (৬০.১) |
১৫.০ (৫৯.০) |
১৪.৮ (৫৮.৬) |
১৩.৪ (৫৬.১) |
১০.৭ (৫১.৩) |
৭.০ (৪৪.৬) |
৪.৩ (৩৯.৭) |
৯.৮ (৪৯.৬) |
সর্বনিম্ন রেকর্ড °সে (°ফা) | −১০.৬ (১২.৯) |
−৮.৫ (১৬.৭) |
−৬.১ (২১.০) |
−১.৩ (২৯.৭) |
১.৪ (৩৪.৫) |
৭.৮ (৪৬.০) |
৯.৪ (৪৮.৯) |
১০.৬ (৫১.১) |
৫.০ (৪১.০) |
০.২ (৩২.৪) |
−১.১ (৩০.০) |
−১২.২ (১০.০) |
−১২.২ (১০.০) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ৫৪.৬ (২.১৫) |
৪৭.২ (১.৮৬) |
৫৯.৪ (২.৩৪) |
৪১.১ (১.৬২) |
৫৬.৪ (২.২২) |
১৭৫.৬ (৬.৯১) |
৩৭৬.৫ (১৪.৮২) |
৩৩৫.১ (১৩.১৯) |
১৯০.২ (৭.৪৯) |
৪৬.২ (১.৮২) |
১৩.৮ (০.৫৪) |
১৬.০ (০.৬৩) |
১,৪২৪.৮ (৫৬.০৯) |
বৃষ্টিবহুল দিনগুলির গড় | ৪.৭ | ৪.১ | ৫.২ | ৩.৬ | ৪.৬ | ১০.৩ | ১৮.৩ | ১৮.১ | ৯.৯ | ২.৯ | ১.৩ | ১.৮ | ৮৪.৮ |
উৎস: India Meteorological Department (record high and low up to 2010)[২][৩] |
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের ভারতীয় জনগণনার তথ্য অনুসারে শিমলা জেলার জনসংখ্যা ছিল ৮১৪,০১০ জন,[৪] যা এটিকে ভারতে ৪৮৩তম জনবহুল জেলায় পরিণত করেছে (মোট ৬৪০ এর মধ্যে)। এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১৫৯ জন বা প্রতি বর্গ মাইলে ৪১০ জন) লোক বসবাস করে। ২০০১-২০১১ এর দশকে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ১২.৬৭%। শিমলা জেলার লিঙ্গ অনুপাত প্রতি ১০০ পুরুষের জন ৯১৫ মহিলা রয়েছে এবং সাক্ষরতার হার ৮৩.৬৪%। হিমাচলের সকল জেলার সর্বাধিক নগরাঞ্চলীয় জনসংখ্যা রয়েছে এ জেলায়। নগরীর জনসংখ্যা জেলার মোট জনসংখ্যার ২৪.৭৭%।
২০১১ সালের জনগণনা অনুযায়ী, জেলার মোট জনসংখ্যার ৬৮% তাদের প্রথম ভাষা হিসেবে পাহাড়ী ভাষা ব্যবহার করে, ২০% হিন্দি বেছে নিয়েছে, ৪% নেপালি ভাষায় কথা বলে, ১.৪% স্প্যানিশ পাঞ্জাবি এবং ১% এরও কম লোক কানগ্রি ভাষায় কথা বলে।[৫]
প্রশাসন
[সম্পাদনা]শিমলা জেলা ১২টি তফসিল; রামপুর, কুমারসাইন, সিওনি, সিমলা (গ্রামীণ), সিমলা (শহুরে), থিওগ, চৌপাল, জুব্বাল, কোটখাই, রোহরু, চিরগাঁও, দোদ্র কাওয়ার ও ১০ কমিউনিটি উন্নয়ন; মাশোব্রা, থিওগ, চৌপাল, জুব্বাল কোটখাই, রোহরু, রামপুর, নারকান্দা (কুমারসাইন), চিরগাঁও, বাসন্তপুর, ননখড়ি ব্লকে বিভক্ত। এগুলো আবার ৩৬৩টি গ্রাম পঞ্চায়েতে বিভক্ত।
এ জেলায় হিমাচল প্রদেশের বিধানসভার ৮টি কেন্দ্র রয়েছে; রামপুর, শিমলা গ্রামীণ, শিমলা শহুরে, থিওগ-কুমারসাইন, চৌপাল, জুব্বাল-কোটখাই, রোহরু, কাসুমপতি বিধানসভা কেন্দ্র।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- ↑ "Shimla Climatological Table Period: 1951–1980"। India Meteorological Department। ১৪ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৫।
- ↑ "Ever recorded Maximum and minimum temperatures up to 2010" (পিডিএফ)। India Meteorological Department। ২১ মে ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৫।
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/0211_PART_B_DCHB_SHIMLA.pdf pp. 22–23
- ↑ C-16 Population By Mother Tongue – Himachal Pradesh (প্রতিবেদন)। Office of the Registrar General & Census Commissioner, India। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯।