শালোম আলেইকেম
শালোম আলেইকেম (/ʃəˌlɒm
এই শুভেচ্ছাবার্তা বিশ্বজুড়ে ইহুদিদের মধ্যে প্রচলিত। জেরুজালেম তালমুডে এটি ছয়বার করে বলা হয়। আশকেনাৎজি ইহুদিদের মধ্যে এই অভিবাদন বাক্যটি বেশি দেখা যায়। একজনকে সম্বোধন করার ক্ষেত্রেও এর বহুবচন রূপ "עֲלֵיכֶם" ব্যবহার করা হয়। এর একটি ধর্মীয় ব্যাখ্যা হল যে একটি দেহ ও আত্মা উভয়কেই শুভেচ্ছা জানাচ্ছেন, তবে হিব্রু ভাষায় শ্রদ্ধার চিহ্ন হিসাবে খুব কমই বহুবচন ব্যবহার হয়।
অন্যান্য ধর্ম
[সম্পাদনা]অনেক ধর্ম এই শুভেচ্ছা বাক্যটি ব্যবহার করে থাকে।
এটির সম্পর্কিত আরবি সংস্করণ, আসসালামু আলাইকুম ("আপনার উপর শান্তি বর্ষিত হোক") বহু ভাষা ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর মুসলমানদের দ্বারা ব্যবহৃত হয়। যার যথোপযুক্ত প্রতিত্তোরে বলা হয় ওয়া আলাইকুম সালাম ("আপনার উপরও শান্তি বর্ষিত হোক")। (আরবি ভাষায় السلام عليكم) আস-সালামু আলাইকুম এবং এর রূপভেদগুলো বিভিন্ন ধর্মের আরবরা সালাম হিসাবে ব্যবহার করে। আরামীয় এবং ধ্রুপদী সিরিয়াক ভাষায় Shlomo 'aleykhun (ܫܠܳܡܳܐ ܥܰܠܶܝܟ̣ܽܘܢ) ব্যবহার করে যার অর্থ আপনাকে জানাই শান্তির বার্তা।
ক্যাথলিক এবং অর্থডক্স গীর্জাতে তোমরা শান্তিতে রও (গ্রিকে: "Εἰρήνη πᾶσι", লাতিন ভাষায়: "Pax vobiscum") বলে একজন বিশপ বা যাজক প্রাথমিকভাবে অভিবাদন করে থাকেন। গণসম্মেলনে, ক্যাথলিক যাজকরা যারা বিশপ নন তারা বলেন প্রভু আপনার সহায় হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "shalom aleichem"। মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ মে ১৯, ২০১৮।
- ↑ "shalom aleichem"। Collins Dictionary। সংগ্রহের তারিখ মে ১৯, ২০১৮।
- ↑ "shalom aleichem"। ডিকশনারী.কম। র্যান্ডম হাউজ। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০১৬।
- ↑ Dovid Zaklikowski। "The Jewish Hello"। Chabad.org। সংগ্রহের তারিখ জুলাই ২৮, ২০১৬।