বিষয়বস্তুতে চলুন

রেণুকা শাহানে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেনুকা শাহানে
रेणुका शहाणे
২০১০ সালে রেনুকা শাহানে
জন্ম (1966-10-07) ৭ অক্টোবর ১৯৬৬ (বয়স ৫৮)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯০–বর্তমান
দাম্পত্য সঙ্গীআশুতোষ রানা
সন্তানশৌর্যমন রানা
সত্যেন্দ্র রানা

রেনুকা শাহানে (জন্ম: ৭ই অক্টোবর ১৯৬৬; বিবাহের পরে রেনুকা আশুতোষ রানা নামেও পরিচিত) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি বলিউড চলচ্চিত্র জগৎ এবং ভারতীয় টেলিভিশনে কাজ করেছেন। ১৯৯৩–২০০১ সালে, তিনি দূরদর্শন-এ প্রচারিত টেলিভিশন অনুষ্ঠান সুরভি-এর সহ-উপস্থাপক ছিলেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রেনুকা শাহানে ১৯৬৬ সালের ৭ই অক্টোবর তারিখে ভারতের মহারাষ্ট্রের একটি মহারাষ্ট্রীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর মাতৃভাষা মারাঠি। তাঁর বাবা লেফটেন্যান্ট বিজয় কুমার শাহান, ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। তাঁর মা শান্তা গোখলে একজন নাট্যব্যক্তিত্ব এবং চলচ্চিত্র সমালোচক, যিনি মূলত মারাঠি মঞ্চ নাট্যে কাজ করেন। যখন রেনুকা খুব ছোট ছিলেন, তখন তাঁর মা আর বাবার বিচ্ছেদ হয়ে গিয়েছিল। পরে তাঁর মা চলচ্চিত্র নির্মাতা অরুণ খোপকার নামে এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। যাইহোক, এই দ্বিতীয় বিবাহটিও শীঘ্রই আরও বিচ্ছেদের মধ্যে শেষ হয়েছিল। এর পরে শান্তা গোখলে তাঁর মতো চলচ্চিত্র সাংবাদিক জেরি পিন্টোর সাথে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব শুরু করেছিলেন। রেনুকা এবং তাঁর একমাত্র ভাই গিরিশ শাহানে মুম্বইয়ে তাঁদের মায়ের সাথেই তাঁদের শৈশব অতিবাহিত করেছেন। রেনুকা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মনোবিজ্ঞান নিয়ে হতে বি. এ. করেছিলেন এবং মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিকাল সাইকোলজি বিভাগে স্নাতকোত্তর করেছিলেন। তাঁর ভাই গিরিশ শাহানে একজন সমসাময়��ক লেখক, শিল্প সমালোচক এবং শিল্পী, যিনি বিভিন্ন শিল্পের সাথে যুক্ত ছিলেন এবং স্ক্রোল.ইন-এর কলাম লেখক ছিলেন।[][]

রেনুকা এখন পর্যন্ত দুই বার বিবাহ করেছেন। তাঁর প্রথম বিয়েটি মারাঠি থিয়েটার লেখক ও পরিচালক বিজয় কেনকারের সাথে হয়েছিল, তবে এই বিবাহ বেশি দিন স্থায়ী হয়নি এবং শিগগিরই তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল।[] এরপরে তিনি আশুতোষ রানা (আসল নাম আশুতোষ নীখরা)-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তিনি বলিউডের চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি অভিনয়ও করে থাকেন। তাঁদের দুটি পুত্র সন্তান রয়েছে, তারা হল শৌর্য্যমান নীখরা এবং সত্যেন্দ্র নীখরা।

রেনুকা শাহানে মারাঠি চলচ্চিত্র হাচ সানবাইচা ভাউ-এ অভিনয়ের মধ্য দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন। তারপরে তিনি হিন্দি ভাষার টেলিভিশন অনুষ্ঠান সুরভি-তে একজন উপস্থাপক হিসাবে কাজ করেছিলেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমেই তিনি দর্শকদের মনে স্থান করে নিয়েছিলেন। দূরদর্শন উক্ত সময়ে ভারতের একমাত্র টেলিভিশন চ্যানেল ছিল, তখন তাঁর চওড়া হাসি একটি বিখ্যাত বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং এর ফলে রেনুকা ১৯৮০-এর দশকের অন্যতম জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। ১৯৯৪ সালে সুরভি অনুষ্ঠানটি উপস্থাপন করে খ্যাতির শীর্ষে থাকার সময় তিনি হাম আপকে হ্যাঁয় কৌন..! নামক চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Blast from the past Renuka Sahane and Siddharth Kak in Surabhi"The Hindu। ২৫ ফেব্রুয়ারি ২০০৮। ১৬ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০ 
  2. "Girish Shahane"Huff Post (Huffington Post) India। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২১ 
  3. "Girish Shahane's Profile, JNAF"Jehangir Nicholson Art Foundation। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯ 
  4. http://www.womensweb.in/2017/02/talk-to-your-boys-about-periods/

বহিঃসংযোগ

[সম্পাদনা]