বিষয়বস্তুতে চলুন

মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাওলানা
মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী
ফুলতলী (ছোট সাহেব)
সিলেট-৫ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩০ জানুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪[]
পূর্বসূরীহাফিজ আহমেদ মজুমদার
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1974-02-05) ৫ ফেব্রুয়ারি ১৯৭৪ (বয়স ৫০)
ফুলতলী, মানিকপুর, জকিগঞ্জ, সিলেট
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আনজুমানে আল ইসলাহ
পিতামাতাআব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (পিতা),
নেহারুন নেছা (মাতা)
প্রাক্তন শিক্ষার্থীফুলতলী কামিল মাদ্রাসা
পেশাআলিম, রাজনীতিবিদ এবং প্রতিবাদী

মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী (জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৭৪) একজন বাংলাদেশী আলেম ও রাজনীতিবিদ। তিনি সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য[][]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ৫ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে সিলেটের জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী। তার মাতা নেহারুন নেছা।[]

কর্মজীবন

[সম্পাদনা]

হুছামুদ্দীন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার সিন্ডিকেট সদস্য।

আন্দোলন ও অবদান

[সম্পাদনা]

★ ইবতেদায়ী মাদরাসা আন্দোলন

★বাংলাদেশের বিতর্কিত ও ইসলাম বিরুধী শিক্ষা ব্যবস্থার তুমুল প্রতিবাদ করেছিলেন। ইত্যাদি https://www.youtube.com/watch?v=0yqwB2sGS6w

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

তিনি অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের সভাপতি।

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।[] তিনি ৬ ফেব্রুয়ারি ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হন।[][] ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ হারান।[][]

বিতর্ক

[সম্পাদনা]

মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ১২ মার্চ ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি (২০২২-২০২৫) সদস্য হন বলে প্রকাশিত হয়।[] তবে পরবর্তীতে তিনি তা অস্বীকার করে জানান যে তাকে অবহিত না করেই এই ঘোষণা দেওয়া হয়েছে।[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]

[১১]

  1. "জাতীয় সংসদ বিলুপ্ত, খালেদা জিয়া মুক্ত – DW – 06.08.2024"dw.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  2. "Mohammad Huchamuddin Chowdhury"বাংলাদেশ জাতীয় সংসদ। ২১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৪ 
  3. "মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী, আসন নং: ২৩৩, সিলেট-৫, দল: স্বতন্ত্র (কেটলি)"দৈনিক প্রথম আলো। ৭ জানুয়ারি ২০২৩। ৮ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৩ 
  4. "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"আরটিভি। ৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪ 
  5. "ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন হুছামুদ্দীন এমপি"অর্থসংবাদ। ৬ ফেব্রুয়ারি ২০২৪। ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৪ 
  6. "দ্বাদশ জাতীয় সংসদে আরও ১৬ স্থায়ী কমিটি গঠন"দৈনিক ইত্তেফাক। ৫ ফেব্রুয়ারি ২০২৪। ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৪ 
  7. রিপোর্ট, স্টার অনলাইন (২০২৪-০৮-০৬)। "জাতীয় সংসদ বিলুপ্ত"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  8. "দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"এনটিভি (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১২ 
  9. "হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য"অর্থসংবাদ। ১২ মার্চ ২০২৪। ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৪ 
  10. ‘এখানে আমার নাম আসার প্রশ্নই ওঠে না’
  11. Islamic Tower (২০২৪-০২-১০)। "হুসাম উদ্দিন ফুলতলীর শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন তথ্য | Husam Uddin Fultoli"