মোজাম্বিক জাতীয় ফুটবল দল
ডাকনাম | ওস মাম্বাস | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | মোজাম্বিকীয় ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | ক্যাফ (আফ্রিকা) | ||
প্রধান কোচ | লুইস গন্সালভেস | ||
অধিনায়ক | জাইনাদিন জুনিয়র | ||
সর্বাধিক ম্যাচ | তিকো-তিকো (৯৪) | ||
শীর্ষ গোলদাতা | তিকো-তিকো (৩০) | ||
মাঠ | জিম্পেতো স্টেডিয়াম | ||
ফিফা কোড | MOZ | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১১১ (২১ ডিসেম্বর ২০২৩)[১] | ||
সর্বোচ্চ | ৬৬ (নভেম্বর ১৯৯৭) | ||
সর্বনিম্ন | ১৩৪ (জুলাই ২০০৫, সেপ্টেম্বর ২০০৬) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১১৫ ১৩ (১২ জানুয়ারি ২০২৪)[২] | ||
সর্বোচ্চ | ৮৫ (সেপ্টেম্বর ১৯৮৫) | ||
সর্বনিম্ন | ১৫১ (মার্চ ২০০৩) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
মোজাম্বিক ২–১ জাম্বিয়া (মোজাম্বিক; ২৫ জুন ১৯৭৫) | |||
বৃহত্তম জয় | |||
মোজাম্বিক ৬–১ লেসোথো (মোজাম্বিক; ১০ আগস্ট ১৯৮০) মোজাম্বিক ৫–০ দক্ষিণ সুদান (মোজাম্বিক; ১৮ মে ২০১৪) | |||
বৃহত্তম পরাজয় | |||
জিম্বাবুয়ে ৬–০ মোজাম্বিক (সালিসবুরি, জিম্বাবুয়ে; ২০ এপ্রিল ১৯৮০) | |||
আফ্রিকা কাপ অফ নেশন্স | |||
অংশগ্রহণ | ৪ (১৯৮৬-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (১৯৮৬, ১৯৯৬, ১৯৯৮, ২০১০) |
মোজাম্বিক জাতীয় ফুটবল দল (ইংরেজি: Mozambique national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মোজাম্বিকের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মোজাম্বিকের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মোজাম্বিকীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৮০ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭৮ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৭৫ সালের ২৫শে জুন তারিখে, মোজাম্বিক প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মোজাম্বিকে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মোজাম্বিক জাম্বিয়াকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
৪২,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট জিম্পেতো স্টেডিয়ামে ওস মাম্বাস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মোজাম্বিকের রাজধানী মাপুতুতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লুইস গন্সালভেস এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মারিতিমোর রক্ষণভাগের খেলোয়াড় জাইনাদিন জুনিয়র।
মোজাম্বিক এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে মোজাম্বিক এপর্যন্ত ৪ বার অংশগ্রহণ করেছে, যার প্রত্যেকবার তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল।
তিকো-তিকো, চিকুইনিয়ো কঁদে, দোমিঙ্গুয়েস, দারিও মোন্তেইরো এবং জেরি সিতোয়ের মতো খেলোয়াড়গণ মোজাম্বিকের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
[সম্পাদনা]ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ১৯৯৭ সালের নভেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে মোজাম্বিক তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৬৬তম) অর্জন করে এবং ২০০৫ সালের জুলাই মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৩৪তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মোজাম্বিকের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৮৫তম (যা তারা ১৯৮৫ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৫১। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১০৯ | মাদাগাস্কার | ১১৮৭.৬৩ | |
১১০ | কেনিয়া | ১১৮১.৯২ | |
১১১ | মোজাম্বিক | ১১৮০.৭২ | |
১১২ | কঙ্গো | ১১৭৯.৮ | |
১১৩ | থাইল্যান্ড | ১১৭৬.৭৫ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১১৩ | ১০ | উগান্ডা | ১৩৬৮ |
১১৪ | ৩ | উত্তর কোরিয়া | ১৩৬৭ |
১১৫ | ১৩ | মোজাম্বিক | ১৩৬৬ |
১১৬ | ২৬ | এস্তোনিয়া | ১৩৬৩ |
১১৭ | ৭ | কুয়েত | ১৩৬২ |
প্রতিযোগিতামূলক তথ্য
[সম্পাদনা]ফিফা বিশ্বকাপ
[সম্পাদনা]ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | পর্তুগালের অংশ ছিল | পর্তুগালের অংশ ছিল | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | |||||||||||||||
১৯৫৪ | |||||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | |||||||||||||||
১৯৬৬ | |||||||||||||||
১৯৭০ | |||||||||||||||
১৯৭৪ | |||||||||||||||
১৯৭৮ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৮২ | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ০ | ২ | ৩ | ৭ | ||||||||
১৯৮৬ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৯০ | |||||||||||||||
১৯৯৪ | উত্তীর্ণ হয়নি | ৪ | ০ | ১ | ৩ | ৩ | ১১ | ||||||||
১৯৯৮ | ২ | ০ | ১ | ১ | ১ | ৩ | |||||||||
২০০২ | ২ | ১ | ০ | ১ | ২ | ২ | |||||||||
২০০৬ | ২ | ০ | ০ | ২ | ৩ | ৫ | |||||||||
২০১০ | ১২ | ৪ | ৩ | ৫ | ১০ | ১০ | |||||||||
২০১৪ | ৮ | ২ | ৩ | ৩ | ৭ | ১০ | |||||||||
২০১৮ | ২ | ১ | ০ | ১ | ১ | ১ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ৩৪ | ৮ | ৮ | ১৮ | ৩০ | ৪৯ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ মোজাম্বিক জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ মে ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ মোজাম্বিক জাতীয় ফুটবল দল (ইংরেজি)