মৃত্যুহার অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকা
প্রবন্ধটি স্থূল মৃত্যু হার অনুযায়ী রাষ্ট্রসমূহের তালিকার দুটি সংস্করণকে অন্তর্ভুক্ত করছে।
প্রণালী-বৃত্তান্ত
[সম্পাদনা]কোনও নির্দিষ্ট সময় পরিধিতে মোট মৃত্যুর সংখ্যাকে ঐ সময় পরিধিতে জনসংখ্যার ব্যক্তি-সময় দিয়ে ভাগ করলে স্থূল মৃত্যু হার পাওয়া যায়। ব্যক্তি-সময় হল কোনও পর্যবেক্ষণ সময় পরিধির মধ্যে পরিগণিত জনসংখ্যা এবং সময় পরিধির গুণফল। যেমন, কোনও স্থানে ২ বছর ধরে পরিগণিত জনসংখ্যা যদি হয় ৩০০০ তাহলে ঐ স্থানে ঐ ২ বছরে ব্যক্তি-বছর হবে ৩০০০×২=৬০০০।
বছর প্রতি ১,০০০ জনসংখ্যা প্রতি মৃত্যুর সংখ্যা -একক হিসাবে একে প্রকাশ করা হয়।
প্রথম তালিকাটি অরগানাইজেশান ফর ইকনমিক কোঅপারেশান এন্ড ডেভলপমেন্ট (ওইসিডি) -এর "২০১১ বার্ষিক পরিসংখ্যান"-এর উপর ভিত্তি করে তৈরি।
২০১১ স্থূল মৃত্যু হার -এ ২৩৬টি রাষ্ট্র এবং অঞ্চলসমূহ তালিকাভুক্ত হয়েছে।
দ্বিতীয় তালিকাটি সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক-এর ২০১৩ সালের পরিগণনার উপর ভিত্তি করে তৈরি।[১] পরাধীন অঞ্চলসমূহ এবং সম্পূর্ণরূপে স্বীকৃত হয়নি এমন রাষ্ট্রকে গণনায় অন্তর্ভুক্ত করা হয় নি।
রাষ্ট্রসমূহ
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]পাদটীকা
[সম্পাদনা]- ↑ "The World Factbook"। Cia.gov। ২০১৮-০২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০২-২১।