বিষয়বস্তুতে চলুন

মারে গুডউইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারে গুডউইন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মারে উইলিয়াম গুডউইন
জন্ম (1972-12-11) ১১ ডিসেম্বর ১৯৭২ (বয়স ৫২)
সলিসবারি, রোডেশিয়া
ডাকনামমাজ্জা, ফাজ, গুডি
উচ্চতা১.৭৭ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩৭)
৭ জানুয়ারি ১৯৯৮ বনাম শ্রীলঙ্কা
শেষ টেস্ট১ জুন ২০০০ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫২)
২২ জানুয়ারি ১৯৯৮ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই২২ জুলাই ২০০০ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৩–২০১৪গ্ল্যামারগন (জার্সি নং ৪০)
২০০৬–২০০৭ওয়ারিয়র্স
২০০১–২০১২সাসেক্স (জার্সি নং ৩)
১৯৯৮–১৯৯৯ম্যাশোনাল্যান্ড
১৯৯৪–২০০৭ওয়েস্টার্ন ওয়ারিয়র্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৯ ৭১ ৩১২ ৩৭৫
রানের সংখ্যা ১,৪১৪ ১,৮১৮ ২৩,৩৭৬ ১১,১৭০
ব্যাটিং গড় ৪২.৮৪ ২৭.১৩ ৪৭.৪১ ৩৫.৫৭
১০০/৫০ ৩/৮ ২/৮ ৭১/৯৭ ১৪/৬৭
সর্বোচ্চ রান ১৬৬* ১১২* ৩৪৪* ১৬৭
বল করেছে ১১৯ ২৪৮ ৭১৩ ৩৫১
উইকেট
বোলিং গড় ৫২.৫০ ৫৩.৭১ ৪৩.৭১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ০/৩ ১/১২ ২/২৩ ১/৯
ক্যাচ/স্ট্যাম্পিং ১০/– ২০/– ১৬২/– ১১২/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১০ মে ২০১৬

মারে উইলিয়াম গুডউইন (ইংরেজি: Murray Goodwin; জন্ম: ১১ ডিসেম্বর, ১৯৭২) সলিসবারিতে জন্মগ্রহণকারী সাবেক জিম্বাবুয়ীয় আন্তর্জাতিক ক্রিকেটারজিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে টেস্টএকদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছেন।

দলে তিনি মূলতঃ শীর্ষসারির ডানহাতি ব্যাটসম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘গুডি’ ডাকনামে পরিচিত মারে গুডউইন লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

শৈশবে অভিবাসিত হয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করেন। এরপর জিম্বাবুয়ে ফিরে আসেন ও ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন। সমগ্র খেলোয়াড়ী জীবনে ১৯ টেস্ট ও ৭১ ওডিআইয়ে অংশ নিয়েছেন তিনি। চমৎকার ভঙ্গীমায় কাটার ও পুলার সহযোগে বলকে মোকাবেলায় সিদ্ধহস্তের অধিকারী তিনি। জিম্বাবুয়েতে তার স্ত্রীর বসবাসের সমস্যার কারণে ২০০০ সালে ইংল্যান্ড সফর শেষে তারা পুনরায় অস্ট্রেলিয়া ফিরে যান।

ঘরোয়া ক্রিকেট

[সম্পাদনা]

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও অস্ট্রেলিয়ায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে সাসেক্স দলে নিয়মিত খেলেছেন। ২০০৩-০৪ মৌসুমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পক্ষে ১,১৮৩ রান ও পরবর্তী মৌসুমে ৮৪০ রান তোলেন। এছাড়াও নেদারল্যান্ডসে বিদেশী খেলায়াড় হিসেবেও খেলেন। ২০০৯ সালে সাসেক্সের সদস্য হিসেবে সমারসেটের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪৪* করে রেকর্ড গড়েন ও নিজেরই গড়া ২০০৩ সালের অপরাজিত ���৩৫* রানের রেকর্ড ভঙ্গ করেন।[] ঐ মৌসুমে গুডউইন ২,০০৩ রান করেন ও ১৬৪ বছর পর চ্যাম্পিয়নশীপের শিরোপা লাভে সহায়তা করেন। এছাড়াও সাসেক্সের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুইবার একই খেলায় দ্বি-শতক ও শতক করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Weaver, Paul (২০ আগস্ট ২০০৯)। "Murray Goodwin's 344 not out tops record-toppling day at Taunton"The Guardian। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-২১ 
  2. "Hundred in Each Innings of a Match for Sussex"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-২০ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]