বিষয়বস্তুতে চলুন

মাইন্ডানাও ধনেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাইন্ডানাও ধনেশ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Coraciiformes
পরিবার: Bucerotidae
গণ: Penelopides
প্রজাতি: P. affinis
দ্বিপদী নাম
Penelopides affinis
Tweeddale, 1877
প্রতিশব্দ

Penelopides panini affinis

মাইন্ডানাও ধনেশ (Penelopides affinis), যাদেরকে মাঝে মাঝে মাইন্ডানাও ট্যারিক্টিক ধনেশ বলে ডাকা হয়, হল মাঝারি আকারের ধনেশ যাদেরকে প্রধানত পাওয়া যায় অতিবৃষ্টি অরণ্যের চাঁদোয়া বনভূমিতে মিন্ডানাও, দিনাঘাট, সিয়ারগাও এবং বাসিলান প্রভৃতি দ্বীপে এদের দেখতে পাওয়া যায়। এই দ্বীপগুলো প্রধানত দক্ষিণ ফিলিপাইনে অবস্থিত। অনেকসময় সমর ধনেশদেরকে মাইন্ডানাও ধনেশের উপজাতি বলে মানা হয়।

উপজাতি

[সম্পাদনা]

এদের দুটো উপজাতি আছে:

  • P. a. affinis (উপপ্রজাতি)। মিন্ডানাও, দিনাঘাট এবং সিয়ারগাও প্রভৃতি দ্বীপপুঞ্জতে এদেরকে পাওয়া যায় প্রধানত।
  • P. affinis basilanica, বাসিলান দ্বীপপুঞ্জতে পাওয়া যায় এদেরকে।

ব্যবহার

[সম্পাদনা]

এটি একটি সামাজিক পাখি এবং এদেকে ছোটো ছোটো দলে দেখতে পাওয়া যায়। এই পাখিগুলো খুব আওয়াজ করে এবং অদ্ভুত এক ধরনে ডাকে যা শুনতে ta-rik-tik, এরম শোনায় আর সেই জন্যই তাদের ওই নামকরণ। ঘন বনে এরা ছদ্মবেশ ধারণ করে থাকে এবং সেই জন্য এদেরকে বোঝা যায় না এদের ডাক ব্যতীত।

খাদ্য

[সম্পাদনা]

এদের প্রধান খাদ্য হল ফল। এছাড়াও এরা কীট, গুবরে পোকা, পিঁপড়া এবং কেঁচো (মাঝে মাঝে) প্রভৃতি খায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. BirdLife International (২০১২)। "Penelopides affinis"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩