বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:NahidHossain/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফারাবী হাফিজ
ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে ফারাবী হাফিজ, ২০২৪
ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে ফারাবী হাফিজ, ২০২৪
জন্মমুকসুদপুর, গোপালগঞ্জ, ঢাকা
পেশাসাংবাদিক, উপস্থাপক
ভাষাবাংলা, ইংরেজি
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাসাংবাদিকতা বিভাগে স্নাতক
স্নাতকোত্তর
শিক্ষা প্রতিষ্ঠানঢাকা বিশ্ববিদ্যালয়

ফারাবী হাফিজ বাংলাদেশের একজন জনপ্রিয় সংবাদ পাঠক। তিনি বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র সংবাদ পাঠক।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

ফারাবি হাফিজ ১৯৮৯ সালের ২ মার্চ গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মুজিবুর রহমান এবং মাতা শেখ সালেহা বেগম। তিনি পরিবারের পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ। তার চারজন বোন রয়েছে এবং তিনি একমাত্র ভাই।

তার স্কুল ও কলেজের শিক্ষা সম্পন্ন করেছেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে, যা তার জন্মস্থান। পরে উচ্চশিক্ষার জন্য তিনি রাজধানী ঢাকায় চলে আসেন। হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

২০০৯ সালে দেশটিভিতে একজন রিপোর্টার হিসাবে কাজ করার মাধ্যমে তিনি তার টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন, তখন তিনি অনার্স ২য় বর্ষের ছাত্র। এরপরে তিনি এটিএন নিউজ এ কাজ করেন। এটিএন নিউজ থেকে পরের বছর তিনি সময় টিভিতে জয়েন করেন।[] ২০২৪ এর শেষে তিনি চ্যানেল ২৪ ছেড়ে দেওয়ার ঘোষনা দেন।[]

সাংবাদিকতার বাইরে তিনি সরকারী চাকুরি করেছেন কিছুকাল এবং জাতিসংঘের বাংলাদেশ অফিসে কনসাল্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। স্বীকৃতিস্বরূপ ইউনিসেফ মীনা গণমাধ্যম পুরস্কার অর্জন করেন তিনি।[]

সমালোচনা

[সম্পাদনা]

শেইখ হাসিনা সরকারের পতনের সময় শিক্ষার্থীদের অনুকূলে সংবাদ প্রকাশের জন্য বাংলাদেশ ছাত্রলীগ এর হুমকির মুখে পড়ে সমালোচিত হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ফারাবীর গল্প"The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ২০২৪-১২-২৩ 
  2. রায়হান, রিয়াজুর রহমান (২০২২-১১-১৭)। "উপস্থাপনায় চেহারার চেয়ে কথা বলার অঙ্গভঙ্গি বেশি গুরুত্বপূর্ণ"dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৪-১২-৩১ 
  3. "The art of news reading, with Farabi Hafiz"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২৪-০১-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-১২-২৩ 
  4. Ikra, Halima Akter (২০২৫-০১-০৩)। "ফারাবি হাফিজের সুসংবাদ দিয়ে শুরু নতুন বছর"অর্থসূচক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-০৪ 
  5. "সাংবাদিক ফারাবী হাফিজকে দেখে নেওয়ার হুমকি ছাত্রলীগের"ঢাকাপ্রকাশ। সংগ্রহের তারিখ ২০২৫-০১-০৪